• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

রাজশাহীতে ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি

  ০৩ জানুয়ারি ২০১৮, ১৯:১০

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দুপুরের দিকে হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ড থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

তার নাম সরফরাজ হোসেন শান্ত (৪০)। তিনি নগরীর হেতেমখাঁ এলাকার দিলদার হোসেনের ছেলে। এ বিষয়ে নগরীর রাজপাড়া থানায় মামলা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

তিনি বলেন, চিকিৎসক পরিচয়ে সরফরাজ হাসপাতালের রোগীর স্বজনদের সঙ্গে প্রতারণার চেষ্টা করছিলেন। টের পেয়ে তাকে ধরে পুলিশে দেন দায়িত্বরত নার্সরা।

গ্রেপ্তারকৃত সরফরাজ দীর্ঘদিন ধরে চিকিৎসক সেজে প্রতারণার দায় স্বীকার করেছেন। পরে এ নিয়ে হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই শফিকুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেছেন। ওই মামলায় বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জেবি/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আমাকে মেরে ফেলেন ভাই’
উত্তপ্ত রাজশাহী, তাপমাত্রা ছাড়াল ৪২ ডিগ্রি
তীব্র তাপদাহে রাসিকের জরুরি সভা, নানা উদ্যোগ গ্রহণ
রাজশাহীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
X
Fresh