• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

টাঙ্গাইল প্রতিনিধি

  ৩০ জানুয়ারি ২০১৮, ১৭:১৩

পাওনা টাকা চাইতে গিয়ে জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তির কিল-ঘুষি ও লাথির আঘাতে আবুল হোসেন (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের ময়থাচালা গ্রামের বাসিন্দা।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর গ্রামের শেখ আবদুল বারেকের ছেলে শেখ জাহাঙ্গীর আলমের কাছে বৃদ্ধ আবুল হোসেন মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে দীর্ঘদিনের পাওনা টাকা চাইতে যান। জাহাঙ্গীর আলম পৌরসভার রেনাজ সিনেমা হল সড়কের গ্রামীণ টাওয়ারের কাছে বৃদ্ধকে নিয়ে আসে। এসময় দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত জাহাঙ্গীর বৃদ্ধকে কিল-ঘুষি ও লাথি মারে। পরে তিনি মাটিতে লুটিয়ে পড়লে জাহাঙ্গীর পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

--------------------------------------------------------
আরও পড়ুন: হাত তুলে ওয়াদা করেন, নৌকায় ভোট দেবেন: প্রধানমন্ত্রী
--------------------------------------------------------

নিহতের চাচাত ভাই বাদল হোসেন বাদু বলেন, নিহতের দুই হাত-পা এবং অণ্ডকোষে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে পরিকল্পিতভাবে জাহাঙ্গীর হত্যা করেছে।

নিহতের ছেলে সামছুল আলম বলেন, বাবা সিমেন্টের খুঁটি বানানোর ব্যবসা করতো। জাহাঙ্গীর চার মাস আগে খুঁটি বানিয়ে নিয়ে টাকা দিতে টালবাহানা করছিল। তার কাছে ১০ হাজার টাকা পাওনা আছে। সে টাকা চাইতে গিয়ে আমার বাবা জীবন দিল। আমি বাবা হত্যার বিচার চাই।

এ ব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত জাহাঙ্গীরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন:

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাঙ্গাইলে আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন
টাঙ্গাইলে হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু
টাঙ্গাইলে ৩ বাসকে জরিমানা
ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
X
Fresh