• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

জামায়াতের হরতালে সমর্থন নেই বিএনপির

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ অক্টোবর ২০১৭, ২০:৫৫

জামায়াতের শীর্ষ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে দলটির ডাকা হরতালে সমর্থন দেয়নি বিএনপি। বিএনপির হাইকমান্ড থেকে এ ব্যাপারে কোনো নির্দেশনাও আসেনি। তবে দলের মহাসচিব জামায়াত নেতাদের মুক্তির দাবি জানিয়েছেন। বললেন বিএনপির যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন এসব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, দলের পক্ষ থেকে জামায়াতের নেতাদের মুক্তি দাবি করে বিবৃতি দেয়া হয়েছে। এ পর্যন্তই বিএনপির কর্মসূচি ছিল। এর বাইরে কিছু নেই।

বিএনপির এ নেতা জানান, দেশজুড়ে পূর্বনির্ধারিত বিক্ষোভ সমাবেশে গুলি, লাঠিপেটা ও হামলা চালিয়েছে পুলিশ। এ ছাড়া ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরাও হামলা করেছে।

তিনি বলেন, সোমবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণার পর থেকে দেশজুড়ে বিএনপির নেতা-কর্মীদের ধরপাকড় শুরু করে পুলিশ।

আজ অন্তত ১৭০ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

এ ছাড়া পুলিশের ছোড়া গুলি এবং লাঠিপেটায় সারা দেশে অন্তত ২৫০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।

রিজভী আরো বলেন, শেখ হাসিনার সরকার এখন আরও বেশি উন্মত্ত হয়ে উঠেছে।

মানুষের সব অধিকার কেড়ে নিয়ে এখন সর্বোচ্চ আদালতকে কবজায় নিতে সরকারি গোয়েন্দা সংস্থার লোকেরা যে ‘সন্ত্রাসী’ তাণ্ডব চালিয়েছে, তা দেখে দেশবাসী শুধু হতবাক নয়, শঙ্কিত।

সারা দেশ আজ নজিরবিহীন সন্ত্রাসে ক্ষতবিক্ষত।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এভারকেয়ারের সিসিইউতে ভর্তি খালেদা জিয়া
বিএনপি ক্ষমতায় গেলে রক্তে ভাসিয়ে দেবে : ওবায়দুল কাদের
বিকেলে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ
দল থেকে বিএনপির আরও চার নেতা বহিষ্কার
X
Fresh