• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বোদা পৌর নির্বাচন: ৯৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

পঞ্চগড় প্রতিনিধি

  ২৭ নভেম্বর ২০১৭, ১৯:৫০

পঞ্চগড় জেলার বোদা পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ সোমবার মোট ৯৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

এর মধ্যে মেয়র পদে পাঁচজন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২৫ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৬৫ জন মনোনয়নপত্র দাখিল করেন।

বোদা উপজেলা নির্বাচন অফিসে জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলামের কাছে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং অফিসার ও বোদা উপজেলা নির্বাচন কর্মকর্তা বিজয় চন্দ্র বর্মন।

মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, বিএনপি মনোনীত বোদা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হকিকুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেন।

এছাড়া স্বতন্ত্রপ্রার্থী হিসেবে বোদা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আজাহার আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম আখতার হোসেন হাসান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মো. রফিকুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন।

প্রসঙ্গত, প্রতিষ্ঠার ১৭ বছর পর বোদা পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ ডিসেম্বর।

মনোনয়নপত্র বাছাই ২৮ ও ২৯ নভেম্বর। প্রত্যাহারের শেষ দিন ছয় ডিসেম্বর। ৯টি কেন্দ্রে মোট ১২ হাজার ৭৯০ জন ভোটার তাদের ভোট দেবেন।

জেবি/সি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে তিন উপজেলার ২৬ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ৪ 
গৌরীপুরে ১৫ প্রার্থীর মনোনয়ন দাখিল
সেনবাগে সাইফুল আলম দিপুসহ চেয়ারম্যান পদে ১০ জনের মনোনয়নপত্র দাখিল
দ্বিতীয় ধাপে ২০৫৫ জনের মনোনয়নপত্র দাখিল
X
Fresh