• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

স্কুলছাত্রীর আত্মহত্যায় অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  ৩০ আগস্ট ২০১৬, ২১:০৪

চাঁদপুরে স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষক মো. আলাউদ্দিনকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।

সদর উপজেলার বাগড়া বাজার এলাকা থেকে মঙ্গলবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর আগে সোমবার রাত সাড়ে ১১টায় নিহত স্কুলছাত্রী সাথীর বাবা দেলোয়ার হোসেন আত্মহত্যার প্ররোচনার অভিযোগে চাঁদপুর মডেল থানায় চার শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছেন।

অভিযুক্তরা হলেন বাগাদী গণি উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন, সহকারী শিক্ষক ফাতেমা বেগম, জাহাঙ্গীর হোসেন ও মো. জাকির। এঁদের মধ্যে মূল অভিযুক্ত মো. আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলায় বলা হয়েছে, বিদ্যালয়ের পরীক্ষার ফি পরিশোধ করতে না পারায় সাথীসহ কয়েকজন শিক্ষার্থীকে রোববার সহকারী প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন রোদের মধ্যে এক ঘণ্টা দাঁড় করিয়ে রাখেন। এ সময় সাথী অসুস্থ হয়ে পড়লে অন্য শিক্ষকেরা তাদের শ্রেণিকক্ষে নিয়ে যান। পরদিন সোমবার সকালে সাথী বিদ্যালয়ে যাওয়ার সময় মায়ের কাছে পরীক্ষার ফি পরিশোধ করতে বাকি ৮০ টাকা চাইলে তার মা দিতে না পারায় সে স্কুলে যায়নি। এদিন সবার অগোচরে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

সাথীর মরদেহ ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকেলে দাফন করা হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh