• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

সাবেক এমপি মুহাদ্দিস গ্রেপ্তার

যশোর প্রতিনিধি

  ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ২০:০৭

সাবেক সংসদ সদস্য ও জামায়াত ইসলামীর জেলা কমিটির নায়েবে আমীর মুহাদ্দিস আবু সাঈদ মো. শাহাদৎ হুসাইনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে যশোর সদরের রূপদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মুহাদ্দিস আবু সাঈদ যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির এবং যশোরের পদ্মবিলা সিনিয়র মাদরাসার অধ্যক্ষ।

পুলিশ বলছে, মুহাদ্দিস সাঈদ নাশকতার বেশ কয়েকটি মামলার আসামি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে কর্মস্থল যশোর সদর উপজেলার পদ্মবিলা সিনিয়র মাদরাসা থেকে ঝিকরগাছার বাঁকড়ায় নিজ বাড়িতে ফিরছিলেন মুহাদ্দিস আবু সাঈদ। পথে রূপদিয়া বাজারের কাছে নরেন্দ্রপুর ক্যাম্পের পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আবু সাঈদকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন নরেন্দ্রপুর ক্যাম্পের ইনচার্জ এসআই সোহরাব হোসেন।

তিনি বলেন, ‘মুহাদ্দিস সাঈদের বিরুদ্ধে বেশ কয়েকটি নাশকতার মামলা রয়েছে। এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা বলেন, ‘উনার নাম যদি আবু সাঈদ হয়ে থাকে তাহলে তিনি গ্রেপ্তার হয়েছেন।’

আরও পড়ুন:

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসি হাবিবের বক্তব্যের কড়া সমালোচনা দুদুর
যশোরে এলজিইডির কর্মশালা
এক শতাংশ ভোটার এলেও নির্বাচন গ্রহণযোগ্য: ইসি হাবিব
চিত্তরঞ্জন ১৬ বছরে লাগিয়েছেন তিন লাখ তালগাছ
X
Fresh