• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সিলেটে নিহত ২ জঙ্গির ময়নাতদন্ত সম্পন্ন

অনলাইন ডেস্ক
  ২৮ মার্চ ২০১৭, ১৪:২৫

সিলেটের শিববাড়ির জঙ্গি আস্তানায় নিহত ৪জঙ্গির মধ্যে পুলিশের কাছে হস্তান্তর করা ২জঙ্গির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের সহযোগী অধ্যাপক শামসুল আলমের নেতৃত্বে ৩সদস্যের দল এ ময়নাতদন্ত করে।

মরদেহ দুটি গুলি ও বিস্ফোরণে পুড়ে গেছে। তাদের শরীরের বেশির ভাগই ক্ষত-বিক্ষত।

মঙ্গলবার বেলা পৌনে ১টার দিকে ময়নাতদন্ত শুরু হয়।

সোমবার রাতে ২জঙ্গির মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। পরে মরদেহ নেয়া হয় ওসমানী মেডিক্যালে।

পুলিশ জানায়, নিহত জঙ্গিদের পরিচয় এখনো শনাক্ত হয়নি। ২ জঙ্গির মধ্যে নারীর মরদেহটি ‘মর্জিনার হতে পারে’ বলে ধারণা আইনশৃঙ্খলা বাহিনীর। অপর জঙ্গির মরদেহ আতিয়া মহলে ফ্ল্যাট ভাড়া নেয়া কাওছারের কিনা, তা নিশ্চিত নয়।

পুলিশ আরো জানায়, নিহত জঙ্গিদের মরদেহ শনাক্তে ডিএনএ টেস্টের সহায়তা নেয়া হবে। এছাড়া পোস্টমর্টেম রিপোর্টও কাজে লাগবে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান জানান, ‘অপারেশন টোয়াইলাইট’র চতুর্থ দিন শেষে একজন নারীসহ ৪ জঙ্গির মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফখরুল আহসান বলেন, ধারণা করা হচ্ছে আতিয়া মহলের ভেতরে আর কেউ নেই। ভবনের ভেতর প্রচুর বিস্ফোরক রয়েছে।

এদিকে অভিযান চলাকালে দু’দফা বোমা বিস্ফোরণের ঘটনা তদন্তে সিআইডি’র দু’টি ক্রাইম সিন ভ্যান সোমবার বিকেলে ঘটনাস্থলে আসে। তারা দীর্ঘসময় অবস্থান করে খুটিনাটি বিষয় খতিয়ে দেখে এবং আলামত সংগ্রহ করে।

গেলো বৃহস্পতিবার রাত থেকে শিববাড়ির পাঠানপাড়া এলাকায় ওই জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয়। শনিবার সকালে সেনাবাহিনীর প্যারা কমান্ডোদের অভিযানের পর ওই বাড়ি থেকে ৭৮ জনকে উদ্ধার করা হয়। এদের মধ্যে ৩০ জন পুরুষ, ২৭ জন নারী ও ২১ জন শিশু।

শনিবার সন্ধ্যায় আতিয়া ভবনের পাশে বোমা হামলায় পুলিশের পরিদর্শক চৌধুরী মো. কায়সার, জালালাবাদ থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলামসহ ৬ জন নিহত হন।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh