• ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

র‌্যাগিং বন্ধের ঘোষণা দিল রাবি প্রশাসন

রাবি প্রতিনিধি

  ৩০ জানুয়ারি ২০১৮, ১৬:১১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেকোনো ধরনের র‌্যাগিং বন্ধের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ক্যাম্পাসের কোথাও র‌্যাগিংয়ের অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রক্টর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, র‌্যাগিং একটি সামাজিক অপরাধ। র‌্যাগিংয়ের ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বিঘ্নিত হয়। এর শিকার শিক্ষার্থীরা মানসিক সমস্যার সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয়ের কোথাও কোনো প্রকার র‌্যাগিং করা যাবে না। কেউ র‌্যাগিং করলে বা করতে উদ্বুদ্ধ করার অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান আরটিভি অনলাইনকে বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও অনুষদে নবীন শিক্ষার্থীদের ওপর র‌্যাগিং নামের নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এরই প্রেক্ষিতে ক্যাম্পাসে র‌্যাগিং নিষিদ্ধ করা হয়েছে।

আরও পড়ুন:

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইবিতে বিবস্ত্র করে র‌্যাগিংয়ের ঘটনায় সত্যতা পেয়েছে তদন্ত কমিটি
র‍্যাগিংয়ে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা, হাবিপ্রবির দুই ছাত্র বহিষ্কার
ভাঙচুর-র‍্যাগিংয়ের ঘটনায় ইবির ৬ শিক্ষার্থী বহিষ্কার
X
Fresh