• ঢাকা সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১
logo
সোনাক্ষী-জাহিরের বিয়েতে নিষিদ্ধ ‘লাল’
সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। আগামী ২৩ জুন বসছে বিয়ের আসর। তার আগেই ফাঁস হয়ে গেল তারকা জুটির বিয়ের নিমন্ত্রণপত্র। বিয়ের পরিকল্পনা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তারা। কিন্তু নিমন্ত্রণপত্র ফাঁস হতেই প্রকাশ্যে চলে এল তাদের বিয়ের অনুষ্ঠানের খুঁটিনাটি। ম্যাগাজিনের প্রচ্ছদের আদলে তৈরি হয়েছে তাদের বিয়ের নিমন্ত্রণপত্র। প্রচ্ছদে রয়েছে হবু দম্পতির একটি অন্তরঙ্গ ছবি। তারই সঙ্গে লেখা, ‘দ্য রিউমরস ওয়্যার ট্রু’। এছাড়াও নিমন্ত্রণপত্রে উল্লেখ রয়েছে, অতিথিদের এ দিনের ‘ড্রেস কোড’। উৎসবে পরার মতো মানানসই ‘ফর্মাল’ পোশাক পরতে বলা হয়েছে অতিথিদের। তবে, প্রত্যেককে লাল রঙের পোশাক পরতে নিষেধ করা হয়েছে। অর্থাৎ, আন্দাজ করাই যায়, এ দিন নববধূকেই শুধুমাত্র লাল রঙের পোশাকে দেখা যাবে। সোনাক্ষী-জাহিরের বিয়ের আসর বসছে শিল্পা শেঠির রেস্তোঁরায়। ২৩ জুন রাত ৮টা থেকে বসবে বিয়ের আসর। নিমন্ত্রণপত্রে একটি ‘কিউ আর’ কোড রয়েছে, যেটি স্ক্যান করলেই নাকি শোনা যাচ্ছে হবু দম্পতির আমন্ত্রণবার্তা। সেই বার্তায় তারা বলেছেন, ‘গত সাত বছর ধরে আমরা একসঙ্গে আছি। এই সাত বছরে আমরা অনেক ভালবাসা, হাসি, আনন্দ, রোমাঞ্চ ভাগ করে নিয়েছিলাম, যার জন্য আজ আমরা এই সময়টাতে এসে পৌঁছেছি।’ একটা সময় সোনাক্ষী ও জাহিরের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল বি-টাউনে। সেই বিষয়ে তারা বলেন, প্রেমিক-প্রেমিকা হিসেবে আমাদের নিয়ে গুঞ্জন ছিল। সেই ‘গুঞ্জন’ এবার সত্যি হচ্ছে। আর আমরা স্বামী-স্ত্রী হতে চলেছি। আপনাদের ছাড়া এই উদ্‌যাপন অসম্পূর্ণ। তাই ২৩ জুন আসুন আর আমাদের সঙ্গে পার্টি করুন। দেখা হচ্ছে। শোনা যাচ্ছে, ২৩ জুন নাকি আইনি মতেও বিয়ে করছেন সোনাক্ষী ও জাহির। এর মধ্যেই নাকি তারা একসঙ্গে থাকছেন।
১৩ জুন ২০২৪, ১৫:৪৭

মুসলিম অভিনেতাকে বিয়ের গুঞ্জনে যা বললেন সোনাক্ষীর বাবা
বেশ অনেক দিন ধরেই শোনা যাচ্ছে  প্রেম করছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জহির ইকবাল। ২০২২ সালে জোর গুঞ্জন চাউর হয়, জহির ইকবালের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন তিনি। যদিও পরবর্তীতে বাগদানের খবরটি উড়িয়ে দেন এই নায়িকা। গত কয়েক দিন সোনাক্ষী-জহিরের বিয়ের গুঞ্জনের পালে নতুন করে হাওয়া লেগেছে। ভারতীয় একাধিক গণমাধ্যম জানায়, দীর্ঘ দিনের প্রেমিক জহির ইকবালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন সোনাক্ষী। আগামী ২৩ জুন মুম্বাইয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। বিষয়টি নিয়ে জোর চর্চা চললেও নীরব সোনাক্ষী-জহির। এবার মুখ খুললেন সোনাক্ষীর বাবা অভিনেতা-রাজনৈতিক শত্রুঘ্ন সিনহা। এবারের লোকসভা নির্বাচনে আসানসোল আসনে তৃণমূলের প্রার্থী হয়ে বিজয়ী হয়েছেন শত্রুঘ্ন। বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন তিনি। সেখানে জুম টিভিকে শত্রুঘ্ন বলেন, ‘নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর আমি দিল্লিতে এসেছি, এখনো দিল্লিতে রয়েছি। মেয়ের বিয়ের পরিকল্পনা নিয়ে আমি কারো সঙ্গে কথা বলিনি। বিয়ের বিষয়ে সোনাক্ষী আমাকে কিছু বলেনি। সোনাক্ষী যদি বিয়ের বিষয়ে আশ্বস্ত করে, তবে আমি ও আমার স্ত্রী গিয়ে নবদম্পতিকে আশীর্বাদ করে আসব। আমরা তার মঙ্গল কামনা করি।’ ব্যাখ্যা করে শত্রঘ্ন সিনহা বলেন, আমরা সোনাক্ষীর বিচারবুদ্ধির ওপরে ভরসা রাখি। সে কখনো সংবিধান বর্হিভূত ও বেআইনি সিদ্ধান্ত নিতে পারে না। প্রাপ্তবয়স্ক হিসেবে তার সিদ্ধান্ত নেওয়ার নিজস্ব অধিকার রয়েছে। আমার মেয়ে যখন বিয়ে করবে তখন আমি নাচব। ‘খামোশ’খ্যাত অভিনেতা শত্রুঘ্ন বলেন, ‘আমার কাছের মানুষেরা আমাকে প্রশ্ন করেছেন, কেন আমি আমার মেয়ের বিষয়ে সজাগ থাকি না এবং মিডিয়াও তাই করছে। আমি শুধু বলতে চাই, আজকালের ছেলে-মেয়েরা বাবা-মায়ের কাছে অনুমতি নেয় না, তারা কেবল খবরটি জানায়। আমরাও খবরটি পাওয়ার জন্য অপেক্ষা করছি।’ সোনাক্ষী সিনহা হিন্দু ধর্মের অনুসারী আর জহির ইকবাল মুসলিম। ধর্ম ভিন্ন হওয়ায় এ জুটির প্রেম-বিয়ে নিয়ে বেশ চর্চা চলছে। নেটিজেনদের ধারণা— এ ব্যাপারটি হয়তো পছন্দ হয়নি শত্রুঘ্ন সিনহার। সোনাক্ষী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিরিজ ‘হীরামান্ডি: ডায়মন্ড বাজার’। সঞ্জয় লীলা বানসালি নির্মিত সিরিজটি গত ১ মে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। এ সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন— সোনাক্ষী সিনহা, মনীষা কৈরালা, অদিতি রাও হায়দারি, শারমীন সেগাল, সানজিদা শেখ, রিচা চাড্ডা।
১১ জুন ২০২৪, ১৭:৩৩

এবার বিয়ের পিঁড়িতে বসছেন সোনাক্ষী
গেল কয়েক বছরে বলিউডের বেশ কয়েকজন তারকা বিয়ে করে সংসারী হয়েছেন। এদের মধ্যে রয়েছেন পরিণীতি-রাঘব, সিদ্ধার্থ-কিয়ারা, অঙ্কিতা লোখান্ডে-ভিকি জৈন, ক্যাটরিনা-ভিকিসহ আরও অনেকে। এবার সেই তালিকায় নাম লেখাতে যাচ্ছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। শিগগিরই বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। দীর্ঘদিন ধরেই বলিপাড়ায় ধরেই শোনা যাচ্ছে, সোনাক্ষীর চেয়ে বয়সে দুই বছরের ছোট জাহির ইকবালের সঙ্গে প্রেম করছেন তিনি। যদিও নিজেদের প্রেমের সম্পর্ক কিংবা বিয়ে নিয়ে মুখ খোলেননি এই অভিনেত্রী।  ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রেমিক জাহিরকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন সোনাক্ষী। আগামী ২৩ জুন তাদের বিয়ের দিন ঠিক হয়েছে। এই জুটির বিয়ের অনুষ্ঠান হবে ‘সোবো হটস্পটে’। তবে বিয়ের অনুষ্ঠান ব্যক্তিগত স্তরেই রাখা হবে বলে জানা গেছে।  প্রেমের বিষয়টি নিয়ে কখনও কথা না বললেও খুব বেশিদিন চাপা রাখতে পারেননি সোনাক্ষী-জাহির। বহু অনুষ্ঠানেই একসঙ্গে দেখা গেছে তাদের। কখনও হাত ধরে সিনেমা দেখতেও গেছেন আবার কখনও ডিনার ডেটে। সম্প্রতি সালমান খানের পার্টিতেও একসঙ্গে দেখা গিয়েছিল সোনাক্ষী-জাহিরকে। জানা গেছে, সোনাক্ষী-জাহিরের পরিবারের এই সম্পর্কে সম্মতি রয়েছে। দুই পরিবারই তাদের আশীর্বাদ দিতে বিয়ের দিন উপস্থিত থাকবেন।  গত দুই বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছে সোনাক্ষী-জাহির। উইকিপিডিয়া অনুসারে বর্তমানে সোনাক্ষীর বয়স ৩৭ আর জাহিরের ৩৫। ‘নোটবুক’, ‘ডবল এক্সএল’, ‘ব্লকবাস্টার’-এর মতো সিনেমায় দেখা গিয়েছে জাহিরকে।  সূত্র: টাইমস নাউ
১০ জুন ২০২৪, ১২:৫১

রাজনীতিতে না আসার কারণ জানালেন সোনাক্ষী
বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা, বর্তমানে লোকসভার এমপি। এ বছরও তৃণমূল কংগ্রেসের হয়ে আসানসোল কেন্দ্রে প্রার্থী হয়েছেন তিনি। তার তিন সন্তানের মধ্যে মেয়ে সোনাক্ষী সিনহা অভিনেত্রী। যমজ দুই ছেলের মধ্যে একজন বাবার মতো রাজনীতিতে পা রেখেছেন। সোনাক্ষীর মা পুনমও রাজনীতির সঙ্গে যুক্ত। একই পরিবারের তিনজনই রাজনীতিতে। তবে রাজনীতিতে আগ্রহ নেই সোনাক্ষীর।  ভবিষ্যতে সোনাক্ষীর অভিনেত্রী থেকে নেত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে? এমন প্রশ্নে সোনাক্ষী জানান, তিনি বাবার মতো নন। ঘাটতি রয়েছে তার। এমনিতেই তারকার সন্তানরা বেশির ভাগ ক্ষেত্রেই অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন। অভিনয় জগতে এসে সোনাক্ষীকে বিভিন্ন সময় নানান কটাক্ষের মুখে পড়তে হয়েছে। স্বজনপ্রীতির অভিযোগ থেকে রেহাই পেতে সোনাক্ষীও চান না বাবার সহযোগিতায় নিজের সাফল্য গড়তে। তবে সোনাক্ষী জানান, তার বাবা সাধারণ মানুষের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন। আর সোনাক্ষী সবকিছু ব্যক্তিগত রাখতে পছন্দ করেন। রাজনীতিতে এলে দেশের জনগণের জন্য ভাবতে হয়। সেই ক্ষমতা তার মধ্যে নেই। সোনাক্ষীর ধারণা রাজনীতির জন্য যে ধরনের জীবনবোধের প্রয়োজন, সেটা তার ভাবনাচিন্তার থেকে একেবারে ভিন্ন। 
০৪ মে ২০২৪, ১৬:৫২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়