• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

পুলিশ সদস্যর বাসায় বিস্ফোরণ, প্রাণ গেলো ৫ জনের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ অক্টোবর ২০১৬, ১০:১৫

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিদ্যুতের তার ছিঁড়ে বাড়িতে আগুন লাগলে দগ্ধ হয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়।

মঙ্গলবার ভোরে ঠাকুরগাঁও উপজেলার লোহাগাড়া জনগাঁ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- খরেশ চন্দ্র (৪৫), কেয়া রানী (৩৫), স্বর্ণা রানী (২০), নির্ণয় (১০) ও নাইস (১৫)। খরেশ চন্দ্র পুলিশ কনস্টেবল।

এমনটাই জানিয়েছেন পীরগঞ্জ থানার ওসি আমিরুজ্জামান।

তিনি জানান, ওই গ্রামের সরেশ চন্দ্রের বাড়ির ওপর দিয়ে যাওয়া ৪৪০ ভোল্টের বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে বাড়িতে আগুন লাগে। এসময় ঘরের ভেতরে থাকা মোটরসাইকেলের তেলভর্তি ট্যাংক বিস্ফোরণ ঘটে। এতে ঘুমিয়ে থাকা পরিবারের ৫ সদস্যের মধ্যে খরেশের স্ত্রী কেয়া রানী ও শালিকা স্বর্ণা রানী দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর দগ্ধ অবস্থায় খরেশ চন্দ্র (৪৫), তার ছেলে নির্ণয় (১০) ও মেয়ে নাইসকে (১৫) প্রথমে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যালে নেয়ার পথে তারা সবাই মারা যায়।

ওসি জানান, আগুন লাগার পর আশপাশের বাড়ির লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও আটকে পড়া কাউকে বের করতে পারেননি। পরে পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট দগ্ধ অবস্থায় এসে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এসএস/ এমকে

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh