• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বসুন্ধরায় চলছে পরিচ্ছন্নতার কাজ

অনলাইন ডেস্ক
  ২২ আগস্ট ২০১৬, ১০:১২

দুই দফা অগ্নিকাণ্ডে বসুন্ধরা সিটি শপিংমলের ভেতরে নাজুক অবস্থা। লেভেল চার, পাঁচ ও ছ‘য়ে প্রচুর পানি জমে আছে। স্তুপ হয়ে আছে ময়লা।

স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সোমবার সকাল থেকেই চলছে পরিচ্ছন্নতার কাজ। ফায়ার সার্ভিস ও শপিং মলের কর্মীরা একসঙ্গে এই কাজ করছেন।

ফায়ার সার্ভিস ও শপিং মলের কর্মীরা জানান, পোড়া জিনিস বের করতে সময় লাগবে।

ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিটের ১০ ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে এলেও, রাত ১০টার পর আবারো আগুন দেখা যায় ভেতরে। ফায়ার সার্ভিস এসে তা নিয়ন্ত্রণে আনে।

এদিকে, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। পাঁচ কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

রোবরার বেলা সোয়া ১১টায় শপিংমলের ছয় তলায় আগুন লাগে। একটি জুতার দোকান থেকে সূত্রপাত ঘটা আগুন দ্রুত আশে-পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। সৃষ্টি হয় ধোঁয়ার কুণ্ডলী। হণ্যে হয়ে ছোটাছুটি শুরু করেন ক্রেতা-বিক্রেতারা।

কিছুক্ষণের মধ্যে পৌঁছে যান ফায়ার সার্ভিস কর্মীরা। তারা কয়েকটি দলে ভাগ হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। প্রায় ১০ ঘণ্টা চেষ্টার পর তা নিয়ন্ত্রণে আসে। এরই মধ্যে ভবনের ভেতরে আগুনে আটকে পড়াদের নিরাপদে উদ্ধার করেন তারা।

ফায়ার সার্ভিসের পক্ষে জানানো হয়, আগুনে ১০০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দোকান মালিক সমিতি বলছে আরো বেশি।

বসুন্ধরার আগুন নিয়ন্ত্রণে

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh