• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo

এইচএসসি পাস করে ‘শিশু বিশেষজ্ঞ ডাক্তার’!

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ এপ্রিল ২০১৮, ১৪:১১

রাজধানীর রামপুরা এলাকা থেকে একজন ভুয়া শিশু ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামপুরা পূর্ব হাজীপাড়া এলাকার যশোর মেডিসিন কর্নারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতের নাম ওয়ালী উর রেজা। তিনি পাস করেছেন মাত্র উচ্চমাধ্যমিক। রামপুরাতে রয়েছে তার নিজস্ব চেম্বারও।

--------------------------------------------------------
আরও পড়ুন: বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি ফখরুল
--------------------------------------------------------

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে। পরবর্তীতে ওই ‘বিশেষজ্ঞ’ তার মিথ্যা পরিচয় স্বীকার করলে তাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

সারওয়ার আলম বলেন, ওয়ালী রেজা নামে ওই ব্যক্তি এইচএসসি পাস করেছেন। তবে যশোর মেডিসিন কর্নারের সাইনবোর্ডে তিনি নিজের নামের সঙ্গে ‘এফসিপিএস ও এমডি ডিগ্রিধারী বিশেষজ্ঞ চিকিৎসক’ উল্লেখ করেছেন। তাকে চ্যালেঞ্জ করলে তিনি তার পরিচয়ের বিপরীতে কোনো কাগজপত্র দেখাতে পারেননি। কেবল উচ্চমাধ্যমিক পাস করে তিনি নিজেকে শিশু ও মেডিসিন বিশেষজ্ঞ দাবি করেন। মিথ্যা পরিচয় দিয়ে প্রতারণা করছিল।

তিনি আরও বলেন, প্রতারণার অভিযোগে ওয়ালী রেজাকে ২ বছরের কারাদণ্ড দিয়ে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh