• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo

বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি ফখরুল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ এপ্রিল ২০১৮, ১৩:৪৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গুলশানের ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে। তিনি বুকে ব্যথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন বলে আরটিভি অনলাইনকে জানিয়েছেন হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সাজ্জাদুর রহমান শুভ।

তিনি জানান, উনি সকালে বাসায় বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করায় দ্রুত হাসপাতালে আনা হয়। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মোমিনউজ্জামানের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

শুভ আরও জানান, তিনি একিউট করোনারি সিনড্রোম রোগে ভুগছেন। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: প্রধানমন্ত্রী নির্বাচনের সময় ধার্মিক হয়ে যান: রিজভী
--------------------------------------------------------

পারিবারিক সূ্ত্র জানিয়েছে, ফখরুলের মা ফাতিমা আমিনও বার্ধক্যজনিত অসুস্থতায় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সোমবার তাকে দেখতে যাবার কথা ছিল। তার আগেই তিনি অসুস্থ হয়ে পড়েন।

এর আগে ২০১৬ সালে মির্জা ফখরুলের ঘাড়ে ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। পরে তিনি কয়েক দফা দেশের বাইরে গিয়ে চিকিৎসা নেন।

আরও পড়ুন:

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সস্ত্রীক ওমরাহ করতে গেলেন ফখরুল
ন্যায্য মজুরি না পেয়ে মানবেতর জীবনযাপন করছে শ্রমিকরা: মির্জা ফখরুল
ন্যায্য অধিকার আদায়ে শেরে বাংলার অবদান ভুলবার নয় : ফখরুল
‘সরকারের জুলুম বন্ধ না হলে দেশ চরম নৈরাজ্যে নিপতিত হবে’
X
Fresh