• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo

‘খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন দেয়নি মেডিকেল বোর্ড’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ এপ্রিল ২০১৮, ১৫:০৯

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড তার স্বাস্থ্য পরীক্ষার পর এখন পর্যন্ত কোনো প্রতিবেদন দেয়নি।

জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. শাহ আলম তালুকদার।

শাহ আলম তালুকদার বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেছে চার সদস্যের মেডিকেল বোর্ড। মেডিকেল বোর্ডের কোনো প্রতিবেদন তাদের কাছে আসেনি। প্রতিবেদন পাওয়ার পর তা কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

--------------------------------------------------------
আরও পড়ুন: এইচএসসি পাস করে ‘শিশু বিশেষজ্ঞ ডাক্তার’!
--------------------------------------------------------

ডা. শাহ আলম আরও বলেন, খালেদা জিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রোগী নন। এ হাসপাতালে ভর্তি নন। এ কারণে স্বাস্থ্য পরীক্ষার ফলাফল এলে তা কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। ওখান থেকেই আপনারা জেনে নেয়ার চেষ্টা করবেন।

শনিবার কারা কর্তৃপক্ষের অনুরোধে খালেদা জিয়ার চিকিৎসায় চারজন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

রোববার দুপুরে নাজিমউদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে গিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করে মেডিকেল বোর্ড।

খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য গঠিতমেডিকেল বোর্ডের সদস্যরা হলেন অধ্যাপক মো. শামছুজ্জামান (অর্থোপেডিকস), অধ্যাপক মনসুর হাবীব (নিউরোলজি), অধ্যাপক টিটু মিয়া (মেডিসিন) ও সোহেলী রহমান (ফিজিক্যাল মেডিসিন)।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। ওইদিন থেকেই তিনি নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

আরও পড়ুন:

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘খালেদা জিয়ার চিকিৎসা বাংলাদেশে নেই’
বাসায় ফিরলেন খালেদা জিয়া
এভারকেয়ারের সিসিইউতে ভর্তি খালেদা জিয়া
খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল
X
Fresh