• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo

নির্বাচনে জয়ী হতে গিয়ে দলের যেন বদনাম না হয়: শেখ হাসিনা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ জুন ২০১৮, ২০:০৪

নির্বাচনে জয়ী হতে গিয়ে দলের যেন বদনাম না হয়। আওয়ামী লীগ প্রশ্নবিদ্ধ নির্বাচন করতে চায় না। বললেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার বিকেলে সরকারি বাসভবন গণভবনে রাজশাহী, সিলেট, বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের তিনি এসব কথা বলেন।

এর আগে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড ও সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথ সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, নির্বাচনে হার জিত থাকবে, জনগনের মন জয় করে ভোট চাইতে হবে। জয়ের জন্য সরকারের দুর্নাম হয় এমন কিছু করবেন না।

--------------------------------------------------------
আরও পড়ুন : বাজার মনিটরিংয়ে সারা বছর ভ্রাম্যমাণ আদালত চান ক্রেতারা (ভিডিও)
--------------------------------------------------------

রাজশাহী, সিলেট, বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের সহযোগিতা করতে নেতাকর্মীদের আহ্বান জানান শেখ হাসিনা।

বৈঠক সূত্রে জানা গেছে, রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সিলেটে বদরুদ্দিন আহমেদ কামরান ও বরিশাল সিটি করপোরেশনে সাদিক আবদুল্লাহ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। এছাড়া কুড়িগ্রাম-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এমএ মতিনকে মনোনয়ন দেওয়া হয়। সভায় দশটি ইউনিয়ন, তিনটি উপজেলা ও পাঁচটি পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন হবে আগামী ৩০ জুলাই। ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৮ জুন, মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১ ও ২ জুলাই। প্রার্থিতা প্রত্যাহার করার শেষ দিন ৯ জুলাই।

আরও পড়ুন :

এমসি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ.লীগকে ১৮ শর্তে সমাবেশের অনুমতি
কারাগার থেকে উপজেলা চেয়ারম্যান হলেন শামসুল আলম
পাবনার দুই উপজেলায় নতুন মুখ, একটিতে পুরাতন
নাটোরের তিন উপজেলায় বিজয়ী যারা
X
Fresh