• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

অস্ট্রেলিয়াতে ৩ বছরের ভিসা পেয়েছেন প্রধান বিচারপতি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ অক্টোবর ২০১৭, ০৮:০৯

সস্ত্রীক অস্ট্রেলিয়ার ভিসা পেয়েছেন প্রধান বিচারপতি এসকে সিনহা। বৃহস্পতিবার (৫ অক্টোবর) ভিসার আবেদন ও বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্নের পরই তারা ৩ বছরের ভিসা পান। আদালতের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার গুলশান-২ এ অবস্থিত অস্ট্রেলিয়ার ভিসা সেন্টারে গিয়ে ৫ বছরের জন্য ভিসার আবেদন করেন প্রধান বিচারপতি ও তার স্ত্রী সুষমা সিনহা। তবে ৩ বছরের ভিসা দেয়া হয়।

সূত্রটি বলছে, প্রধান বিচারপতির বড় মেয়ে সূচনা সিনহা অস্ট্রেলিয়াতেই থাকেন। তার মেয়ের বাসাতেই ওঠার পরিকল্পনা রয়েছে তার। তবে কবে নাগাদ যাবেন সে বিষয়ে নিশ্চিত করতে পারেনি ওই সূত্রটি।

এদিকে, শনিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে সাক্ষাৎ করতে তার সরকারি বাসভবনে যান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী।

বেলা ৩টা ২০ মিনিটে বাসভবনে ঢুকে বিকাল ৪টা ১৪ মিনিটের দিকে বের হন তিনি।

এছাড়া, দুপুর সোয়া ১২টার দিকে বাসভবনতে যান সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (অর্থ) ফারজানা ইয়াসমিন।

এর আগে গত ২ অক্টোবর এক মাসের ছুটি চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

তবে প্রধান বিচারপতি অসুস্থ নন, তাকে জোর করে দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়েছে বলে দাবি করেছে সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন।

এসজে

মন্তব্য করুন

daraz
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতি
বিচার বিভাগে হস্তক্ষেপ : প্রধান বিচারপতিকে ইমরানের চিঠি
গরমে বিচারকাজ অনলাইনে করতে প্রধান বিচারপতির কাছে চিঠি
গরমে ড্রেসকোড পরিবর্তন চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন
X
Fresh