• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

খুনিদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আলটিমেটাম

আরটিভি অনলাইন রিপোর্ট, নাটোর

  ০৬ ডিসেম্বর ২০১৬, ১৪:২০

যুবলীগের ৩ কর্মীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে নাটোর পৌর যুবলীগ।

মঙ্গলবার ভোরে ৩ যুবলীগ কর্মীর মরদেহ দিনাজপুর থেকে নাটোরে আনা হয়। কানাইখালী মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ১০টায়।

জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও নিহতদের পরিবারের স্বজনরা জানাজায় অংশ নেন। পরে গাড়িখানা কবরস্থানে তাদের দাফন করা হয়।

জানাজায় এমপি শফিকুল ইসলাম শিমুল বলেন, জেলার সক্রিয় ৩ যুবলীগ কর্মীর এমন মৃত্যু মেনে নেয়া যায় না। তাদের নিখোঁজের খবর শুনে সরকারের প্রতিটি দপ্তরে খোঁজ করেছি। বিশেষ করে র‌্যাব’র রাজশাহী ও ঢাকা হেডকোয়ারর্টারে নিখোঁজদের ব্যাপারে জানতে চাইলে তারা স্বীকার করেনি। পুলিশ জানাতে পারে নাই তাদের কে, কারা, কোথায় নিয়ে গেছে।

তিনি আরো বলেন, নিজ দলের, দলের বাইরের অথবা আইলশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেই হোক না কেন, এই ঘটনায় জড়িতদের বিচার হবে।

নাটোর পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সায়েম হোসেন উজ্জল বলেন, আগামি ৭২ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতার করা না হলে নাটোরসহ সমগ্র উত্তরবঙ্গ অচল করে দেয়া হবে।

গেলো সোমাবার সকালে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকিপুর ইউনিয়নের ভেলাই গ্রাম রঘুনাথপুর কলাপাড়া মাদরাসা সংলগ্ন সড়কের পাশে আম বাগানের ভেতরে একটি পুকুর পাড় থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এম /এসএস

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh