• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
পিকআপভ্যান উল্টে নারীর মৃত্যু
জীবনের ঝুঁকি নিয়ে পরিবারের সঙ্গে ঈদ করতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে পিকআপভ্যান উল্টে এক নারী গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। রোববার (৭ এপ্রিল) মধ্যরাতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে লালমনিরহাট যাওয়ার পথে রোববার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপভ্যান উল্টে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বরে গার্মেন্টস শ্রমিক রেহানা খাতুনের মৃত্যু হয়। এ সময় আহত হন নারী, শিশুসহ আরও অন্তত ১৫ জন ঘরমুখো মানুষ। উন্নত চিকিৎসার জন্য তাদের বিভিন্ন স্থানে প্রেরণ করা হয়। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। তবে কোথাও যানজট নেই। পরিবারের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে যে যেভাবে পারছে বাড়ি ফিরছে।
০৮ এপ্রিল ২০২৪, ০৯:৪৫

পিকআপভ্যান চাপায় অটোরিকশা যাত্রী নিহত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পিকআপ ভ্যানের চাপায় জয়নাল মিয়া (২৬) নামে এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছে। বুধবার (১৩ মার্চ) বেলা ১১টায় উপজেলার শশই নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত জয়নাল উপজেলার আনন্দ গ্রামের মাহতাব আলীর ছেলে। এ ঘটনায় আরও এক যাত্রী আহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মহাসড়কের শশই নামক স্থানে ঢাকাগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে জয়নাল মিয়া নিহত হয় এবং আরেক জন আহত হয়। সরাইল খাটিহাত হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ইনচার্জ মোল্লা সালাউদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারসহ পিকআপভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।  তিনি আরও জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
১৩ মার্চ ২০২৪, ১৯:৪১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়