• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
মেসিকে ভোট দেননি জামালদের কোচ কাবরেরা
বিভিন্ন দেশের ফুটবল দলের কোচ, অধিনায়ক, সাংবাদিক ও ফুটবল ভক্তদের ভোটে ফিফার ২০২৩ সালের ‘দ্য বেস্ট’ পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। এ ছাড়া সেরা কোচ নির্বাচিত হয়েছেন পেপ গার্দিওয়ালা। সোমবার (১৫ জানুয়ারি) রাতে লন্ডনে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে বিজয়ীদের ঘোষণা করা হয়। যেখানে ম্যানচেস্টার সিটির তারকা আর্লিং হালান্ডের সঙ্গে ভালোই প্রতিদ্বন্দ্বিতা হয়েছে লিওনেল মেসির। কিন্তু তাকে পেছনে ফেলে আবারও ফিফার বর্ষসেরা পুরুষ ফুটবলারের স্বীকৃতি ‘ফিফা দ্য বেস্ট’ নির্বাচিত হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।  বাংলাদেশ থেকে ভোট দেওয়ার সুযোগ পেয়েছিলেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও কোচ হাভিয়ের কাবরেরা। সেরা পুরুষ খেলোয়াড় নির্বাচনে জামাল প্রথম স্থানে রেখেছেন মেসিকেই। এরপর হালান্ডকে এবং  তৃতীয় হিসেবে বেছে নিয়েছিলেন সিটি তারকা কেভিন ডি ব্রুইনাকে। তবে কাবরেরার তালিকায় ছিলেন না মেসি। স্প্যানিশ কোচের দৃষ্টিতে সেরা ফুটবলার হালান্ড। কাবরেরার পরের দুটি ভোট গেছে  রদ্রিগো ও  ইলকায় গুন্দোগানের বাক্সে। তার চোখে সেরা পুরুষ কোচ ছিলেন ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা। এ ছাড়াও ভোট দিয়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক সাবিনা খাতুনও। মেয়েদের বিভাগে সেরা খেলোয়াড় নির্বাচনে তার ভোট পড়েছে হিনাতা মিয়াজাওয়া, স্যাম কার ও অ্যালেক্স গ্রিনউডের বাক্সে।  অন্যদিকে সাবিনাদের কোচ সাইফুল বারী ভোট দিয়েছেন সেরা নারী ফুটবলার হওয়া আইতানা বোনমাতিকেই।
১৬ জানুয়ারি ২০২৪, ১৩:৪৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়