• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

দোহারে দলিল লেখকদের কলমবিরতি

দোহার প্রতিনিধি

  ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৫৩

ঢাকার দোহার উপজেলা সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে নানা অভিযোগ এনে আজ রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য কলমবিরতির ডাক দিয়েছেন দলিল লেখকরা। এ বিষয়ে নিবন্ধন অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগও দিয়েছেন তারা।

দোহার উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন জানান, গত ২৯ জানুয়ারি দোহারে যোগদানের পরদিনই সাব-রেজিস্ট্রার হাফিজা হাকিম রুমা ঘোষণা দেন তিনি সপ্তাহে তিনদিন অফিস করবেন। এছাড়া দলিল রেজিস্ট্রির জন্য অতিরিক্ত টাকা দাবি এবং দলিল লেখকদের সাথে কারণে-অকারণে অশোভন আচরণ করেন। পরে আমরা তার সাথে বসে বিষয়গুলো সুরাহার চেষ্টা করেছিলাম। কিন্তু তিনি আমাদের আহ্বানে সাড়া দেননি। যে কারণে বাধ্য হয়ে আমরা কলমবিরতির ডাক দিয়েছি।

এ বিষয়ে সাব-রেজিস্ট্রার হাফিজা হাকিম রুমার বক্তব্য নিতে গেলে তাকে অফিসে পাওয়া যায়নি। পরে তার মোবাইলে ফোন দেয়া হলেও তিনি সাড়া দেননি।

আরও পড়ুন:

এসএইচ/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জমি দখলের চেষ্টা চেয়ারম্যানের, বাবা-ছেলে জেলহাজতে
X
Fresh