• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
হাতিরঝিলে ভাসছিল এক ব্যক্তির মরদেহ
রাজধানীর হাতিরঝিলে পুলিশ প্লাজার পেছনে ব্রিজের নিচে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওলাদ হোসেন জানান, সকাল সাড়ে ৯টার দিকে হাতিরঝিলে পুলিশ প্লাজার পেছনে ব্রিজের নিচে ভাসমান অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ব্রিজ ধরে যাওয়ার পথে মরদেহ ভাসতে দেখেন একজন। পরে তিনি ৯৯৯ এ কল দিলে হাতিরঝিল থানা থেকে পুলিশ ঘটনাস্থলে আসে। এখন পর্যন্ত মরদেহের নাম-পরিচয় শনাক্ত হয়নি। এর আগে, ১৫ এপ্রিল হাতিরঝিল থেকে ভাসমান অবস্থায় প্রথমে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে তার পরিচয় শনাক্ত করে পুলিশ। তার নাম ফয়েজ কাদের চৌধুরী (২৩)। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরিবারের সঙ্গে রাগারাগি করে অভিমানে তিনি হাতিরঝিলের পানিতে আত্মহত্যা করেন।
২০ এপ্রিল ২০২৪, ১১:৩৪

পুকুরে ভাসছিল শিশুর মরদেহ, টানাটানি করছিল কুকুরে!
টাঙ্গাইলের ঘাটাইলে পুকুর থেকে দুই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার পারশী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার নাম-পরিচয় পাওয়া যায়নি। মরদেহ কুকুরে টানাটানি করছিল। ধারণা করা হচ্ছে কয়েক দিন আগে হত্যার পর শিশুটিকে পুকুরে ফেলে দেওয়া হয়েছে।   ঘাটাইল থানার ওসি তদন্ত সজল খান জানান, দুপুরে উপজেলার পারশী এলাকার একটি পুকুরে শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে তার পরিচয় পাওয়া যায়নি বলেও জানান পুলিশ কর্মকর্তা।
১৮ এপ্রিল ২০২৪, ১৭:০১

হাতিরঝিলে ভাসছিল যুবকের মরদেহ
রাজধানীর হাতিরঝিলের লেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে হাতিরঝিল থানা পুলিশ। অজ্ঞাত ওই যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ আওলাদ হোসেন বলেন, সকাল সাড়ে ১০টার দিকে হাতিরঝিল রামপুরা ব্রিজের নিচ থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। তার নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
১৫ এপ্রিল ২০২৪, ১৩:১৮

কাজে ব্যস্ত ছিল মা, পুকুরে ভাসছিল চার বছরের তাহসিন 
নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের তাহিরপুর গ্রামে পুকুরে ডুবে মোহাম্মদ তাহসিন মাহমুদ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ২টার দিকে ওই গ্রামের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে।   নিহত মোহাম্মদ তাহসিন মাহমুদ তাহিরপুর তামিরুল উম্মাত ইসলামিয়া আলিম মাদরাসা পরিচালনা পর্ষদের সদস্য ব্যবসায়ী হেদায়েত উল্ল্যা মিয়াজীর ২য় সন্তান ও তাহিরপুর নূরানী তালিমুল কোরআন হাফেজি মাদরাসা প্রথম জামায়াতের ছাত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে শিশু মোহাম্মদ তাহসিন মাহমুদের মা তাকে ঘরে রেখে পরিবারের কাজে ব্যস্ত। এ সময় মায়ের অগোচরে সে বাড়ির পুকুরের পানিতে পড়ে যায়। তার কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে খুঁজতে খুঁজতে পুকুর থেকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন। তবে পরিবারের পক্ষ থেকে থানায় বিষয়টি জানানো হয়নি।
২৮ মার্চ ২০২৪, ১৯:৪৮

সুন্দরবনে খালে ভাসছিল বাঘের মরদেহ
সুন্দরবনের খাল থেকে ভাসমান অবস্থায় একটি বাঘের মরদেহ উদ্ধার করেছেন বন বিভাগ। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বাঘটির মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করতে কচিখালী এলাকায় প্রাণিসম্পদ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক পাঠানো হয়েছে। এর আগে, সোমবার দিবাগত মধ্যরাতে মৃত অবস্থায় বাঘের ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়। খুলনা বিভাগীয় বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো বিষয়টি নিশ্চিত করে জানান, কী কারণে প্রাপ্তবয়স্ক পুরুষ রয়েল বেঙ্গল টাইগারটি মারা গেছে তা জানতে ময়নাতদন্ত প্রয়োজন। এজন্য মঙ্গলবার সকালে বাগেরহাটের শরণখোলা ও মোড়লগঞ্জ থেকে দুইজন বিশেষজ্ঞ প্রাণী চিকিৎসক শরণখোলা রেঞ্জের কচিখালী বন অফিসে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই বাঘটির মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে। বন বিভাগের পক্ষ থেকে মৃত এই বাঘটির চামড়া, দাঁত ও নখ সংরক্ষণ করা হবে। এ ছাড়া বাঘটির মরদেহ কচিখালীতেই মাটিচাপা দিয়ে রাখা হবে।
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২৮

বাড়ির পাশের ডোবায় ভাসছিল দুই শিশু
মৌলভীবাজারের কুলাউড়ায় ডোবার পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাদিপুর ইউনিয়নের মধ্য চুনঘর এলাকায় এ ঘটনা ঘটে। তারা হলো ওই এলাকার তাহির আলীর মেয়ে মেঘলা বেগম (৮) ও বিল্লাল মিয়ার মেয়ে মোহনা বেগম (৬)। কুলাউড়া থানার এসআই আতিকুল আলম পরিবারের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মেঘলা তার বাবার সঙ্গে মোহনাকে নিয়ে তাদের খেতের জমিতে যেতে চাইলে তাহির আলী বাধা দেন। পরে মোহনা ও মেঘলা বাড়ির দিকে ফিরে যায়। সন্ধ্যার দিকে মোহনার বাবা তাহির আলী বাড়িতে এসে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে এক পর্যায়ে বাড়ির পাশে একটি ডোবায় ভাসতে দেখেন। পরে দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৫৯

পুকুরে ভাসছিল শিশু রাইসা ও ইয়ামিনের মরদেহ
চাঁদপুরের হাজীগঞ্জে পৃথক এলাকায় পুকুরে ডুবে রাইসা আক্তার (২) ও মো. ইয়ামিন (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর আড়াইটায় থেকে ৩টার মধ্যে হাজিগঞ্জ উপজেলার পৌর সভার মকিবাদ ও কংগাইশ এলাকায় এ ঘটনা ঘটে। উভয় শিশুকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত শিশুদের মধ্যে রাইসা পৌর এলাকার মকিমাবাদ বেপারী বাড়ির মো. আব্দুর রহিমের মেয়ে এবং ইয়ামিন কংগাইশ এলাকার মো. লিটন মিয়ার ছেলে। রাইসার স্বজনরা জানায়, তার বাবা প্রবাসে থাকায় মায়ের সঙ্গে নানার বাড়িতে থাকতো। দুপুরে বাড়ির সবার অগোচরে পশ্চিম পাশের ডোবায় ডুবে যায়। পরে তাকে ভেসে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তার বাবার বাড়ি উপজেলার কালচো ইউনিয়নের সাকছিপাড়া গ্রামে।   অপরদিকে ইয়ামিনের স্বজনরা জানায়, দুপুরে নিখোঁজ হয় ইয়ামিন। বাড়ির পুকুরে মরদেহ ভেসে ওঠে। তাকেও উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মাওলা নঈম জানান, দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই মৃত্যু হয়। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
৩০ জানুয়ারি ২০২৪, ২১:১০

সুবর্ণচরে খালে ভাসছিল হাত-পা বাঁধা নারীর মরদেহ
নোয়াখালীর সুবর্ণচরের মালেক খাল থেকে হালিমা বেগম (৪৭) নামের এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মাথায় ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে চরজব্বর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরপানা উল্যাহ গ্রামের ওই খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  নিহত হালিমা ওই গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী। স্থানীয়রা জানান, পাঁচ সন্তানের জননী হালিমা বেগম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় দীর্ঘ ১০-১২ বছর বাড়িতে একা বসবাস করতেন। বুধবার রাতে মাইজদী থেকে বাড়িতে এসেছিলেন। সকালে বাড়ির পাশে খালে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আঘাতে চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ওই নারী। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১৮ জানুয়ারি ২০২৪, ১৬:৫১

পুকুরে ভাসছিল অর্ধগলিত মরদেহ, গন্ধ পেয়ে উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুকুর থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে আখাউড়া থানা পুলিশ।  শুক্রবার (৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার দেবগ্রাম এলাকার দাগন খানের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে এলাকার কয়েকজন গন্ধ পায়। অনেক খোঁজাখুঁজির পর দাগন খানের পুকুরে ভাসমান মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তার আনুমানিক বয়স ৬০ বছর। তার পরনে গেঞ্জি, শার্ট ও লুঙ্গি ছিল।  আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত মরদেহের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া মর্গে পাঠানো হয়েছে।
০৫ জানুয়ারি ২০২৪, ১৫:০০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়