• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

গুলশানে ভবনে অভিযান, পালিয়েছে চোর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ সেপ্টেম্বর ২০১৬, ১২:৪১

প্রায় তিন ঘণ্টা ঘেরাও করে রাখার পর ভেতরে তল্লাশি চালিয়ে চুরির খবর দিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। গুলশানে হলি আর্টিজান হামলার অভিজ্ঞতা মাথায় রেখে ব্যাপক প্রস্তুতি নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী সেখানে উপস্থিত হয়েছিল।

তিন ঘণ্টা তল্লাশি শেষে বেরিয়ে এসে পুলিশ জানায়, ভেতরে কাউকে পাওয়া যায়নি। কাউকে আটকও করা যায়নি। হয়তো চুরির উদ্দেশে যুবকরা এসেছিল। পুলিশ আসার আগেই পালিয়েছে তারা।

ঘটনাস্থল থেকে দু’টি ব্যাগ উদ্ধার করা হয়। এটি পরীক্ষা করে তেমন কিছু পাওয়া যায়নি। মোবাইল সেট পাওয়া গেছে।

মঙ্গলবার সকালে ভবনটিতে সন্দেহভাজন যুবকরা প্রবেশ করেছে এমন খবরে ভবনটি ঘিরে ফেলে পুলিশ। পুলিশের সাঁজোয়া যানের পাশাপাশি ফায়ার সার্ভিসের গাড়িও এনে রাখা হয় ওই সড়কে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার শাহাদাত উদ্দিন জানান, ভবন থেকে সন্দেহভাজন কাউকে আটক করা যায়নি। হয়তো আগেই তারা পালিয়েছে।

আশপাশ থেকে আইনশৃঙ্খলা বাহিনী সরিয়ে নেয়া হয়েছে। স্বাভাবিক হয়েছে যান চলাচল।

মঙ্গলবার সকালে যুবকরা দারোয়ানকে হুমকি ধামকি দিয়ে ভেতরে ঢুকে পড়ে।

ঘটনার পরপরই ভবনের একটি শোরুম থেকে চোর বা ছিনতাইকারী সন্দেহে কয়েকজন যুবককে আটকের কথা শোনা যাচ্ছিল।



আরএইচ/

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh