• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo
‘সেনবাগকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে’
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নোয়াখালীর সেনবাগ উপজেলায় চেয়ারম্যান পদে দাঁড়িয়েছেন বেঙ্গল গ্রুপ ও আরটিভির পরিচালক সাইফুল আলম দিপু। দিনরাত এক করে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের সুখ-দুঃখের কথা শুনছেন তিনি। ভোটারদের কাছে ভোট প্রার্থনার সঙ্গে সঙ্গে উপজেলার সমস্যাগুলোকে চিহ্নিত করে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন নির্বাচনী মাঠের শক্ত এ প্রতিদ্বন্দ্বী। এক পথসভায় সাইফুল আলম দিপু বলেছেন, আমি চেয়ারম্যান পদে নির্বাচিত হলে সেনবাগ উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। শুক্রবার (৩ মে) বিকেলে আনারস প্রতীকের সমর্থনে প্রচারণায় অংশ নিয়ে সেনবাগ উপজেলার ছাতারপাইয়া গণসংযোগ শেষে এক পথসভায় এ কথা বলেন তিনি। এ সময় ছাতারপাইযা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল হক চৌধুরী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সুমনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।   সাইফুল আলম দিপু বলেন, আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন তারা সবাই আমার একটি মেসেজ যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছে দেবেন। আমি নির্বাচিত হলে সেনবাগকে বদলে দেবো। কথা দিচ্ছি এ উপজেলার সকল সমস্যা দূর করার জন্য যা যা করা প্রয়োজন সব করবো। সেনবাগকে মডেল উপজেলায় রূপান্তরিত করতে আমি বদ্ধপরিকর। সাইফুল আলম দিপু নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, গত সংসদ নির্বাচনে আপনারা যেভাবে কাজ করেছেন ঠিক সেভাবেই আগামী উপজেলা নির্বাচনেও আপনাদের সর্বাত্মক চেষ্টায় আমাদের ফসল ঘরে তুলতে হবে। সক্রিয়ভাবে আনারস প্রতীককে বিজয়ী করতে কাজ করতে হবে।   এ সময় ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছে আনারস প্রতীকের পক্ষে দলীয় নেতাকর্মীদের ভোট চাওয়ার আহ্বান জানান তিনি।  
০৩ মে ২০২৪, ১৮:৩৯

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো আরও একটি দেশ
অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ জ্যামাইকা।  বুধবার (২৪ এপ্রিল) জ্যামাইকা সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে আলজাজিরা ও মেহের নিউজ এজেন্সি। গাজায় ইসরায়েলের ব্যাপক আগ্রাসন এবং ফিলিস্তিনি ভূখণ্ডে অনবরত গভীর মানবিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে জ্যামাইকার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানিয়েছে, জাতিসংঘ সনদের প্রতি জ্যামাইকার দৃঢ় প্রতিশ্রুতির সঙ্গে মিল রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। এতে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও শান্তিপূর্ণ সহাবস্থানের পাশাপাশি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের কথা বলা হয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী কামিনা জনসন স্মিথ বলেছেন, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার সংঘাতের শান্তিপূর্ণ সমাধান দেখতে চায় তার দেশ। আর সেটা সামরিক পদক্ষেপের পরিবর্তে কূটনৈতিক আলোচনার মাধ্যমে হতে হবে বলেই মত তার। প্রসঙ্গত, গত অক্টোবরে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হলে দীর্ঘদিনের ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে আবারও আলোচনায় আসে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের বিষয়টি। ফিলিস্তিন ও ইসরায়েল নামে দুটি স্বাধীন রাষ্ট্র পাশাপাশি শান্তিপূর্ণভাবে অবস্থান করবে, সেটাই দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের মূলকথা। এরই অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে আসছে। এসব দেশের তালিকায় এবার যোগ হলো জ্যামাইকার নাম।
২৪ এপ্রিল ২০২৪, ১২:১৪

‘বুবলী আগে থেকেই বিবাহিত, একটি মেয়েও আছে’
কাজের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও আলোচনায় থাকেন চিত্রনায়িকা শবনম বুবলী। গেল ঈদের আগে শাকিব খানের সঙ্গে দাম্পত্যজীবন এবং নায়কের প্রথম স্ত্রী অপু বিশ্বাস নিয়ে মন্তব্য করে খবরের শিরোনামে এসেছেন তিনি। এবার তাকে নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা সুরুজ বাঙালি।  ঈদের একটি অনুষ্ঠানে বুবলী জানান, শাকিবের সঙ্গে এখনও ডিভোর্স হয়নি তার। সময় নিচ্ছেন তারা। কিন্তু আলাদা থাকছেন। মূলত ছেলে বীরের কথা ভেবেই সময় নিচ্ছেন তারা।   তিনি আরও বলেন, শাকিবের বাসায় গেলে জয় ও তার মা অপু বিশ্বাসের সঙ্গে দেখা হয়। এমনকি ছেলে বীরকে নিয়ে নায়কের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর সময় জয়কে নিয়ে হাজির হন অপু বিশ্বাস। বুবলীর এমন মন্তব্যে অবশ্য বেশ তোলপাড় শুরু হয়েছিল নেটপাড়ায়। এমনকি তার এই বক্তব্যে নাকি ভীষণ বিরক্ত শাকিব-অপু। এবার বুবলীকে নিয়ে সুরুজ বাঙালি বলেন, এখন শাকিব-অপু দুজনেই ভালো আছেন। কিন্তু তাদের মধ্যে প্রবেশ করে সবকিছু নষ্ট করতে চাচ্ছে বুবলী। শাকিবের লেজ ধরেই তো আজকের অবস্থানে এসেছে বুবলী। তাকে ধরে ১০টি সিনেমাও করেছে। বুবলীকে শাকিবই ওপরে উঠিয়েছে।    তিনি আরও বলেন, এই বুবলী কিন্তু আগে থেকেই বিবাহিত। তবে এই বিষয়টা জানতো না শাকিব। শুধু তাই নয়, তার আগের ঘরে একটি মেয়েসন্তানও রয়েছে। শাকিব এটা পরবর্তীতে জানতে পেরে এড়িয়ে চলেছে তাকে। কিন্তু বীর তো শাকিবের নিজের রক্তের। এ জন্য বীরকে কখনোই ফেলে দেবে না শাকিব। এই কৌতুক অভিনেতা বলেন, বুবলী চায় বীরকে দিয়ে শাকিবের সম্পত্তিতে ভাগ বসাতে। যেখানে শাকিব-অপু এক হয়েছেন, তখন তাদের মধ্যে বুবলীর নাক গলানোর কী প্রয়োজন?  প্রসঙ্গত, ২০১৬ সালে শাকিবের বিপরীতে ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন বুবলী। এরপর বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন তারা। ২০২২ সালের সেপ্টেম্বরের শেষ দিকে বেবিবাম্পের ছবি প্রকাশ করে আলোচনায় আসেন বুবলী। এরপর একদিন পরই একসঙ্গে ফেসবুকে ছেলে শেহজাদ খান বীরের ছবি প্রকাশ্যে আনেন শাকিব-বুবলী।
২৩ এপ্রিল ২০২৪, ১৫:৩২

রাজশাহী নগরীর নিউ মার্কেটের একটি দোকানে আগুন
রাজশাহী নগরীর নিউ মার্কেটে বেস্ট ওয়ান নামে একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের খবর চারপাশে ছড়িয়ে পড়লে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।  শুক্রবার (১৯ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটে। তবে এই অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজশাহী নগরীর নিউ মার্কেটের অধিকাংশ দোকান রাত ১০টার দিকে বন্ধ হয়ে যায়। এসময় অন্য দোকানিরা দেখেন বেস্ট ওয়ান নামে ওই গার্মেন্টসের দোকানের বাহির থেকে প্রচণ্ড পরিমাণে কালো ধোঁয়া বেরিয়ে আসতে থাকে। এসময় ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। নিউ মার্কেটের ব্যবসায়ী শরিফ আলী বলেন, রাত দশটার দিকে অনেক দোকান বন্ধ হয়ে যায়। এরইমধ্যে অনেক দোকানি বাড়িতেও চলে যায়। কিন্তু এই দোকানটি থেকে প্রচুর কালো ধোঁয়া বের হতে থাকে।  অপর ব্যবসায়ী ইমন আলী বলেন, আগুনের খবর ছড়িয়ে পড়লে দোকানদারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস কর্মীদের আগুন নির্বাপনে সহযোগিতায় এগিয়ে আসে অন্য ব্যবসায়ীরা। এ বিষয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা বলেন, অগ্নিকাণ্ড কী কারণে ঘটেছে তা এখনো জানা যায়নি। তবে  বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
১৯ এপ্রিল ২০২৪, ২৩:৪১

প্রবাসীদের রেমিট্যান্স উন্নয়নের একটি মূল শক্তি : সমাজকল্যাণমন্ত্রী
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘দেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা আছে। তাদের পাঠানো রেমিট্যান্স উন্নয়নের একটি মূল চালিকাশক্তি। সে প্রবাসীদের জন্য এবং তাদের কল্যাণে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সবসময়ই কাজ করে যাচ্ছেন।’  বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে শহরের বাবুরহাট সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের ব্যবস্থাপনায় প্রবাসী কর্মীদের প্রতিবন্ধী সন্তানদের ভাতা বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, একটা সময় ছিল প্রবাসীদের প্রতি পদে পদে নানা ধরনের প্রতারণা ও হয়রানির শিকার হতে হতো। সেসব জায়গাতে কাজ করা হয়েছে। এখন বৈধ ভিসা নিয়ে আগের তুলনায় বেশি মানুষ বিদেশ যাচ্ছেন। অবৈধ যাওয়ার সংখ্যা কমে এসেছে। বিমানবন্দরে যেখানে আগে হয়রানি ছিল, সেখানে সেবা বৃদ্ধি পেয়েছে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত জামিল সৈকত, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকার, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়াও অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতার উপস্থিত ছিলেন।
১৮ এপ্রিল ২০২৪, ২১:০৩

১৯ হাজার টাকায় বিক্রি হলো একটি ডিম
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি হাঁসের ডিম বিক্রি হয়েছে ১৯ হাজার টাকায়।  শনিবার (৬ এপ্রিল) পবিত্র শবে কদরের রাতে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর বাজার জামে মসজিদে ১৯ হাজার টাকায় ডিমটি বিক্রি হয়। মসজিদ কমিটির সদস্য ও মুসল্লিরা বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, পবিত্র শবে কদরের রাতে মির্জাপুর জামে মসজিদে একজন মুসল্লি একটি ডিম দান করেন। পরে উন্মুক্ত নিলামে তোলা হয় ডিমটি। এ সময় মুসল্লিরা ডাকে অংশ নেন। শুরুতেই ৫০০ টাকা দাম ওঠে ডিমটির। এরপর একে একে প্রতিযোগিতা করে বাড়তে থাকে দাম। সবশেষ ১৯ হাজার টাকা দাম বলেন সালেহ আহমেদ নামের একজন মুসল্লি। এ দামেই ডিমটি তার কাছে বিক্রি করে মসজিদ কমিটি। নিলামে ডিম কেনা সালেহ আহমদ বলেন, মহান আল্লাহর সন্তুষ্টির জন্যই ডিমটি এতো দামে কিনেছি। মসজিদের জিনিস বেশি দামে কিনলে আমার ওই টাকা আখিরাতে নাজাতের উছিলা হবে বলে আমি মনে করি।
০৯ এপ্রিল ২০২৪, ১৬:৫০

একটি সিদ্ধান্তেই আইপিএলের দ্রুতগতির বোলার মায়াঙ্ক!
মায়াঙ্ক যাদব, ভারতের অন্যতম দ্রুতগতি সম্পন্ন আগ্রাসী বোলার। চলতি আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে অভিষেক হয়েছে তার। অভিষেক ম্যাচেই করেছেন বাজিমাত।  পাঞ্জাব কিংসের বিপক্ষে ঘণ্টায় ১৫৫ দশমিক ৮ কিমি এবং পরে ব্যাঙ্গালুরুর বিপক্ষে ১৫৬ দশমিক ৭ কিমি গতির বল করে ঢুকে গেছেন ইতিহাসের সর্বোচ্চ গতিসম্পন্ন বোলারদের তালিকায়। আইপিএলের ইতিহাসে তার চেয়ে জোরে বল করেতে পেরেছে কেবল তিনজন। তাই তাকে ঘিরে এখন স্বপ্ন বুনছে কোটি ভারতীয়।  প্রবাদে আছে ‘ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না’। অর্থাৎ যেকোনো কাজের আগে ফল কি হতে পারে; কিংবা সুবিধা-অসুবিধা কি, এসব বিশ্লেষণ করে তবেই কাজটা শুরু করতে হবে। কাজ শেষ করে ভেবে ফলপ্রসূ কিছু হবে না।  ছোটবেলা থেকে জানা এ প্রবাদ মাথায় আনলে ভারতীয় সেনসেশন মায়াঙ্ক যাদবকে হয়তো বোলিং করতে দেখা যেত না। কেননা, ইনজুরি প্রবণ মায়াঙ্কের কোচও ভেবেছিলেন তার ক্রিকেট খেলা নিরাপদ না। পরামর্শ দিয়েছিলেন না খেলার।  কিন্তু সেসব মাথায় না নিয়ে সোশ্যাল মিডিয়ায় পাওয়া একটি উক্তি অনুযায়ী নিজেকে গড়েছেন মায়াঙ্ক। ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে এমনটি জানিয়েছেন বোলিংয়ে গতির নতুন এ তারকা।  উক্তিটিতে বলা হয়েছিল সিদ্ধান্ত নেওয়ার আগে সেটি সঠিক কি না, সে বিচারে না গিয়ে আগে সিদ্ধান্ত নিয়ে সেটাকেই সঠিক প্রমাণ করা। আর মায়াঙ্ক হেঁটেছেন এ পথেই। ঝুঁকি নিয়ে খেলা চালিয়ে গেছেন আর প্রমাণ করেছেন তিনি সঠিক ছিলেন। সুযোগ পেয়েছেন বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেট লিগে। আগ্রাসী বোলিংয়ে হয়েছেন দলের অপরিহার্য সদস্য। সেই সাথে তার পরিচিতি এখন বিশ্বব্যাপী।  
০৯ এপ্রিল ২০২৪, ১৩:৫৯

আরও একটি হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে টাইগ্রেসরা
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টিতেও একই পথে দাঁড়িয়ে বাংলাদেশের মেয়েরা। এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করেছে অজিরা। তাই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি টাইগ্রেসদের জন্য সম্মান রক্ষার। বৃহস্পতিবার (৪ এপ্রিল) টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল। মিরপুরে ম্যাচটি অনুষ্ঠিত হবে দুপুর ১২টায়। প্রথম ম্যাচে দশ উইকেট এবং দ্বিতীয় ম্যাচে অজিদের কাছে ৫৮ রানে হেরে সিরিজ খুইয়েছে স্বাগতিকরা। তৃতীয় ম্যাচে মাঠে নামার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছে দুই দলের ক্রিকেটাররা। বুধবার (৩ মার্চ) দুপুরে গণভবনে গিয়েছিলো অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ নারী দল। এ সময় ক্রিকেটারদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন এবং বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। এ ছাড়াও বাংলাদেশে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাই কমিশনার নার্দিয়া সিম্পসনও উপস্থিত ছিলেন।  শেষ টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে অজিদের বিপক্ষের ঐতিহাসিক সিরিজ। প্রতিযোগিতা করতে না পারলেও এমন ধাক্কা বিশ্বকাপের প্রস্তুতি নিতে সাহায্য করবে জ্যোতিদের।
০৩ এপ্রিল ২০২৪, ২২:৩৪

টাইগার শিবিরে আরও একটি দুঃসংবাদ
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বড় ব্যবধানে হারের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে অবনমন হয়েছিলো টাইগারদের। এরপর চট্টগ্রাম টেস্টে লঙ্কানদের কাছে ১৯২ রানে হেরেছে শান্ত বাহিনী। এতে পয়েন্ট টেবিলের আরও নিচে নামলো টাইগাররা। বাংলাদেশের মাটিতে টানা দুই জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকার ৪ নম্বরে উঠে এসেছে শ্রীলঙ্কা। টপকে গেছে পাকিস্তানকেও। অন্যদিকে বাজে পারফরম্যান্সের মাশুল গুনতে হয়েছে শান্ত-মিরাজদের, চার থেকে পয়েন্ট তালিকার ৭ নম্বরে নেমে গেছে তারা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কা এখন পর্যন্ত খেলেছে চার ম্যাচ। যেখানে দুই জয়ের বিপরীতে তাদের হার দুটিতে। অর্থাৎ বাংলাদেশ সিরিজের আগে শ্রীলঙ্কার পয়েন্ট ছিল শূন্য। দুটোতেই হেরেছিল তারা। বাংলাদেশের বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে তাদের পয়েন্ট এখন ৫০ শতাংশ। ৫ ম্যাচে পাকিস্তানের জয় ২টিতে, হার ৩টিতে। তারা পেয়েছে ৩৬.৬৬ শতাংশ পয়েন্ট। এই চক্রে ঘরের মাঠে শ্রীলঙ্কার এখনও সিরিজ আছে দুটি। চলতি বছরের শেষের দিকে তারা খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে, এরপর ২০২৫ সালে তারা খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এই বছরের আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কা। সেটা অবশ্য ইংল্যান্ডের মাটিতে। অন্যদিকে  চলমান চক্রে বাংলাদেশ টেস্ট খেলেছে ৪টি। শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টে হারার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছিল তারা। সেই সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। শ্রীলঙ্কা সিরিজের আগে ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে বাংলাদেশ ছিল চারে।  সিলেট ও চট্টগ্রাম টেস্টে হারের পর বাংলাদেশের পয়েন্ট এখন ২৫ শতাংশ। বাংলাদেশ এখন যৌথভাবে সপ্তম স্থানে আছে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় সবার নিচে ইংল্যান্ড। ১০ ম্যাচে তারা জিতেছে মাত্র ৩টিতে। হেরেছে ৭ ম্যাচে, ড্র একটিতে। শতাংশের হিসাবে দলটির পয়েন্ট ১৭.৫০।
০৩ এপ্রিল ২০২৪, ১৯:২৬

আরও একটি জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরা
এমভি রুয়েন ও এমভি আবদুল্লাহর পর আরও একটি জাহাজ ছিনতাই করেছে সোমালি জলদস্যুরা। শুক্রবার (২৯ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, সুকত্রা থেকে ৯০ নটিক্যাল মাইল দক্ষিণপশ্চিমে আরব সাগরে বৃহস্পতিবার (২৮ মার্চ) সোমালি জলদস্যুদের কবলে পড়েছে ইরানি ফিশিং জাহাজ ‘আল-কাম্বার ৭৮৬’। জাহাজটি মাত্র ৯ জন দস্যু ছিনতাই করেছে। তবে দস্যুদের বাধা হয়ে দাঁড়িয়েছে ভারতের নৌবাহিনী। শুক্রবার ভারতের দুটি জাহাজ পাঠানো হয়েছে। ভারতীয় নৌবাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পাঠানো ওই দুই যুদ্ধজাহাজ শুক্রবার ছিনতাই হওয়া ইরানি জাহাজের কাছে চলে যায়। আমরা আশা করছি, খুব দ্রুত নাবিকসহ ছিনতাই হওয়া জাহাজটি উদ্ধার করা যাবে। এর আগে গত ডিসেম্বরে ছিনতাই হওয়া এমভি রুয়েন’ জাহাজটি গত ১৫ মার্চ ৪০ ঘণ্টা অভিযান চালিয়ে উদ্ধার করে ভারতীয় নৌবাহিনী। এ সময় ৩৫ জলদস্যু আত্মসমর্পণ করলে তাদেরকে ভারতে আনা হয়েছে। উদ্ধার হওয়া জাহাজে ১০ লাখ ডলার মূল্যের ৩৭ হাজার টন কার্গো ছিল। Based on the inputs on a potential piracy incident onboard the Iranian Fishing Vessel 'Al Kamar 786' late evening on 28 March, two Indian Naval ships, mission deployed in the Arabian Sea for maritime security operations were diverted to intercept the hijacked fishing vessel. The pic.twitter.com/B2zAcgDK73— JAMMU LINKS NEWS (@JAMMULINKS) March 29, 2024
২৯ মার্চ ২০২৪, ২৩:৩৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়