• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

যশোরে সপ্তাহব্যাপী মধু মেলা শুরু

যশোর প্রতিনিধি

  ২০ জানুয়ারি ২০১৮, ২২:৫৮

স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পরাজয়ের শংকায় রয়েছে বিএনপি, আওয়ামী লীগ নয়। বিএনপি নেতারা বেসামাল হয়ে পড়েছেন, তাই আবোল-তাবেল বকছেন।

শনিবার বিকেল সাড়ে ৪টায় যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদনের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী মধুমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

--------------------------------------------------------
আরও পড়ুন: অভিযুক্ত কমিটি বাতিল করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
--------------------------------------------------------

মন্ত্রী আরও বলেন, রাজনীতিতে টিকে থাকতে হলে নির্বাচনে অংশ নেয়ার বিকল্প নেই। ফলে তাদের শক্তি, জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা নির্ভর করছে নির্বাচনের উপর। তবে বিএনপি নির্বাচন বয়কট করলে সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে।

জেলা প্রশাসক আশরাফ উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, যশোর-২ আসনের এমপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির।

উদ্বোধনী আলোচনাসভায় অংশ নেয়ার আগে মন্ত্রী সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। সপ্তাহব্যাপী এ মেলায় ৩শ’ স্টল দেয়া হয়েছে। যেখানে বিভিন্ন জিনিসের পসরা নিয়ে বসেছেন দোকানিরা।

আরও পড়ুন:

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শুরু হতে যাচ্ছে টেক্সটাইল মার্চেন্ডাইজারদের ক্রিকেট টুর্নামেন্ট
সংসদ অধিবেশন শুরু
চুয়াডাঙ্গা-যশোরে কবে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস
আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গা ও যশোরে
X
Fresh