• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

আহত যুবলীগ কর্মী মারা গেছেন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ সেপ্টেম্বর ২০১৬, ১০:১৯

রাজধানীর মতিঝিলে এজিবি কলোনিতে সন্ত্রাসীদের গুলিতে আহত যুবলীগ কর্মী মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত ২টায় অ্যাপোলো হাসপাতালে মারা যান তিনি।

মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম রব্বানী শনিবার সকালে জানান, রাত ১১টায় এজিবি কলোনির আইডিয়াল জোন এলাকায় কয়েকজন দুর্বৃত্তের গুলিতে আহত হন আহসানুল হক ইমন ও রিজভী হাসান বাবু। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পুলিশ।

তারা দু’জনই যুবলীগের রাজনীতির সাথে জড়িত।

গুলিবিদ্ধ দু’জনকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে বাবুর অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেয়ার জন্য তাঁকে বেসরকারি অ্যাপোলো হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি মারা যান।ইমনের চিকিৎসা চলছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। পুলিশ জানিয়েছে বাবুর মুখের ডান পাশে গুলি লাগে। আর ইমনের ডান হাত ও পাজরে গুলি লেগেছে।

এ ঘটনার পেছনে কী কারণ তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে মহানগর দক্ষিণ যুবলীগের ১০ নম্বর ওয়ার্ডের সভাপতি মারুফ রেজা সাগর জানান, হিরক, মিলন ও তুষারসহ কয়েকজন এই হামলা চালিয়েছে।



আরএইচ/

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh