• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo

জয়পুরহাটে বন্যায় ২৫ গ্রাম প্লাবিত

আরটিভি অনলাইন, জয়পুরহাট

  ১৬ আগস্ট ২০১৭, ১৫:১০

জয়পুরহাটের নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বিভিন্ন গ্রামে বন্যা দেখা দিয়েছে। কালিতলা বাঁধ ভেঙে যাওয়ায় আরো বন্যার আশঙ্কাও রয়েছে।

জেলা প্রশাসক মোকাম্মেল হক জানিয়েছেন, ক্ষেতলাল, পাঁচবিবি, আক্কেলপুর ও সদর উপজেলায় দুই-তিন দিন ধরে পানি বাড়ছে। পানি ঢুকেছে এসব উপজেলার ১০টি ইউনিয়নের কমপক্ষে ২৫টি গ্রামে।

প্লাবিত এলাকায় প্রায় তিন হাজার হেক্টর রোপা আমন ও শাক-সবজির ক্ষেত তলিয়ে গেছে বলে জানিয়েছেন জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক সুধেন্দ্রনাথ রায়।

জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল জলিল বলেছেন, এসব এলাকায় পাঁচ শতাধিক পুকুর ভেসে গেছে। যা থেকে প্রায় পাঁচ কোটি টাকার মাছ পাওয়ার কথা ছিল।

সরেজমিনে সড়কের বটতলি থেকে পশ্চিম দিকে প্রায় এক কিলোমিটারে দু’থেকে তিন ফুট পানি দেখা গেছে। সড়কের পল্লী বিদ্যুৎ কার্যালয় এলাকায়ও দেড়-দুই ফুট পানি ওঠেছে। তবে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

জেলার পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী মারজান হোসেন জানান, ধারকী এলাকায় তুলসীগঙ্গা নদীর কালিতলা বাঁধ ভেঙে যাওয়ায় নতুন করে আরো কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা আছে।

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিলে বন্যার্তদের সহায়তায় বিমানভর্তি ত্রাণ পাঠালেন নেইমার
ব্রাজিলে বন্যায় নিহত ১০০ ছাড়িয়েছে, নিখোঁজ ১২৬ 
জয়পুরহাটে মিনফুজুর, দুলাল ও মোকছেদ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত
প্রধানমন্ত্রীর সঙ্গে রেজওয়ানা চৌধুরী বন্যার সাক্ষাৎ
X
Fresh