• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ঝুমাকে ছুরিকাঘাত : বাহারের স্বীকারোক্তি

অনলাইন ডেস্ক
  ১৯ জানুয়ারি ২০১৭, ১৯:৫৯

কলেজছাত্রী ঝুমা আক্তারকে ছুরিকাঘাতের ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মামলার প্রধান আসামি বাহার উদ্দিন।

বৃহস্পতিবার বিকেল ৩টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. খাইরুল আমিনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেয় বাহার। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

মামলার তদন্ত কর্মকর্তা ইমরোজ তারেক জানান, বৃহস্পতিবার সকাল ৮টায় জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের মির্জারচক গ্রামের একটি হাওর থেকে বাহারকে গ্রেপ্তার করা হয়। পরে বিকালে তাকে আদালতে হাজির করলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

গেলো রোববার সকালে বাহার সিলেটের জকিগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের ঝুমাকে ছুরিকাঘাত করেন। এ ঘটনায় ঝুমার মা করিমা বেগম বাদি হয়ে সোমবার রাতে মামলা করেন।

পুলিশ প্রধান আসামি বাহারের বড় ভাই নাসির উদ্দিনকে গ্রেপ্তার করে। ঝুমা বর্তমানে ওসমানী মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছেন।

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh