• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

শাহজালালে রিজেন্টের ফ্লাইটে আগুন

অনলাইন ডেস্ক
  ২৪ আগস্ট ২০১৬, ১৫:৫০

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি।

বুধবার বেলা ১২টার দিকে উড্ডয়নের সময় ফ্লাইটটির ডান পাশের চাকায় (লুস হুইলার) আগুন ধরে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নিরাপত্তাকর্মীরা তা নিয়ন্ত্রণে আনেন।

বিমানবন্দরের সিভিল এভিয়েশন বিভাগের জনসংযোগ কর্মকর্তা একেএম রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ওই ফ্লাইটে ছয়জন ক্রু ও ১১০ জন যাত্রী ছিলেন। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, এই ঘ্টনার পর শাহজালালে ৪০মিনিট ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ বন্ধ ছিল। ওই সময় ইউএস বাংলা এয়ারলাইন্সের চট্টগ্রাম থেকে আসা একটি ফ্লাইট আবার চট্টগ্রামে এবং সৈয়দপুর থেকে ঢাকায় আসা আরেকটি ফ্লাইট সিলেটে গিয়ে অবতরণ করে।

এ বিষয়ে রিজেন্ট এয়ারলাইন্স কর্তৃপক্ষের বক্তব্য এখনো পাওয়া যায়নি।

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh