• ঢাকা সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

নির্বাচন কমিশন আন্তরিক হলে তাবিথ বিজয়ী হবেন: রিজভী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ জানুয়ারি ২০১৮, ১৬:৫৯

নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের বিষয়ে যদি আন্তরিক হয় তাহলে তাবিথ আউয়াল জনগণের বিপুল ভোটে ঢাকা উত্তর সিটির মেয়র পদে বিজয়ী হবেন। বললেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তাবিথ আউয়ালের যোগ্যতা সম্পর্কে রুহুল কবির রিজভী বলেন, তাবিথ আউয়াল অত্যন্ত সহৃদয়, সদালাপী ও অন্যের প্রতি আন্তরিক। তিনি যেভাবে কৃতিত্বের সঙ্গে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকেন তাতে তিনি আধুনিক ঢাকা গড়তে সক্ষম হবেন বলে জনগণের বিশ্বাস।

--------------------------------------------------------
আরও পড়ুন: স্কুলের অবকাঠামো উন্নয়নে ১০ হাজার কোটি টাকা
--------------------------------------------------------

তিনি বলেন, দল থেকে তাবিথ আউয়ালকে মনোনয়ন দেয়া হয়েছে। নির্বাচন কমিশনে প্রার্থী হিসেবে ফাইল করা, জমা দেয়া, বাছাই ইত্যাদি প্রক্রিয়াগুলো সম্পন্ন হলে তাবিথ আউয়ালই ২০-দলীয় জোটের প্রার্থী হবেন।

তিনি আরো বলেন, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার ফের আরেকটি নীল নকশা ও ভোট ডাকাতির নির্বাচন করবে কিনা সে প্রশ্ন এখন মানুষের মুখে মুখে।

এসময় রিজভী নির্বাচন কমিশনকে ডিএনসিসি নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিক সহাবস্থান তৈরির পদক্ষেপ নিন। ধানের শীষের প্রার্থী ও সমর্থকরা যাতে নির্ভয়ে নির্বাচনের মাঠে কাজ করতে পারেন সে ব্যবস্থা নিন। সেনাবাহিনী মোতায়েন করে ভয়-ভীতিমুক্ত পরিবেশ তৈরি করুন।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্যাংকে কী তাহলে মাস্তান-মাফিয়া ঢুকবে, প্রশ্ন রিজভীর
‘জাল ভোট পড়লেই কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে’
‘এমন নির্বাচন হবে যা ভোলাবাসী কখনো ভুলবে না’
এনআইডি কার্যক্রম দেখতে যুক্তরাজ্যে যাচ্ছেন ইসি আলমগীর
X
Fresh