• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
বাবা-মা বাড়ি ফিরে দেখলেন মেয়ে আড়ায় ঝুলছে
মুন্সীগঞ্জের সিরাজদিখানে অনামিকা মন্ডল (১৫) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের শেখরনগর দক্ষিণহাটী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। অনামিকা শেখরনগর দক্ষিণহাটী গ্রামের অটোরিকশাচালক নারায়ণ মন্ডলের মেয়ে ও রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশনের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। শেখরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুল বলেন, ঘটনার সময় অনামিকার বাবা-মা বাড়িতে ছিল না। তারা এক এনজিওতে গিয়েছিল। রাতে বাড়ি ফিরে মেয়ের ঘরে গিয়ে দেখে ওড়না প্যাঁচানো মরদেহ আড়ায় ঝুলছে। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মরদেহ রাতেই উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।  মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৩৮

ফোন না ধরায় বাড়িতে ছুটে গিয়ে দেখেন ঘরে ঝুলছে স্ত্রী
চাঁদপুরের হাজীগঞ্জ আল কাউসার স্কুলের শিক্ষক সোহেলের স্ত্রী জাহান ইভার (১৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ গাজী বাড়ির খোরশেদ মিয়ার বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে। স্বজনরা জানায়, ২০২৩ সালের সেপ্টেম্বরে পারিবারিক ভাবে হাজিগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়ন কাজিরগাঁও পাটওয়ারী বাড়ির খোকন পাটওয়ারী মেয়ে ইশরাত জাহান ইভার সঙ্গে মতলব উত্তর উপজেলার বলাইকান্দি প্রধানিয়া বাড়ির চুন্নু প্রধানের ছেলে সোহেলের বিয়ে হয়। বিয়ের পর থেকে চাকরির সুবাদে আল কাউসার স্কুলের শিক্ষক সোহেল হাজীগঞ্জ মকিমাবাদ গাজী বাড়িতে ভাড়া বাসায় থাকতেন। ঘটনার দিন দুপুরে ঘরের জানালার গ্রিলের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন গৃহবধূ ইশরাত জাহান ইভা। আত্মহত্যার বিষয়ে স্বামী সোহেল জানান, এই ঘটনার সময় তিনি স্কুলে ছিলেন। তিনি তার স্ত্রীর মুঠোফোনে একাধিকবার ফোন করার পরেও রিসিভ না করায় বাড়িতে ছুটে আসেন। তখন ঘরে প্রবেশ করে দেখেন  স্ত্রী ঘরের জানালার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। কিন্তু কেন আত্মহত্যা করেছেন, তার জানা নেই। তাদের সঙ্গে কোনো পারিবারিক দ্বন্দ্ব নেই। হাজীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মিন্টু দত্ত জানান, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পেয়েছি। ইতোমধ্যেই মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর মূল রহস্য উদঘাটন করা যাবে।
২৫ জানুয়ারি ২০২৪, ২১:৪৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়