• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি

কুমিল্লা প্রতিনিধি

  ১৩ জানুয়ারি ২০১৮, ১৯:০০

কুমিল্লায় ডেমু ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শনিবার বিকেলে ওই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখার জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তাকে প্রধান করে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: ছয় ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু
--------------------------------------------------------

এর আগে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আখাউড়া থেকে যাত্রীবাহী একটি ডেমু ট্রেন কুমিল্লা রেল স্টেশনে আসার পথে জেলার আদর্শ সদর উপজেলার বানাশুয়া রেলক্রসিং এলাকায় একটি অবৈধ লেবেল ক্রসিংয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ দুর্ঘটনায় ডেমু ট্রেনের একটি বগির আটটি চাকা লাইনচ্যুত হয়ে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এসময় বিভিন্ন স্টেশনে আটকা পড়া যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।

পরে শনিবার বিকেল তিনটার দিকে ডেমু ট্রেনটি উদ্ধারের পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

ঘটনাস্থল থেকে রেলওয়ের সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার জানান, ডেমু ট্রেনের একটি বগির আটটি চাকা লাইনচ্যুত হওয়ার পর লাকসাম থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে ১২টার দিকে উদ্ধার অভিযান শুরুর পর বিকেল তিনটার দিকে উদ্ধার কাজ শেষ হয়।

আরও পড়ুন

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাবিতে ছাত্রলীগের ‘গেস্টরুমে’ অচেতন শিক্ষার্থী, তদন্ত কমিটি গঠন
বিয়ের কেনাকাটা করে বাড়ি ফেরা হলো না চাচা-ভাতিজির
ঢাবির সুইমিং পুলে ছাত্রের মৃত্যু, তদন্ত কমিটি গঠন
কুমিল্লায় বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
X
Fresh