• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পুলিশ সদস্যের বিরুদ্ধে অপহরণ-ধর্ষণের অভিযোগে মামলা

রাজশাহী প্রতিনিধি

  ১২ ডিসেম্বর ২০১৭, ১২:৪১

রাজশাহীর তানোরে এক নারীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে রাজ কুমার নামে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার রাতে ওই নারী নিজে বাদি হয়ে মামলাটি করেন। তবে সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম।

রেজাউল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, আসামি রাজ কুমার পুলিশের একজন সদস্য। তিনি ঢাকায় কর্মরত। তবে বর্তমানে তিনি পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জানা গেছে, রাজশাহী তানোর পৌর এলাকার হাবিবনগর পালপাড়া গ্রামের মনোরঞ্জন পালের ছেলে পুলিশের সদস্য রাজ কুমার পালের সঙ্গে একই উপজেলার চান্দুড়িয়া ইউনিয়নের বাকোশপুর গ্রামের এক মেয়ের মোবাইল ফোনে প্রেমের সর্ম্পক হয়।

ছুটিতে বাড়িতে এসে রাজ নিজেকে মুসলমান পরিচয় দিয়ে ওই মেয়েকে বিয়ের কথা বলে। এক পর্যায়ে কৌশলে শনিবার (৯ ডিসেম্বর) বাড়ি থেকে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরদিন সকালে ওই মেয়ে রাজ কুমারের বাড়িতে উঠলে তার পরিবারের সদস্যরা ওই নারীকে মারধর করে বের করে দেয়।

বিষয়টি স্থানীয় লোকজন থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে সন্ধ্যায় থানায় নিয়ে আসে। পরে ওই নারীর পরিবারের সদস্যরা আসলে থানায় মামলা দায়ের হয়।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেকনাফে ১০ কৃষক অপহরণ মামলার আসামি গ্রেপ্তার
রাজধানীতে পুলিশ ক্যাম্পে আগুন
যেকোনো দুর্যোগে পুলিশ জনগণের পাশে রয়েছে: ডিএমপি কমিশনার
হারিয়ে যাওয়া বৃদ্ধা মাকে পরিবারের কাছে ফিরিয়ে দিলো পুলিশ
X
Fresh