• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo

মির্জা ফখরুলের সহকারী গ্রেপ্তার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:১৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিগত সহকারী মো. ইউসুফ আলীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার দুপুরের পর গুলশানে বিএনপি কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের কিছুক্ষণ আগে তাকে গ্রেপ্তার করা হলো।

বিকেল ৫টায় তার সংবাদ সম্মেলন শুরু হবার কথা রয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: ফেসবুকে লাইভ হবে খালেদার সংবাদ সম্মেলন
--------------------------------------------------------

এ ব্যাপারে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বুধবার বিকেলে দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

আগামীকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত।

এ মামলার অন্যতম আসামি খালেদা জিয়া।

এ মামলার রায় ঘোষণার একদিন আগে সংবাদ সম্মেলন ডাকলেন খালেদা জিয়া।

জানা গেছে, সংবাদ সম্মেলনের পরই জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে জরুরি বৈঠক করবেন খালেদা জিয়া।

গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে।

রায় নেতিবাচক হলে তার অনুপস্থিতিতে দল কীভাবে চলবে সে ব্যাপারে দিকনির্দেশনা দিতে পারেন তিনি।

আরও পড়ুন:

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারের আত্মীয়-স্বজনরা ব্যাংক লুটপাট করেছে : সালাম
চাঁদপুরে ২ বিএনপি নেতা বহিষ্কার
মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বহিষ্কার
বিএনপির আরও ৬১ নেতা বহিষ্কার
X
Fresh