• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

পরবর্তী প্রধানমন্ত্রী খালেদা জিয়া: মওদুদ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ জানুয়ারি ২০১৮, ২০:১৮

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

মঙ্গলবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের সময় তিনি এই মন্তব্য করেন।

মওদুদ আহমদ বলেন, এই মামলায় খালেদা জিয়ার কোনো ক্ষতি হবে বলে আমি মনে করি না। বরং তার জনপ্রিয়তা আরো বাড়বে। এই মামলা তিনটি বিষয়ের ওপর। বিষয়গুলো ভালোভাবে বিশ্লেষণ করলে অনেক আগেই মামলাটি খারিজ হয়ে যেত।

তিনি বলেন, যেহেতু মামলাটি রাজনৈতিক, তাই খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হয়রানি করতে এটা করা হয়েছে। এই মামলার কোনো কাগজে উনার(খালেদা জিয়ার) সই নেই। ঘষামাজা করে এই মামলার বিচার কাজ চলছে, আসলে এভাবে মামলাটি চলতে পারে না।

--------------------------------------------------------
আরও পড়ুন: তিন লাখ ৫৯ হাজার ২৬১ সরকারি পদ শূন্য: জনপ্রশাসনমন্ত্রী
--------------------------------------------------------

এই বিষয়ে তিনি আরো বলেন, যে আইনে বিচার চলছে, তা হচ্ছে আমাদের(বিএনপি) সময় করা। আইনটি অনেক গবেষণা করে আমরা করেছিলাম। কিন্তু আমরা দেখি আইনটি প্রয়োগ করা হয় শুধু বিরোধী দলের জন্য।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, মাইনাস টু ফর্মুলা করে ফখরুল এবং মইন ঈউ আহমেদ ক্ষমতায় এসে দুই নেত্রীকে বিদেশে পাঠিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু খালেদা জিয়া সেই সমঝোতায় আসেননি। শেখ হাসিনা ঠিকই সমঝোতা করে বিদেশে চলে যান।

যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালতকে তিনি বলেন, খালেদা জিয়াকে নিঃশর্তভাবে খালাস করে দেবেন বলে আমরা আশা করছি।

এদিন সকালে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার দশম দিনের যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন মওদুদ আহমদ। খালেদার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন তিনি।

আরও পড়ুন:

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘খালেদা জিয়ার চিকিৎসা বাংলাদেশে নেই’
বাসায় ফিরলেন খালেদা জিয়া
এভারকেয়ারের সিসিইউতে ভর্তি খালেদা জিয়া
খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল
X
Fresh