• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নিবিড় পরিচর্যা কেন্দ্রে ২ পুলিশ কর্মকর্তা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ সেপ্টেম্বর ২০১৬, ১০:৪৬

শুক্রবার রাতে রাজধানীর রূপনগরে জঙ্গি বিরোধী অভিযানে আহত তিন পুলিশ কর্তকর্তার মধ্যে দু’জনকে অস্ত্রোপচার শেষে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। শুক্রবার রাতেই স্কয়ার হাসপাতালে তাদের অস্ত্রোপচার হয়। হাসপাতালের কাস্টমার সার্ভিস কর্মকর্তা হুমায়ূন কবির শনিবার সকালে এ তথ্য জানান। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেছুর রহমান জানিয়েছেন তাদের জখম গুরুতর।

অভিযানে আহত হন রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম, পরিদর্শক (তদন্ত) শাহীন ফকির ও উপপরিদর্শক (এসআই) মমিনুর রহমান। তাদের মধ্যে ওসি সৈয়দ সহিদ আলম ও পরিদর্শক (তদন্ত) শাহীন ফকিরের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

এদিকে, পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জাকির হোসেন জানিয়েছেন, নিহত জঙ্গি মেজর মুরাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। শুক্রবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে পুলিশের একটি অ্যাম্বুলেন্সে করে মুরাদের লাশ ঢামেকে নেয়া হয়।

আরএইচ/

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh