• ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১
logo
ভিডিও ভাইরাল, অতঃপর ফেসবুকে ‘গায়েব’ সাদিয়া আয়মান
শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে মুখ খুললেন নির্মাতা আশফাক নিপুন
দেশ, সমাজ ও রাজনীতি সচেতন নির্মাতা আশফাক নিপুণ। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তিনি। প্রায়ই কথা বলেন নানা ইস্যু নিয়ে। সেই ধারাবাহিকতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র ইস্যুতে এবার মুখ খুলেছেন এই নির্মাতা।  সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাস দেন ‘মহানগর’ খ্যাত নির্মাতা আশফাক নিপুন। তিনি সেই স্ট্যাটাসে লিখেন, পদত্যাগপত্র খোঁজাখুঁজি শেষ হইলে বিচারকাজ ত্বরান্বিত করেন। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার এবং হাসপাতালে আহত হাজার হাজার মানুষ উনার পদত্যাগপত্র না, বিচার দেখতে চায়। প্রসঙ্গত,গত ৫ আগস্ট ছাত্র-জনতার তোপের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন গণমাধ্যম সংবাদ প্রচারিত হয় শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছাড়েন। কিন্তু সম্প্রতি একটি গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন, এমন কোনো দালিলিক প্রমাণ আমার কাছে নেই। ওই প্রতিবেদন প্রকাশের পরই নানা আলোচনা–সমালোচনা শুরু হয়েছে। তবে সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় শেখ হাসিনার পদত্যাগের বিষয়টিকে মীমাংসিত উল্লেখ করে এ বিষয়ে নতুন করে কোনো বিতর্ক সৃষ্টি না করা এবং সরকারকে অস্থিতিশীল বা বিব্রত না করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আরটিভি /এএ 
মধ্যরাতে তানিয়া বৃষ্টিকে নিয়ে বিপাকে নাঈম
‘প্রবাসীর স্ত্রী’ নিয়ে উচ্ছ্বসিত তারা
কিছু মানুষ নামের পূর্বে ‘হিরো’ লাগিয়ে জাতীয় হিরোতে পরিণত হয়: সোহানা সাবা
অভিনেতার স্ত্রীর ওপর হামলা, কেটে গেছে শ্বাসনালী
অভিনয় ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়ে যা বললেন অহনা
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। মডেলিং দিয়ে শোবিজ অঙ্গনে বিভিন্ন টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পান। ছোট পর্দার পাশাপাশি ওটিটি ও বড় পর্দায়ও কাজ করেছেন তিনি। এবার এই অভিনেত্রী অভিনয় ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিলেন।  সম্প্রতি তার অভিনীত ‘প্রবাসের স্ত্রী’ নামের একটি নাটক কয়েক মিলিয়ন ভিউ হওয়া নিয়ে কয়েকজন সাংবাদিকের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সেখানেই নাটক নিয়ে অভিমত ব্যক্ত করার সময় জানান যে তিনি আর অভিনয় করতে চান না। অন্যদিকে মনোযোগ দেবেন। অহনা বলেন, আমি ব্যক্তিগতভাবে আর অহনা রহমান হতে চাইব না। অনেক দিন কাজ করেছি এবার আসলে অন্যদিকে মনোযোগ দিতে চাই। আমাকে অনেক বছর দেখলেন আর কত, অনেক ভালো অভিনেত্রী-অভিনেতারা আসছে, তাদেরও দেখা উচিত।  নাটকের গল্প প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, সব সময় দেখানো হয় যে কেউ বিদেশে থাকে তার মানে তার খারাপ পরকীয়া করে। বউরা ভালো হওয়া সত্ত্বেও এসব কথা শুনতে হয়। তিনি যে চরিত্রে অভিনয় করেছেন তা দিয়ে সমাজের এসব বিষয় তুলে ধরেছেন।  মোশারফ করিমকে তার শিক্ষক উল্লেখ করে অহনা বলেন, মোশারফ করিম পুরো বাংলাদেশের সম্পদ এবং আমি ভবিষ্যতে বলতে পারব যে আমি বাংলাদেশের এমন একটা মানুষের সঙ্গে কখনও কাজ করেছি যে, এ মানুষটা বাংলাদেশে সম্পদ। তিনি আমার শিক্ষক বড় ভাই, কলিগ। তিনি আমাকে হাতে ধরে অনেক অভিনয় শিখিয়েছেন। আমার ক্যারিয়ার লাইফে তার কৃতিত্ব অনেক। বর্তমান সময়ে নাটকের সিন্ডিকেট নিয়ে অহনা বলেন, আসলে বিষয়টি সবাই জানে। কিন্তু দর্শক জানে না। আমি আসলে ঘরের কথা পরের কাছে বলতে চাই না। তবে আমার সঙ্গে এমন কিছু হয়নি। প্রেমের কারণে শুধু আমার সঙ্গেই থাকতে হবে এমন কিছুই আমার সঙ্গে হয়নি এত বছরে। এর সামনেও এমনটি হওয়ার সম্ভাবনা নেই।    আরটিভি/এএ-টি  
জিনাত হাকিমের ‘সন্ধ্যাতারা’
দেশের জনপ্রিয় নাট্যকার ও নির্দেশক জিনাত হাকিম। সম্প্রতি তার চিত্রনাট্য ও পরিচালনায় মার্কিন যুক্তরাষ্ট্রে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘সন্ধ্যাতারা’। নাটকটিতে অভিনয় করেছেন প্রখ্যাত অভিনেতা আজিজুল হাকিম, মুস্তাফা কলি, তানিয়া আহমেদ, সুর্জানা কবীর প্রমুখ। যুক্তরাষ্ট্রের ডেনভার ও কলোরাডোতে নাটকটির দৃশ্য ধারণ হয়েছে বলে জানিয়েছেন জিনাত হাকিম। নাটকের গল্পে প্রসঙ্গে তিনি বলেন, ‘জীবন রহস‍্যময়। কার জীবনের পথ কোন বাঁকে চলে কেউ তা বলতে পারে না। স্বপ্নে বিভোর চেনা-জানা মানুষের পথ হঠাৎ ঝড়ে হয়ে যায় অচেনা। অথচ অজানা পথের অচেনা মানুষটি হয়ে ওঠে আপন। বর্তমানে দাঁড়িয়ে মানুষ ভবিষ্যৎ দিগন্তের রঙিন ছবি আঁকে। সজীব, রুনু, রেজওয়ান ও তাপসীর জীবনের গল্প নিয়ে সন্ধ্যাতারা।’ তিনি আরও বলেন, ‘ভালো লাগা থেকেই নাটক রচনা করা। চমৎকার লোকেশনে এর দৃশ্য ধারণ হয়েছে। গল্পের প্রতিটি চরিত্র এ নাটকের জন্য গুরুত্বপূর্ণ। দর্শক নাটকটি দেখলে বুঝতে পারবেন। এরই মধ্যে নাটকটি আরটিভির ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে। আশা করছি, সবাই আনন্দিত হবেন।’ নাট্যজগতের পরিচিত জুটি আজিজুল হাকিম ও জিনাত হাকিম। ১৯৯৩ সালের ১ জানুয়ারি বিয়ে করেন তারা। তাদের বিয়ে তিন দশক পূর্ণ হয়েছে অনেক আগেই। শোবিজে অত্যন্ত সজ্জন দম্পতি হিসেবে পরিচিত তারা। তাদের সুখের সংসার উদাহরণ হয়ে রয়েছে। এক ছেলে ও এক মেয়ে নিয়ে এখন তাদের সুখের সংসার।   আরটিভি /এএ /এসএ
‘এক্স বয়ফ্রেন্ড’ বদলে দিয়েছে ফারিণের জীবন
জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সাবলীল অভিনয় দিয়ে অল্প সময়েই হয়েছেন দর্শকপ্রিয়। নিয়মিত নাটকে কাজ করছেন তিনি। একাধিক ওয়েব ফিল্মেও তাকে দেখা গেছে। কাজ করেছেন কলকাতার সিনেমাতে। এবার বর্তমান সময়ের হিট মেশিন খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত ‘হাউ সুইট’এ অভিনয়ের জন্য ইতিমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছেন ফারিণ। সম্প্রতি এক সম্মেলনে তার এই নতুন এই কাজের ঘোষণা দেন।  ‘হাউ সুইট’ শিরোনামের এই ওয়েব ফিল্মটিতে ফারিণ জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন ছোট পর্দার  জনপ্রিয় মুখ জিয়াউল ফারুক অপূর্বের সঙ্গে। একসঙ্গে জুটি বেঁধে এই দুই তারকা কাজ করেছেন একাধিক নাটকে। পাশাপাশি ওয়েব ফিল্ম ‘ট্রল’-এও দেখা গিয়েছে তাদের। সেই ধারাবাহিকতায় আবারও ওয়েবে একসঙ্গে আসছেন এই তারকা জুটি।   এদিকে, ফারিণের ক্যারিয়ারে অমির অবদান উল্লেখ করে ফারিণ বলেন, আমার ক্যারিয়ারে কাজল আরেফিন অমির ভূমিকা অনেক। এক্স বয়ফ্রেন্ডে যদি তিনি আমাকে ব্রেক না দিতেন, হয়তো আজকে আমি আপনাদের সামনে বসে কথা বলতে পারতাম না। আমাদের একসঙ্গে অনেক কাজ হয়েছে এবং ‘অসময়’-এ দর্শকদের ভালোবাসা পেয়েছি।  এরপর অপূর্বের সঙ্গে অভিনয় প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, আমার ক্যারিয়ারে শুরু থেকেই অপূর্ব ভাইয়ার সঙ্গে কাজ হয়েছে। তার মতো একজন সুপারস্টার আমি নিউকামার হওয়ার পরেও অনেক সাপোর্ট করেছেন। আমরা একসঙ্গে অনেক নাটকে অনেক কাজ করেছি। ওটিটিতে আমি আর অপূর্ব ভাইয়ের এর আগে একটি কাজ হলেও আমরা নাটকে অনেক কাজ করেছি। নতুন কাজটিও ভালো কিছুই হবে বলে আশা রাখি। কারণ জুটি বেঁধে আমাদের সব কাজই দর্শকগ্রহণ করেছেন। তিনি আরও বলেন, ‘হাউ সুইট’ দিয়ে অপূর্ব ভাইয়ের সঙ্গে আবারো ওটিটিতে কাজ হচ্ছে। অভিনয়ের সময় অপূর্ব ভাইয়ের চোখ কথা বলে। অভিনয়ের সময় তার চোখে তাকিয়ে অভিনয় করা আমার জন্য খুব কঠিন হয়ে যায়। জানা গেছে, আগামী নভেম্বরে ‘হাউ সুইট’র শুটিং শুরু হবে। ঢাকা, বরিশাল এবং দেশের বেশ কয়েকটি দৃষ্টিনন্দন লোকেশনে শুটিংয়ের পরিকল্পনা রয়েছে বলে জানান পরিচালক। এতে একটি রোমান্টিক ও একটি আইটেম গান থাকবে। আগামী বছর ভালোবাসা দিবসে ওয়েব ফিল্মটি ওটিটি প্লাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে। আরটিভি/ এএ 
৭ মার্চ নিয়ে যা বললেন সোহানা সাবা
ঐতিহাসিক ৭ মার্চ, ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবসসহ আট জাতীয় দিবস বাতিল করছে অন্তর্বর্তী সরকার। বুধবার (১৬ অক্টোবর) এই সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে তথ্যগুলো। অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তের পর সাধারণ জনগণের মাঝে মিশ্র পতিক্রিয়া দেখা যাচ্ছে। নেটিজেনরা দুভাগে বিভক্ত হয়ে পড়েছেন। এই ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা।  সোহানা সাবা বুধবার (১৬ অক্টোবর) তার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে লিখেছেন,  বাংলাদেশ, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু ১৯৭১। (**লিখে রাখলাম, হার্ডড্রাইভ সফটওয়্যার বুঝি না.. রিসেটে যদি সব ভুলে যাই!) #আল_সাবাবস।  এদিকে এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমে শোনার সঙ্গে সঙ্গেই তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, পরিচালক, প্রযোজক ও মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ সোহেল রানা,  সোহানা সাবা, কাজী নওশাবা আহমেদ, নূনা আফরোজসহ অনেকেই। প্রসঙ্গত, বুধবার (১৬ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধুকে আওয়ামী লীগ বিতর্কিত করেছে। তাকে আপনারা ‘জাতির পিতা’ মনে করেন কি না? এমন প্রশ্নে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ দল হিসেবে ফ্যাসিস্টভাবে ক্ষমতায় ছিল। মানুষের ভোটাধিকার হরণ ও গুম-খুন করে এবং গণহত্যা করে তারা ক্ষমতায় ছিল। কাজেই কারা তাকে জাতির পিতা বলল, তারা কোন দিবসকে জাতীয় দিবস ঘোষণা করল, নতুন বাংলাদেশে সেটার ধারাবাহিকতা থাকবে না। আমরা বাংলাদেশকে নতুনভাবে গঠন করতে চাচ্ছি। ফলে ইতিহাসের প্রতি আমাদের নতুন দৃষ্টিভঙ্গি আনতে হবে।’ জাতীয় দিবসের তালিকা থেকে ৭ মার্চকে বাদ দেওয়ার প্রসঙ্গে নাহিদ বলেন, ‘৭ মার্চ গুরুত্বপূর্ণ, তবে জাতীয় দিবস হওয়ার মতো না। আওয়ামী লীগ অনেক দিবসকে নষ্ট করে ফেলেছে।’ ৭ মার্চ নিশ্চিহ্ন করা হচ্ছে না জানিয়ে নাহিদ বলেন, ‘শেখ মুজিবুর রহমান অবশ্যই জাতির জনক না। এই ভূখণ্ডে অনেকেরই ভূমিকা রয়েছে, লড়াই রয়েছে। ইতিহাসের বহুমুখিতা রয়েছে। আওয়ামী লীগ মাওলানা ভাসানীর অবদানকে অস্বীকার করেছে। তাই এখন সময় এসেছে সবার ভূমিকা স্মরণ করার।’ ৫ আগস্টকে প্রাধান্য দিয়ে একটি জাতীয় দিবস প্রতিষ্ঠা করা হচ্ছে বলে জানিয়ে নাহিদ বলেন, ‘জুলাই অভ্যুত্থানের গুরুত্ব হিসেবে কোনো কোনো দিবস প্রতিষ্ঠিত করা হতে পারে। আপাতত ৫ আগস্টকে প্রাধান্য দিয়ে একটি জাতীয় দিবস প্রতিষ্ঠা করা হচ্ছে। নতুন বাংলাদেশে অনেক সিদ্ধান্ত নিতে হচ্ছে। চাইলেই আমলাতন্ত্র পুরো বাতিল করা যাবে না। প্রশাসনকে ঢেলে সাজানো হচ্ছে। অভিযোগ যে কারও বিরুদ্ধেই হতে পারে। তাই গুরুত্ব দিয়ে তদন্ত করছে সরকার। অন্তর্বর্তী সরকারের কাজ সবার কথাকে গুরুত্ব দেওয়া। জনগণের সমর্থন নিয়েই কাজ করছে সরকার।’ আরটিভি /এএ
আমি বঙ্গবন্ধুর দালাল: শাওন
ঐতিহাসিক ৭ মার্চ, ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবসসহ আট জাতীয় দিবস বাতিল করছে অন্তর্বর্তী সরকার। বুধবার (১৬ অক্টোবর) এই সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে তথ্যগুলো। এই সিদ্ধান্তের পর নেটিজেনরা দুভাগে বিভক্ত হয়ে পড়েছেন। এই ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় অভিনেত্রী, গায়িকা ও নির্মাতা মেহের আফরোজ শাওন। শাওন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস হিসেবে বাতিল করা হলো আজ! আমি মেহের আফরোজ শাওন বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে অন্তবর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করলাম। কিছুদিন পর দেখা যাবে ২৬ মার্চ স্বাধীনতা দিবস বাদ, নতুন স্বাধীনতা দিবস হিসেবে ৩৬ জুলাই পালিত হবে হয়তো!’  শাওন আরও লিখেছেন, ৭ মার্চের পক্ষে বলার জন্য যদি আমাকে ‘দালাল’ উপাধি পেতে হয় তবে আমি দালাল। আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের দালাল, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দালাল। এদিকে এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমে শোনার সঙ্গে সঙ্গেই তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, পরিচালক, প্রযোজক ও মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ সোহেল রানা, কাজী নওশাবা আহমেদ, নূনা আফরোজসহ অনেকেই। প্রসঙ্গত, বুধবার (১৬ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধুকে আওয়ামী লীগ বিতর্কিত করেছে। তাকে আপনারা ‘জাতির পিতা’ মনে করেন কি না? এমন প্রশ্নে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ দল হিসেবে ফ্যাসিস্টভাবে ক্ষমতায় ছিল। মানুষের ভোটাধিকার হরণ ও গুম-খুন করে এবং গণহত্যা করে তারা ক্ষমতায় ছিল। কাজেই কারা তাকে জাতির পিতা বলল, তারা কোন দিবসকে জাতীয় দিবস ঘোষণা করল, নতুন বাংলাদেশে সেটার ধারাবাহিকতা থাকবে না। আমরা বাংলাদেশকে নতুনভাবে গঠন করতে চাচ্ছি। ফলে ইতিহাসের প্রতি আমাদের নতুন দৃষ্টিভঙ্গি আনতে হবে।’ জাতীয় দিবসের তালিকা থেকে ৭ মার্চকে বাদ দেওয়ার প্রসঙ্গে নাহিদ বলেন, ‘৭ মার্চ গুরুত্বপূর্ণ, তবে জাতীয় দিবস হওয়ার মতো না। আওয়ামী লীগ অনেক দিবসকে নষ্ট করে ফেলেছে।’ ৭ মার্চ নিশ্চিহ্ন করা হচ্ছে না জানিয়ে নাহিদ বলেন, ‘শেখ মুজিবুর রহমান অবশ্যই জাতির জনক না। এই ভূখণ্ডে অনেকেরই ভূমিকা রয়েছে, লড়াই রয়েছে। ইতিহাসের বহুমুখিতা রয়েছে। আওয়ামী লীগ মাওলানা ভাসানীর অবদানকে অস্বীকার করেছে। তাই এখন সময় এসেছে সবার ভূমিকা স্মরণ করার।’ ৫ আগস্টকে প্রাধান্য দিয়ে একটি জাতীয় দিবস প্রতিষ্ঠা করা হচ্ছে বলে জানিয়ে নাহিদ বলেন, ‘জুলাই অভ্যুত্থানের গুরুত্ব হিসেবে কোনো কোনো দিবস প্রতিষ্ঠিত করা হতে পারে। আপাতত ৫ আগস্টকে প্রাধান্য দিয়ে একটি জাতীয় দিবস প্রতিষ্ঠা করা হচ্ছে। নতুন বাংলাদেশে অনেক সিদ্ধান্ত নিতে হচ্ছে। চাইলেই আমলাতন্ত্র পুরো বাতিল করা যাবে না। প্রশাসনকে ঢেলে সাজানো হচ্ছে। অভিযোগ যে কারও বিরুদ্ধেই হতে পারে। তাই গুরুত্ব দিয়ে তদন্ত করছে সরকার। অন্তর্বর্তী সরকারের কাজ সবার কথাকে গুরুত্ব দেওয়া। জনগণের সমর্থন নিয়েই কাজ করছে সরকার।’
যে কারণে মেয়েটির পরিবারের সন্ধান চান মেহজাবীন
মানসিকভাবে ভারসাম্যহীন এক তরুণীর ছবি শেয়ার করে ফারহানা রহমান নামের এক নেটিজেন সামাজিকমাধ্যমে স্বজনদের খোঁজ করছেন। এই অনুসন্ধান আরও বেগবান করলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।  বুধবার (১৬ অক্টোবর) মেহজাবীন চৌধুরী তার সামাজিকমাধ্যমে ফারহানা রহমানের ফেসবুক আইডি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন অ্যালাট। শেয়ার করা ওই পোস্টে লেখা আছে, আপুটা চট্টগ্রামের ভাষায় কথা বলতেছেন। কথাবার্তায় শিক্ষিত বোঝা যাচ্ছে। তবে উনি মানসিকভাবে ভারসাম্যহীন। সম্ভবত প্রেমঘটিত কোনো বিষয়ে ট্রমাটাইজড হয়ে ভারসাম্য হারায়ে ফেলছেন। রিদয় ও শায়লা নামের দুইজনের কথা বলতেছেন। আপনার আশেপাশে একটু দ্রুত খোঁজখবর নিন। আমার ফ্রেন্ডলিস্টের চট্টগ্রামের মানুষজন একটু দেখেন আশেপাশে খুঁজে এমন কেউ মিসিং আছে কি না!    মেয়েটি বর্তমানে নোয়াখালীতে আছেন উল্লেখ করে তিনি বলেন, উনি আপাতত নোয়াখালীর সোনাপুরের দত্তেরহাটের পেট্রোল-পাম্পের এইখানে আছেন। খোঁজ পেলে দ্রুত যোগাযোগ করবেন।  01875024601, আলজকি হোসেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।  আরটিভি /এএ/এসএ  
পোশাক বিতর্কের মাঝেই ভোট চাইলেন জেসিয়া
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ বিজয়ী জেসিয়া ইসলাম। ক্যারিয়ারের শুরু থেকে নানা কারণে আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন। তবে সবকিছুকে পিছনে ফেলে সম্প্রতি আন্তর্জাতিক একটি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এজন্য সবার কাছে ভোট চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে রীতিমতো বিপাকে পড়েছেন তিনি। কারণ, স্বল্প বসনে জেসিয়াকে দেখে রীতিমতো তুলোধুনো করছেন নেটিজেনরা।  ১৪ অক্টোবর মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয় জেসিয়াসহ বিশ্বের ৭০ জন প্রতিযোগীর টু-পিস পরিহিত ছবি। যেখান থেকে সেরা ২০ জনকে বাছাই করা হবে দর্শক ভোটে। এজন্য ভোট চেয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় ছবিটি শেয়ার করেন। মূলত এরপর থেকেই তার পোশাক নিয়ে সমালোচনা শুরু হয়। অবশ্য, তার পক্ষেও কম লোক দাঁড়ায়নি। এমনকি, পিয়া জান্নাতুলসহ অনেক তারকা জেসিয়ার এই সাহসী অংশগ্রহণে পাশে দাঁড়িয়েছেন, চেয়েছেন ভোট। ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে বিনোদন জগতে পা রাখেন জেসিয়া ইসলাম। তারপর নানা ঘটনায় অনেকবারই আলোচনায় এসেছেন তিনি। এরমধ্যে প্রেম-বিচ্ছেদ, অভিনয়-মডেলিং সবই করেছেন সমান তালে।