• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।  রোববার (২১ এপ্রিল) দুপুরে নরসিংদীর আরশীনগর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।  নিহতের নাম ফাইজুন্নেসা বেগম (৭০)। তিনি রায়পুরা উপজেলার আদিয়াবাদ মধ্যপাড়া এলাকার মৃত বশির ডাক্তারের স্ত্রী। নিহতের স্বজনরা জানান, স্বামীর বাড়ি রায়পুরার আদিয়াবাদ থেকে নরসিংদী শহরের পশ্চিম ঘোড়াদিয়াস্থ তার মেয়ের বাড়িতে অবস্থান করে চিকিৎসা নিতে আসেন তিনি। রোববার দুপুরে মেয়ের বাড়ি থেকে বের হয়ে আরশীনগর রেল ক্রসিংয়ে আসলে ঢাকাগামী মালবাহী (পাথর বহনকারী) ট্রেনে কাটা পড়েন তিনি।  নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্লাহ হিরো জানান, দুপুর পৌনে ২টার দিকে সিলেট থেকে ঢাকাগামী পাথরবহনকারী ট্রেনটি আরশীনগর রেলক্রসিং এলাকায় পৌঁছালে রেলসড়ক পারাপারের সময় এক বৃদ্ধার মৃত্যু হয়। আমরা মরদেহ উদ্ধারের পাশাপাশি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।
২১ এপ্রিল ২০২৪, ১৯:৩১

ট্রেনে কাটা পড়েছে আনু মুহাম্মদের আঙুল (ভিডিও)
তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদের বাম পায়ের আঙুল ট্রেনে কাটা পড়েছে। রাজধানীর খিলগাঁওয়ে রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। রোববার (২১ এপ্রিল) বেলা ১১টায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।  স্থানীয়রা জানায়, খিলগাঁও থেকে কমলাপুর যাওয়ার জন্য ট্রেনে উঠতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন।   তার সাথে থাকা ছাত্র মাহতাব উদ্দিন আহমেদ বলেন, স্যার দিনাজপুরের ফুলবাড়ি গিয়েছিলেন সেখান থেকে ঢাকায় ফেরার পথে খিলগাঁও রেলক্রসিংয়ে ট্রেনটি কিছু সময়ের জন্য থামে। তখন অনেকেই ওখান থেকে নেমে যান। স্যারও সেসময় নামার চেষ্টা করেন, কিন্তু তখনই ট্রেনটি চলতে শুরু করলে তার পা ট্রেনের নিচে চলে যায়। তিনি ডান পায়ের বুড়ো আঙুলে আঘাত পেয়েছেন। আর বাম পায়ের সবকটি আঙ্গুলই থেঁতলে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। চিকিৎসকরা এনেস্থেশিয়া দিয়ে ড্রেসিং করানোর প্রস্তুতি নিচ্ছেন। এরপর সার্জারি হতে পারে। হাসপাতালে নিয়ে আসা আনু মোহাম্মদের বন্ধু অধ্যাপক তানজীম উদ্দিন খান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. মাসুদ জানান, বাম পায়ে আঘাত নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন আনু মোহাম্মদ। আনু মুহাম্মদ দীর্ঘদিন ধরে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে জাতীয় সক্ষমতা বাড়ানোর পক্ষে কাজ করছেন। তিনি তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সাবেক সদস্যসচিব। দেশের অর্থনীতিসহ মানবাধিকার প্রশ্নে সরব এই লেখক ত্রৈমাসিক জার্নাল সর্বজনকথার সম্পাদক।
২১ এপ্রিল ২০২৪, ১৪:১৪

ফোনে কথা বলায় ব্যস্ত, ট্রেনে কাটা পড়ে রেল কর্মচারীর মৃত্যু
লালমনিরহাটের পাটগ্রামে মোবাইল ফোনে কথা বলার সময় ব্যস্ত থাকায় ট্রেনে কাটা পড়ে রেলওয়ের এক কর্মচারী মারা গেছেন। শনিবার (২০ এপ্রিল) দুপুরের দিকে ওই উপজেলার ঘুণ্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত রেল কর্মচারী আব্দুর রাজ্জাক (৩০) খালাসি পদে চাকরিরত ছিলেন ও তিনি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার হলদিপুকুর এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলী। রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, রাজ্জাক ওই এলাকায় এক আত্মীয়ের বাড়ি নিমন্ত্রণে গিয়েছিলেন। সেখানে মোবাইলে কথা বলতে বাড়ির বাইরে এসে রেললাইনে উঠে কথা বলায় মগ্ন ছিলেন। এ সময় বুড়িমারী থেকে পার্বতীপুরগামী কমিউটার ট্রেনটি পাটগ্রাম স্টেশন আসার সময় তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (আই ডব্লিউ) শফিকুল ইসলাম স্বপন বলেন,  কি কারণে এ দুর্ঘটনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলী বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
২০ এপ্রিল ২০২৪, ১৭:৪৪

চবির শাটল ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে কাটা পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) বিকাল বিকাল ৬টার দিকে শহরগামী ট্রেনটি পিলখানা জামে মসজিদ এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। ওই কিশোরের বয়স আনুমানিক ১৩ বছর বলে জানা গেছে। তবে পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম।  তিনি বলেন, ঘটনার প্রত্যক্ষদর্শী কাউকে পাইনি। প্রাথমিকভাবে ধারণা করছি ট্রেনে কাটা পড়ে মারা গেছে। কোমরের ওপর থেকে তার শরীর প্রায় দ্বিখণ্ডিত হয়ে গেছে। তিনি আরও বলেন, নাম বা পরিচয় শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে যতটুকু বুঝতে পেরেছি, সে ভাসমান টোকাই অথবা আশপাশের বস্তির কোনো ছেলে হবে। লাশ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। পরিচয় শনাক্ত করা গেলে লাশ হস্তান্তর করা হবে।
১৮ এপ্রিল ২০২৪, ০৬:৪৫

ব্রাহ্মণবাড়িয়ায় ধান কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খাস জমিতে ধান কাটাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কামাল উদ্দিন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।  শনিবার (১৩ এপ্রিল) দুপুরে সরাইলের শাহজাদাপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  কামাল উদ্দিন শাহজাদাপুর গ্রামের মৃত সাদাত আলীর ছেলে।  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সরাইল থানার ওসি মো. এমরানুল ইসলাম। ওসি এমরানুল বলেন, শাহজাদাপুর গ্রামের একটি খাস কৃষি জমি নিয়ে অনেক দিন ধরেই স্থানীয় জুয়েল মেম্বার ও রিপন মিয়ার মধ্যে বিরোধ চলছিল। সেই সূত্র ধরে শুক্রবার দুপুরে জুয়েল মেম্বার ও তার লোকজন বিরোধপূর্ণ কৃষি জমির ধান কেটে নেয়। এরপর পুলিশ বিষয়টি জানতে পেরে সেই ধানগুলো তাদের কাছ থেকে জব্দ করে অপর পক্ষকে ফেরত দেয়।  ওসি আরও বলেন, এরই জের ধরে দুপক্ষ আজ সংঘর্ষে লিপ্ত হয়। এতে কামাল উদ্দিন নামে এক ব্যক্তি নিহত হন। দুপক্ষের ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে আটক করা হয়েছে। মরদেহের সুরতহাল করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন এলাকার পরিস্থিতি শান্ত আছে। সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান জানান, শাহজাদাপুর গ্রামটি সরাইল উপজেলা সদর থেকে অনেক প্রত্যন্ত। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গ্রামে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সংঘাত এড়াতে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
১৩ এপ্রিল ২০২৪, ১৭:৪৮

অভিযানে গিয়ে পাহাড় কাটা চক্রের ট্রাকচাপায় প্রাণ গেল বন কর্মকর্তার
বনরক্ষার অভিযান পরিচালনা করতে গিয়ে কক্সবাজারের উখিয়ায় বনবিভাগের এক বিট কর্মকর্তা নিহত হয়েছেন। পাহাড়খেকোদের ব্যবহৃত ডাম্পারের (মিনি ট্রাক) চাপায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়। রোববার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাজ্জাদুজ্জামান (৩০) কক্সবাজার দক্ষিণ বনবিভাগভুক্ত উখিয়া রেঞ্জের দোছড়ি বনবিটের দায়িত্বে ছিলেন। তিনি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার মোহাম্মদ শাহজাহানের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতে অভিযানের পথিমধ্যে হরিণমারা অংশ থেকে পাহাড় কেটে বালি সরবরাহ করার সময় একটি মিনি ট্রাক (ডাম্পার) মোটরসাইকেল আরোহী সাজ্জাদকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় মস্তিষ্ক দ্বিখণ্ডিত হয়ে গেলে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান সাজ্জাদ। পরে তার সঙ্গে থাকা উখিয়া রেঞ্জ কর্মকর্তার চালক আলীকে (২৭) আহত অবস্থা উদ্ধার করে স্থানীয়রা। স্থানীয় একটি সূত্র বলছে, ঘাতক ডাম্পারটি বনবিভাগের তালিকাভুক্ত হরিণমারার পাহাড়খেকো ছৈয়দ করিম প্রকাশ মিল ছৈয়দ করিম এর। বাপ্পি নামের এক যুবক ঐ ডাম্পার চালাচ্ছিল। উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানিয়েছেন, নিহত সাজ্জাদুজ্জামানের মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে রাখা হয়েছে। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানান উখিয়া থানা ওসি শামীম হোসাইন। দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সরোয়ার আলম ঘটনাস্থল পরিদর্শনকালে জানান, পাহাড়খেকোদের সামাজিক রাজনৈতিক ও প্রশাসনিক তথা সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। আমরা একজন দক্ষ বন কর্মকর্তাকে হারালাম। ঘটনার খবর পেয়ে উখিয়া সহকারী কমিশনার (ভূমি) ছালেহ আহমদ ও উখিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
৩১ মার্চ ২০২৪, ১৪:৪৩

ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় ট্রেনে কাটা পড়ে ফজল মিয়া (৫৫) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে রেললাইনে হাঁটার সময় এ ঘটনা ঘটে। ফজল মিয়া ফরিদপুরের লক্ষ্মীপুরা গ্রামের হাসান আলীর ছেলে। তিনি পূবাইল করমতলা এলাকার মনোয়ার হোসেনের বাড়িতে থাকতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ফজল মিয়া রেললাইন ধরে হাঁটছিলেন। তিনি শারীরিকভাবে একটু ভারসাম্যহীন ছিল। ট্রেন আসছে দেখেও সরে যেতে পারেনি। ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ বিষয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. নাজিউর ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ পাঠানো হয়েছে। ফজল মিয়া একজন বাক প্রতিবন্ধী ছিলেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
২৬ মার্চ ২০২৪, ১৯:৩৮

কৃষকদের গলার কাটা বেগুন, জমিতেই পচে যাচ্ছে লাউ
পাবনার সাঁথিয়ার কৃষকরা পানির দামে বিক্রয় করছে বেগুন ও লাউ। খরচ না উঠায় জমিতেই নষ্ট হচ্ছে হেক্টরের পর হেক্টর জমির বেগুন। বিক্রি করতে না পেরে প্রতিবেশীদের মাঝে বিলিয়ে দেওয়া হচ্ছে বেগুন। লাউ খাওয়ানো হচ্ছে গরুর খাদ্য হিসেবে। পাবনা জেলার সবজি উৎপাদন অন্যতম উপজেলা সাঁথিয়া। এ উপজেলার মাঠ ঘাট খাল বিল একেক ও সাথী ফসল হিসেবে চলতি মৌসুমে বেগুনের ব্যাপক চাষ হয়েছে। চলতি বছরও উপজেলায় ৬শত ৬৭ হেক্টর জমিতে কৃষকরা বেগুনের আবাদ করছে।  রমজানের পূর্বে ও শুরুতে এক কেজি বেগুন বাজার ৪০ থেকে ৫০ টাকা বিক্রয় হতো। সেই বেগুন নিয়ে সপ্তাহ ব্যবধানে কৃষকের গলার কাটা হিসেবে দেখা দিয়েছে। উপজেলার হাট বাজার বেগুন বর্তমান প্রকার ভেদে ৫ থেকে ১০ টাকা বিক্রয় হলেও তা পাইকারী বাজারে বিক্রয় হচ্ছে মাত্র ১০০ টাকা মণ। বেগুনের উৎপাদনের উপর নির্ভর করে উপজেলার বেশ কয়েকটি স্হানে  অস্হায়ী ভাবে গড়ে  উঠেছে সবজি বিক্রয়ের আড়ৎ।  উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের টাংড়াগাড়ী বিল ও বিলপাড় এলাকার উপর নির্ভর করে অস্হায়ী ৩টি আড়ৎ সৃষ্টি হয়েছে। এ ছাড়াও ব্যাপারীরা কৃষকের ক্ষেতে গিয়ে কম মূল্যে বেগুণ ক্রয় করছে। উপজেলার বিষ্ণুপুর গ্রামের খন্দকার আলাই জানান, তিনি বিষ্ণুবাড়িয়া মাঠে ২ বিঘা জমিতে গোল জাতের বেগুনের আবাদ করেন। গাছে প্রচুর পরিমান বেগুন আসলেও দামে হতাশা গ্রস্ত হয়ে পড়েছেন তিনি। তিনি জানান ১৮ মার্চ ক্ষেত থেকে ২৯ বস্তা বেগুন তোলা হয়।  পাইকারী ব্যাপারী জমি থেকে বাকিতে কোন প্রকার দাম করা ছাড়াই তা নিয়ে যায়। ঢাকায় নিয়ে বিক্রয় করে ২৯ বস্তা (৪৩ মণ) বেগুনের দাম ৪ হাজার টাকা পরিশাধ করেন। যা কেজিতে ২.৫০ টাকা করে দাম দেন। ২৩ মার্চ ৫৯ বস্তা (৯০ মণ) বেগুন কোন প্রকার টাকা ছাড়াই ঢাকা পাঠিয়েছে। বলছে বিক্রয় করে টাকা দিবে। উপজেলার কাশিনাথপুর ছাতক বরাটের মৃত হাতেম শেখের ছেলে ফজলুর রহমান জানান, এ বছর  ৯ বিঘা জমিতে বেগুনের আবাদ করেছি। গত বছর এ সময়ের মধ্যে ৩/৪ লক্ষ টাকার সবজি বিক্রয় করলেও এ বছর দাম কম থাকায় বেগুন সংগ্রহের খরচের ভয়ে জমি থেকে তা তুলছে না। তিনি বলেন জমিতে বিষ, শ্রমিকের বাবদ যা খরচ হচ্ছে তা পুষিয়ে না উঠার কারণে বেগুন সংগ্রহ করা থেকে বিরত রয়েছি। জমিতেই তা পচে নষ্ট হচ্ছে। এদিকে রমজানের আগে যে লাউয়ের মূল্যে বাজার ৬০ টাকা থেকে ৮০ টাকা ছিল, সেই লাউ এখন গো-খাদ্য হিসেবে ব্যবহার হচ্ছে। বর্তমান বাজার লাউ সবজি হালি হিসেবে বিক্রয় হচ্ছে। অল্প সময়ের ব্যবধানে একটি লাউ উপজেলার বাজার গুলাতে ৫ থেকে ১০ টাকায় বিক্রয় হচ্ছে।  শনিবার স্থানীয় বনগ্রাম হাটে এক জোড়া লাউ ১০ থেকে ১৫ টাকা বিক্রয় করতে দেখা গেছে। লাউয়ের এমন দামে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে কৃষক। লাউয়ের দাম কম থাকায় গাছেই বুড়া হচ্ছে।  এদিক বাজার মনিটরিং করার দায়িত্বে থাকা কৃষি বিপণন অধিদপ্তরের কোন প্রকার দেখা মিলছে না বলে জানান, কৃষকরা। কৃষকদের দাবি সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদাসিনতায় সবজির বাজার নিয়ন্ত্রণ করছে অসাধু ব্যবসায়ীরা । সাঁথিয়া উপজেলা কৃষি অফিসার সঞ্জিত কুমার গোস্বামী জানান, পাইকারী ব্যবসায়ীদের কারসাজিতে এমন বাজার হতে পারে। তিনি কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তাদের বাজার নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ের আহবান জানান।
২৬ মার্চ ২০২৪, ০৮:৩৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়