• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
প্রধানমন্ত্রীর সমুদ্র সৈকত ভ্রমণ
বাংলা নববর্ষ ১৪২৪। দিনটিকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে বরণ করে নিলো বাঙালি জাতি।দেশব্যাপি উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে এবারের পহেলা বৈশাখ। প্রতিবছরের মতো এবারও সকাল ৯টায় চারুকলা থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। এ বছর মঙ্গল শোভাযাত্রায় বাংলা সংস্কৃতির পরিচয় বাহক ১২টি প্রতীক স্থান পায়। এবারের প্রতিপাদ্য 'আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর'। ঢাকাসহ সারাদেশে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল চোখে পড়ার মতো। বাঙালির সাজে রাজধানীতে উৎসবে অংশ নিতে বিদেশিরাও ছিলেন।
৪ দিনের রাষ্ট্রীয় সফরে ভারত সফর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার দিল্লি পৌঁছালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর ভারত সফরের উল্লেখযোগ্য ছবি।
দশম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে অটিজম শিশুদের নিয়ে বিশেষ অনুষ্ঠান আয়োজন করলো আরটিভি। রোববার বিকেলে তেজগাঁও বেঙ্গল স্টুডিওতে বিশ্ব অটিজম সচেতনতা দিবসে অটিস্টিক শিশুদের অংশগ্রহণে নাচ, গান, আবৃত্তি ও ফ্যাশন শো দিয়ে সাজানো অনুষ্ঠানটি প্রশংসিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সৈয়দা মুনিরা ইসলাম।