• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

সাভারে ১০ হাজার অবৈধ গ্যাসসংযোগ বিচ্ছিন্ন

সাভার প্রতিনিধি

  ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০৪

সাভারে অভিযান চালিয়ে প্রায় দশ হাজার পরিবারের অবৈধ গ্যাসসংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

রোববার বিকেলে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ সাভারের আমিনবাজারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচএম সালাউদ্দিন মঞ্জুরকে সাথে নিয়ে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের শ্যামপুর বাজার ও দক্ষিণ শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেন।

এ সময় ওই এলাকার গ্যাস সরবরাহ বন্ধ করে তিনটি মূল পয়েন্টে মাটির নিচে থাকা গ্যাসের পাইপ তুলে নিয়ে সিলগালা করে দেয়া হয়। এছাড়াও কয়েকহাজার ফুট পাইপ উদ্ধারের পাশাপাশি গ্যাসের মূল সংযোগের সঙ্গে লাগানো রাইজারগুলোও খুলে নেয়া হয়।

--------------------------------------------------------
আরও পড়ুন: দোহারে দলিল লেখকদের কলমবিরতি
--------------------------------------------------------

অভিযানে অবৈধ গ্যাসসংযোগ ব্যবহারের অভিযোগে একজনকে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান, সাভারে সব অবৈধ গ্যাসলাইন পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হবে। এছাড়া অবৈধ গ্যাস সংযোগকারীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হবে।

অভিযানকালে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর, সাভার তিতাস গ্যাস অফিসের ডেপুটি ম্যানেজার প্রকৌশলী হাজি আব্দুর রহিম, সহ-ব্যবস্থাপক আনিসুজ্জামান ও আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

এসএইচ/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফের পেছাল এস কে সিনহার অবৈধ সম্পদের মামলার প্রতিবেদন
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার, বাল্কহেডসহ আটক ১১
অবৈধভাবে ভারতে গিয়ে আটক ১৩ জনকে দেশে ফেরত
বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক
X
Fresh