• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মেয়াদোত্তীর্ণ শিশু খাবারে তারিখ বসিয়ে বাজারজাত, ৪ জনকে কারাদণ্ড

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ জুন ২০১৮, ১৪:২৬

রাজধানীর লালবাগে মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্যে নিজেদের ইচ্ছেমতো নতুন মেয়াদের তারিখ বসিয়ে বাজারজাত করায় চার ব্যবসায়ীকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে নর‌্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালত।

এসময় ১১’শ বস্তা মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য জব্দ করা হয়। ছয় গোডাউন বন্ধের নির্দেশ দেন আদালত।

রোববার সকালে লালবাগ কেল্লার বাজার ও শ্মশানঘাট এলাকায় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলমের নেতৃত্বে র‌্যাব ১০ এ অভিযান চালায়। অভিযানে বিএসটিআই’র কর্মকর্তা ও র‌্যাব সদস্যরা অংশ নেন।

সারোয়ার আলম বলেন, লালবাগের শ্মশানঘাট এলাকায় শনিবার মধ্যরাতে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এসময় শিশুখাদ্য গুড়া দুধ, নুডুলস, সেমাই, বিস্কুটসহ মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন খাবার জব্দ করা হয়। আটক করা হয় এসব প্রতিষ্ঠানের চার মালিককে। অভিযুক্তরা মেয়াদ উত্তীর্ণ এসব খাদ্য বিক্রির বিষয়টি স্বীকার করার পাশাপাশি এসব খাবার গ্রহণের ভয়াবহতা জানিয়ে ক্ষমা চান। পরে তাদের প্রত্যেককে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

তিনি আরও বলেন, মেয়াদ উত্তীর্ণ এসব পণ্য লোভনীয় অফার দিয়ে নামী-দামি দোকাগুলোতে বিক্রি করতো একটি সিন্ডিকেট। সিন্ডিকেটসহ খাদ্যে যারাই ভেজাল করুক কাউকে ছাড় দেয়া হবে না।

এমসি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
সড়কে শৃঙ্খলা জোরদারে বিআরটিএ’র নতুন সিদ্ধান্ত
ঘোড়াঘাটে ৬ মোটরসাইকেল আরোহীকে জরিমানা
চলচ্চিত্র শিল্পীদের নির্বাচনে ভ্রাম্যমাণ আদালত (ভিডিও)
X
Fresh