• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

ঘুষ নেয়ার অভিযোগে ২ এএসআই প্রত্যাহার

সাভার প্রতিনিধি

  ২৩ জানুয়ারি ২০১৮, ১৮:৪৬

ঘুষ নেয়ার অভিযোগে সাভারের আশুলিয়া থানার দুই সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) প্রত্যাহার করা হয়েছে।

অভিযুক্ত দুই এএসআই হলেন, এএসআই নান্টু কৃষ্ণ মজুমদার ও এএসআই রওশন আলী। তাদেরকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, সোমবার রাতে আশুলিয়ার বারইপাড়া এলাকা থেকে ভাড়া করা একটি মাইক্রোবাস করে মাহবুবু নামে এক ব্যক্তিকে আটক করে ঘুষ দাবি করেন ওই দুই এএসআই। পরে আটক ব্যক্তির স্ত্রী বিষয়টি থানায় অবহিত করলে পুলিশের আরেকটি দল তাদের থানায় নিয়ে আসে।

তিনি জানান, প্রাথমিকভাবে সত্যতা প্রমাণ পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওই দুই এএসআইকে প্রত্যাহার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশের সোর্স রাসেল নামে আরেকজনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঋণের বোঝা সইতে না পেরে আত্মহত্যা
কানাডায় নিজ্জর হত্যাকাণ্ডে ৩ ভারতীয় গ্রেপ্তার
আসামি ধরতে গিয়ে ইমামকে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু 
X
Fresh