• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

সারাদেশে বজ্রপাতে ১৯ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  ০৯ মে ২০১৮, ১৯:১৭

সারাদেশে বজ্রপাতে ১০ জেলায় ১৯ জন মারা গেছেন। দগ্ধ হয়েছেন আরও ৩১ জন। হতাহতদের মধ্যে হবিগঞ্জে ছয়জন, সুনামগঞ্জ, মানিকগঞ্জ, রাজশাহী ও কিশোরগঞ্জে দু’জন করে এবং সিরাজগঞ্জ, জামালপুর, গাইবান্ধা, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জে একজন মারা গেছেন।

বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ হতাহতের খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুসারে এ তথ্য জানা যায়।

হবিগঞ্জ: হবিগঞ্জে দুপুরে ধান কাটার সময় বজ্রপাতে ৬ শ্রমিক নিহত ও ৬ শ্রমিক আহত হয়। এদের মধ্যে বানিয়াচঙ্গে ২জন, নবীগঞ্জে ২ জন ও লাখাই ও মাধবপুর উপজেলায় ১ জন করে মারা যান।

--------------------------------------------------------
আরও পড়ুন :মহাকাশ বিজয়ের পথে বাংলাদেশ
--------------------------------------------------------

নিহতরা হলো জেলার বানিয়াচং উপজেলায় দাইপুর গ্রামের বাসন্ত দাশের ছেলে স্বপন দাশ (৩৫), সিরাজগঞ্জ জেলার দত্তকান্দি গ্রামের জয়নাল উদ্দিন (৬০), লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামের তাহির মিয়ার ছেলে সুফি মিয়া (৫৫), মাধবপুর উপজেলার পিয়াইম গ্রামের রায় কুমার সরকারের ছেলে জহুর লাল সরকার (১৮) ও নবীগঞ্জ উপজেলার বৈলাকপুর গ্রামের হরিচরণ পালের ছেলে নারায়ণ পাল (৪০), মায়াকান্দি গ্রামের হাবিব উল্লার ছেলে আবু তালিব (২০)।

সুনামগঞ্জ: সুনামগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। তারা হলেন, ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের দুর্বাকান্দা গ্রামের আব্দুর রহিমের ছেলে জুয়েল আহমদ (১৬) ও শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের কাশীপুর গ্রামের ইসহাক আলীর ছেলে আলমগীর মিয়া (২২)।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুর বজ্রপাতে সমতুল্লাহ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শাকিল মিয়া (১৫) নামে এক স্কুলছাত্র দগ্ধ হয়েছে। সমতুল্লাহ উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের পানাগাড়ি গ্রামের বাসিন্দা। আহত শাকিল একই উপজেলার খাস রাজবাড়ি গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়িতে বজ্রপাতে মহর আলী (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মহর আলী উপজেলার উড়িয়া ইউনিয়নের কাবিলপুর গ্রামের মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে।

মানিকগঞ্জ: মানিকগঞ্জের দৌলতপুরে বজ্রপাতে ইয়াকুব আলী (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ইয়াকুব উপজেলার বাঁচামারা ইউনিয়নের হাচাদিয়া গ্রামের হাবেজ আলীর ছেলে। এছাড়া দৌলতপুরের কলিয়া ইউনিয়নের তালুকনগর এলাকায় বজ্রপাতে আশরাফুল ইসলাম অন্তর নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও সাত স্কুলছাত্র।

রাজশাহী: রাজশাহীর তানোর উপজেলায় পৃথক স্থানে বজ্রাঘাতে নিহতরা হলেন কৃষক আনসার আলী ও সোহাগ আলী। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বুধবার সকালে উপজেলার ডুবিল পূপরা গ্রামের উত্তর-মাঠের সেমি ডিপোরে বজ্রপাত হলে ঘটনাস্থলেই সোহাগ আলী মারা যান। সোহাগ আলী একই এলাকার শামসুদ্দিন আলীর ছেলে। অপরদিকে উপজেলার বাতাসপুর গ্রামের উত্তরপাড়া মাঠে আনসার আলী নামের এক কৃষক ধান কাটছিলেন। এসময় বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। নিহত আনসার আলী উপজেলার কামারগাঁ ইউনিয়নের বাতাসপুর গ্রামের লোকমান আলীর ছেলে।

ময়মনসিংহ: ময়মনসিংহ সদর উপজেলায় বজ্রপাতে আলাল উদ্দিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া ময়মনসিংহের পৃথক স্থানে বজ্রপাতে আরও ১২ জন দগ্ধ হয়েছেন। তাদের নাম-পরিচয় জানা যায়নি।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে পৃথক বজ্রপাতে নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- নিকলী উপজেলার ছাতিরচর ইউনিয়নের পরিষদপাড়া মাঈন উদ্দিনের ছেলে শাহ জালাল (২৫) ও কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের আশুতিয়া এলাকার সুধীর চন্দ্র বর্মণের স্ত্রী দিপালী রানী বর্মণ (৩৮)।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের তিলাব গ্রামে বজ্রপাতে কুলফি আক্তার (০৮) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। কুলফি ওই গ্রামের শাহ কামালের মেয়ে।

এদিকে আগামী ৭ দিন দেশের উত্তর পূর্বাঞ্চলে বিজলী চমকানী ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত হ্রাস পেতে পারে।

আরও পড়ুন :

এমসি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাসুল (সা.) বজ্রপাতের সময় যে দোয়া পড়তেন
বজ্রপাতে পদ্মা সেতুর টোলপ্লাজায় ত্রুটি, তীব্র যানজট
গরু আনতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
মাছ ধরতে গিয়ে বজ্রপাতে হাফেজ নিহত 
X
Fresh