• ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১
logo
কলকাতা থেকে যে বার্তা দিলেন বন্যা ও তারিন
জমি পাওয়ার জন্য ড. ইউনূস স্যারকেও বাবা ডাকতে রাজি আছি: জয়
মা সবসময় সন্তানের আবদার পূরণ করে থাকেন। কখনও সন্তানকে ফিরিয়ে দেন না। এ জন্যই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার কাছে নিজেকে সুযোগ্য সন্তান দাবি করে আবদার করেছিলেন আলোচিত-সমালোচিত অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। শেখ হাসিনার কাছে রাজধানীর নিকটস্থ পূর্বাচলে একটি প্লটের আবেদন করেছিলেন অভিনেতা জয়। সেই আবেদনপত্রের একটি ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যা এর আগেও কয়েক দফায় ভাইরাল হয়েছিল ফেসবুকে। ২০১৪ সালে পূর্বাচলে জায়গা পাওয়ার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছিলেন অভিনেতা, যা ২০১৯ সালে দ্বিতীয়বার ভাইরাল হয়।  সাম্প্রতিক রাজনৈতিক  প্রেক্ষাপট বদলের পর সেই আবেদনপত্রটি ফের ভাইরাল হয়। এদিকে দীর্ঘদিন পর রাজনৈতিক স্যাটায়ার বানিয়েছেন দেশের জনপ্রিয় নির্মাতা ও অন্তবর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। দেশের রাজনীতিবিদদের নিয়ে তৈরি গল্পে ‘৮৪০’ ওয়েব সিনেমা বানিয়েছেন তিনি। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই সিনেমা। এর আগেই বুধবার (১১ ডিসেম্বর) আয়োজন করা হয় ‘৮৪০’-এর বিশেষ প্রিমিয়ার শো।  ‘৮৪০’ শিরোনামের ওয়েব সিনেমাটিতে একটি চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়। সিনেমটির প্রিমিয়ার শো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি।  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমি চাওয়া প্রসঙ্গে তার কাছে জানতে চাইলে  শাহরিয়ার নাজিম জয় বলেন, আমার জমির প্রয়োজন আছে। তাই ড. ইউনূস স্যারকে বাবা ডাকতে হলেও ডাকবো। সাবেক প্রধানমন্ত্রীকে মা বলে জমি চাওয়াতে আমি মোটেও অনুতপ্ত না। একটা জিনিস পাওয়ার জন্য বাবা, দাদা, মা ডাকা যায়। আর আমি আমার কাজের জন্য ভবিষ্যতেও ডাকবো। তবে হ্যাঁ আমি তখনও বলেছি বিগত সরকার যেভাবে স্বৈরাচার হয়ে উঠেছিল আর তাদের পতনের জন্য যত লোক প্রাণ দিয়েছে তা অনেক সেন্সেটিভ ইস্যু হয়ে গিয়েছে। আর ওই সকাররের প্রধানকে আমি মা বলেছি সেটার জন্য আমি অনুতপ্ত।  আরটিভি /এএ/এআর   
‘প্যাকেজ প্রিভিউ কমিটি’তে জায়গা পাওয়া নিয়ে সমালোচনা, মুখ খুললেন আরশ খান
বিটিভির ‘প্যাকেজ প্রিভিউ’ কমিটি’তে সাংবাদিক আহমেদ তেপান্তর
ভালোবেসে ঠকেছেন অহনা, প্রকাশ্যে আনলেন সেই তিক্ত অভিজ্ঞতা
জেদ করে অভিনয়ে এসে এখন দর্শকপ্রিয় অভিনেতা তিনি
৬৯ লাখ টাকার স্বর্ণ নিয়ে আটক হওয়া প্রসঙ্গে যা বললেন অভিনেত্রী জুথী
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক অভিনেত্রীসহ দুই যাত্রীর কাছ থেকে ৭৩৩ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ৬৯ লাখ টাকা। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে তাদের আটক করে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম ও শুল্ক গোয়েন্দারা। আটক দুই যাত্রী হলেন- ঢাকার মিরপুরের নাট্যাভিনেত্রী অনামিকা জুথী ও চট্টগ্রামের রাউজানের মোহাম্মদ রায়হান ইকবাল। বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল। এদিকে, দীর্ঘদিন ধরেই কাজ থেকে দূরে আছেন এ প্রজন্মের অভিনেত্রী অনামিকা জুথি। বর্তমানে তিনি পরিবার নিয়ে দুবাই থাকছেন। হঠাৎ করেই খবরের শিরোনামে জুথি। দুপুর থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমের শিরোনাম ঠিক এমন ‘৬৯ লাখ টাকার স্বর্ণসহ বিমানবন্দরে আটক অভিনেত্রী জুথি’। এমন খবরের পর তার যোগাযোগ করা হলে  অনামিকা জুথি বলেন, আটক করার মতো ঘটনা ঘটেনি। ভুল তথ্য ছড়িয়েছে। তবে কিছু স্বর্ণ আমার সাথে ছিল তবে সেটার জন্য ট্যাক্স দিতে হয়। অলরেডি আমি ট্যাক্স দিয়েছি।  প্রয়োজনীয় পেপারে সাইন হয়ে গেলেই বাসায় ফিরব। যেভাবে নিউজ হয়েছে তা দেখে আমি বিব্রত। পরিচিত সবাই ফোন করছেন। কিভাবে এত বড় ভুল একটি তথ্য ছড়িয়েছে আমার বোধগম্য নয়। এটা আমার জন্য সম্মানহানিকর। অন্যদিকে, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি করলে দুই যাত্রীর কাছ থেকে চুড়ি, চেইন ও হোয়াইট গোল্ডের চেইন সদৃশ নিখাদ স্বর্ণ উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ৬৮ লাখ ৯৬ হাজার টাকা। অনামিকা জুথী তার দুই হাতে চুড়িগুলো স্কচটেপ দিয়ে আটকে এবং চেইনগুলো তাদের গলায় সুকৌশলে লুকিয়ে বহন করছিলেন। এ ছাড়া স্বর্ণালংকারগুলো তারা তাদের হাতব্যাগে বহন করছিলেন। বিমানন্দর সূত্র জানায়, দুই যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইট (দুবাই-চট্টগ্রাম-ঢাকা) যোগে দুবাই থেকে সকাল ৯টা ৩৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তবে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী হওয়ায় এভিয়েশন রুল অনুযায়ী তাদের একই বিমানযোগে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টিমের কাছে হস্তান্তর করা হয়।  আরটিভি /এএ 
যে কারণে মাকে হাসপাতালে রেখে শুটিংয়ে আরশ খান
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে আরশ খানের মা অভিনেত্রী নীলা ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন অভিনেতা। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে ফেসবুকে মায়ের অসুস্থতার কথা জানিয়ে একটি পোস্ট দিয়েছেন আরশ। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, মা হাসপাতালে। গলা দিয়ে ব্লিডিং হচ্ছে। এখনও কারণ জানা যায়নি। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যাই করেন কোনো কারণেই করেন। তার পরিকল্পনা না মেনে অস্বীকার করার মতো ক্ষমতা কারও নেই। যিনি অসুস্থতা দিয়েছেন তিনি চাইলে আম্মা সুস্থ হবেন। সবাই দোয়া করবেন। এদিকে, রাতে মাকে হাসপাতালে রেখে পরদিন বুধবার (৪ ডিসেম্বর)  আবারও শুটিংসেটে ফেরেন তিনি। শুটিংয়ে বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছিলেন তিনি। মাকে হাসাপাতালে রেখে কেন শুটিংয়ে হাজির হলেন? জানতে চাইলে আরশ খান বলেন, আমাদের তো এই জায়গা থেকেই টাকা আসে। আমি শুটিংয়ে এসেছি বলেই আমার মায়ের উন্নত চিকিৎসা হবে। তিনি তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসবেন। ‘বিয়েশাদী’ নামের নতুন এই নাটকটি নির্মাণ করেছেন নির্মাতা তারেক রেজা। নাটকে আরশের সহশিল্পী তাসনুভা তিশা। শুক্রবার (১৩ ডিসেম্বর) নাটকটি দেখা যাবে দেশের একটি ইউটিউব চ্যানেলে। আরটিভি/এএ/এস 
হলিউড তারকাদের সঙ্গে এক ফ্রেমে মেহজাবীন
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ক্যারিয়ারে ইতোমধ্যে উপহার দিয়েছেন অসংখ্য হিট নাটক। শুধু তাই নয়, ওয়েব ফিল্মেও নিজের অভিনয়গুণে নজর কেড়েছেন দর্শকদের।  এদিকে, সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে মেহজাবীন চৌধুরী অভিনীত ছবি ‘সাবা’। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দেশটির জেদ্দা শহরের কালচার স্কয়ারে শুর হয় এই চলচ্চিত্র উৎসবের চতুর্থ আসর। ১০ দিনের এ আসরে হলিউড ও বলিউডের নামজাদা তারকারা অংশ নেন। সেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও। কানাডা, কোরিয়া, ইন্দোনেশিয়ার পর এবার মরুর দেশে রীতিমতো বাংলাদেশ ও দেশের চলচ্চিত্রকে প্রতিনিধিত্ব করলেন মেহজাবীন। সঙ্গে নিজের বাঙালিয়ানা সাজ আশাকেও ধরে রাখেন নিজের পরিচিতি। শুধু তাই নয়, সেখানে হলিউড তারকাদের সঙ্গে ফ্রেমবন্দি হতেও দেখা যায় মেহজাবীনকে। সামাজিকমাধ্যমে এদিনের বেশ কিছু ছবি ভাগ করে নেন মেহজাবীন। সেখানে চোখ আটকে যায় একটি সেলফিতে। তাতে দেখা যায়, আলাদিন খ্যাত হলিউড তারকা উইল স্মিথ, ব্রিটিশ অভিনেত্রী এমিলি ব্লান্টসহ আরও অনেকে। সেখানে তাদের সঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা যায় মেহজাবীনকে! আর তা দেখে মেহজাবীনের অনুরাগীদেরও দিলখুশ; অনেকে রীতিমতো চমকেও যান। প্রসঙ্গত, ‘সাবা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। সিনেমাটি নির্বাচিত হয়েছে এবারের আসরের প্রতিযোগিতা বিভাগে। এবারের আসরে ৮১টি দেশের ১২০টি চলচ্চিত্রের প্রদর্শনী হবে। জানা গেছে, বিশ্বের বিভিন্ন প্রান্তের ১৫টি চলচ্চিত্রের সঙ্গে লড়ছে ‘সাবা’। শুধু তাই নয়, এ উৎসবে সাবার তিনটি প্রদর্শনী রাখা হয়েছে। আরটিভি/এএ/এস 
বিয়ে করলেন মডেল ও অভিনেত্রী তানজিকা, পাত্র যিনি
অভিনেত্রী ও মডেল তানজিকা আমিন। রুপালি পর্দা দিয়ে দেশের বিনোদন অঙ্গনে পরিচিতি পেয়েছিলেন তিনি। তার অভিনীত প্রথম সিনেমার নাম ‘বকুল ফুলের মালা’। দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন নায়ক রিয়াজ। এরপর সেভাবে আর বড় পর্দায় দেখা না গেলেও ব্যস্ত আছেন ছোট পর্দা নিয়ে। এরই মধ্যে দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য নাটক ও ডিজিটাল কনটেন্ট। এদিকে বছর শেষে সুখবর দিলেন এই অভিনেত্রী। বিয়ের পিড়িতে বসেছেন তিনি। শুক্রবার (৬ ডিসেম্বর)  দুপুরে ঢাকার বেইলি রোডে তার বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এতে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। বিয়ের খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তানজিকা নিজেই। হুট করে নিয়ে করার প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, সব সময় মনে হয়েছে, বিয়ের জন্য এটা সঠিক সময় নয়। এবার মনে হয়েছে, সঠিক সময় এবং সঠিক মানুষের দেখাও পেয়েছি। তাই বিয়ের সিদ্ধান্ত না নিয়ে পারিনি। হুট করে বিয়ের কাজ সেরে ফেললেও এ মাসের মধ্যেই বিবাহপরবর্তী বাকি সব আনুষ্ঠানিকতা করার ইচ্ছা রয়েছে। এদিকে  তানজিকা আমিনের মা ইসমত আরা মিনার বিয়ে হয় আজ থেকে ৪০ বছর আগে। মা যত্নে রেখে দিয়েছিলেন তার বিয়েতে পরা শাড়িটি। মায়ের বিয়ের ৪১ বছরে এসে মেয়ে তানজিকা বিয়ে করেছেন তার মায়ের বিয়ের শাড়িটি পরে।  মায়ের শাড়ি পরে বিয়ের প্রসঙ্গে তানজিকা বলেন, বেশ কয়েক বছর আগে আমার মায়ের বিয়ের শাড়ি দিয়ে ওড়না বানানোর ইচ্ছা ছিল। বিয়ের ওড়না। যে আমার বিয়ের কস্টিউম করেছে, সে বলল, “আপু আন্টির শাড়িটা এত সুন্দর! এটা কেটে ওড়না কেন বানাবে? এটা কেন তুমি বিয়েতে পরছ না?” তারপর ভাবলাম, আসলেই কেন নয়! এরপর সেটার সঙ্গে মানিয়ে যায় সে রকম ওড়না, ব্লাউজ ও অন্য সবকিছু সে বানিয়ে দিয়েছে। আমি যে গয়না পরেছি, সেটাও ৫০ বছর আগের নকশা করা। জানা গেছে এই অভিনয়শিল্পীর বর অস্ট্রেলিয়াপ্রবাসী, নাম সাইফ বাসুনিয়া। ২৫ বছরের বেশি সময় ধরে তিনি সিডনিতে থাকেন।  তানজিকা জানান, ২০১৮ সাল থেকে সাইফের সঙ্গে তার পরিচয়। এরপর নিজেদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। এরপর বিয়ে পর্যন্ত আসে।  আরটিভি /এএ/এআর
নতুন খবর দিলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেত্রী লামিমা
ছোট পর্দার বর্তমান প্রজন্মের অভিনেত্রী লামিমা লাম। নির্মাতা কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয় করে বেশ আলোচনায় এসেছেন তিনি। বিশেষ করে অভিনেতা শিমুলের সঙ্গে জুটি বেঁধে কাজ করারটা দর্শক বেশ উপভোগ করেছে। এরপর এই নির্মাতার হাত ধরেই একে একে বিভিন্ন সিরিজে কাজ শুরু করেন লামিমা। বর্তমানে অন্যান্য নির্মাতাদের কাজ নিয়ে বেশ ব্যস্ত এই অভিনেত্রী। সম্প্রতি নির্মাতা রানা বর্তমানের ‘এত দিন কোথায় ছিলে’ শিরোনামের একটি  টেলিফিল্মে অভিনয় করেছেন লামিমা। আর তার বিপরীতে অভিনয় করেছেন সময়ের আলোচিত অভিনেতা সোহেল মন্ডল।  নির্মাতা রানা বর্তমান বলেন, ঢাকা ও ঢাকার বাইরে শুটিং করেছি। শুটিং করতে গিয়ে হরেক সমস্যার সম্মুখীন হলেও সকল বাধাকে উপেক্ষা করে কাজটি শেষ করেছি। এর গল্পটি দেহ কিংবা যৌন ক্ষুধার নয়, গল্পটি মনের ক্ষুধা আর অন্ধবিশ্বাসের একটি মিস্ট্রি। গল্পটি প্রেমের, গল্পটি ত্যাগের, গল্পটি বিশ্বাসের। অচিরেই দেখতে পাবেন। আশা করছি দর্শক টেলিছবিটি উপভোগ করবেন। ত্যাগ বিশ্বাস আর ধৈর্য একটি সম্পর্ককে কতোটা মধুর করে, কতোটা আপন করে তা নিয়ে ‘এত দিন কোথায় ছিলে’র গল্প। ‘পোড়ামন ২’, ‘লিডার আমি বাংলাদেশ’সহ বেশকিছু জনপ্রিয় চলচ্চিত্রের লেখক দেলোয়ার হোসেন দিলের রচনায় টেলিফিল্মটির  চিত্রগ্রহণ করেছেন এ সময়ের ব্যাস্ত ক্যামেরা আর্টিস্ট আমির হামজা।  নাটকটিতে সোহেল মন্ডল-লামিমা লাম ছাড়াও আরও অভিনয় করেছেন, নিয়াজ মোহাম্মদ তারিক, হাসিমুন, আনবি রনি, মিষ্টি আক্তার, অরশি রহমান, রাজন, জাজ মাল্টিমিডিয়ার সিইও মোহাম্মদ আলিমুল্লাহ খোকন, মঞ্চ অভিনেতা আব্দুল আজিম প্রমুখ।  আরটিভি /এএ/এআর
মধ্যরাতে ‘স্ক্রিনশট’ ফাঁস করে যা বললেন ফারিয়া শাহরিন
সময়টা ২০০৭ সাল, ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মধ্য দিয় শোবিজে পা রাখেন অভিনেত্রী ফারিয়া শাহরিন। কাজ করেছেন বেশ কিছু নাটক ও বিজ্ঞাপনে। তবে কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’র সুবাদে অন্তরা’ নামে দর্শকমহলে প্রশংসিত হন তিনি। বিয়ে করেছেন বেশ কয়েক বছর হলো। কন্যাসন্তানের মাও হয়েছেন ইতোমধ্যে। ফলে অভিনয়ে এখন নেই তিনি। পর্দার পছন্দের অভিনেত্রীকে না দেখতে পেয়ে  দর্শক তাকে খোঁজেন। তাদের অন্তরা কবে আবার অভিনয়ে আসবেন- সে প্রশ্ন রাখেন অভিনেত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে। অভিনেত্রী তাই জানিয়ে দিলেন অভিনয়ে ফেরা-না ফেরার বিষয়ে। জানালেন, আপাতত নাটকে কাজ করছেন না তিনি। মাত্র একদিন আগেই ফারিয়া এক ফেসবুক স্ট্যাটাসে জানান, আপাতত কোনো নাটকে কাজ করছেন না তিনি। তবে ভালো বিজ্ঞাপনচিত্র পেলে কাজ করবেন।  ফারিয়া জানান, যারা মাঝখানে আমাকে ফোন করেছিলেন, মেসেজ করেছিলেন কাজের জন্য, সরি আমি কারো ফোন ধরতে পারিনি, মেসেজের রিপ্লাইও করতে পারিনি। কারণ, ওই ফোনটাই আমি অনেক দিন ইউজ করিনি। তাই সবার রিপ্লাই একসাথে দিচ্ছি, আপাতত নাটক এ কাজ করছি না। কবে করবো এটাও জানিনা। কিন্তু ভালো টিভিসি হলে করবো, ধন্যবাদ। অভিনেত্রীর নাটক থেকে বিরতি নেওয়ার ঘোষণায় হতাশ হয়েছেন তার ভক্তরা। এরই মধ্যে সম্প্রতি এক সাংবাদিক ফারিয়াকে মেসেজে জানান, তার নাটক ছেড়ে দেওয়ার খবরে কষ্ট পাচ্ছেন।  সেই সাংবাদিকের মেসেজ তুলে ধরে সোমবার দিবাগত রাতেই আবারও একটি স্ট্যাটাস দেন ফারিয়া শাহরিন। যেখানে তিনি জানান, নাটক থেকে আপাতত বিরতি নিচ্ছেন। পুরোপুরি ছেড়ে দিচ্ছেন না।  অভিনেত্রী লেখেন, রাত আড়াইটায় আমি এই স্ট্যাটাস দিতে বাধ্য হলাম। এক সাংবাদিক ভাইয়ের মেসেজ দেখে খারাপ লাগলো। সে বললো, আমি নাটক ছেড়ে দিচ্ছি, সেই খবরটি প্রকাশ করতে তার খুব কষ্ট হচ্ছে। চিল ব্রো। আমি বলছি, আপাতত করছি না। কবে করবো জানিনা। তার মানে হলো একটু বিরতিতে আছি। তার মানে এই নয়, আমি নাটক ছেড়ে দিচ্ছি একেবারে। এরপর সাংবাদিকদের উদ্দেশ্যে ফারিয়া শাহরিন বলেন, যেসব সাংবাদিক ভাইয়া নিউজ করছেন আমি নাটক ছেড়ে দিছি, তারা দয়াকরে আমার স্ট্যাটাস ভালো করে পড়বেন। ভুল নিউজ ছড়াবেন না, আমার অনুরোধ। আরটিভি /এএ 
আসছে ফারুকীর ‘৪২০’-এর ডাবল-আপ ‘৮৪০’
অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালিত জনপ্রিয় সিরিজ ‘৪২০’। ২০০৭ সালে বাংলাদেশের রাজনীতিবিদদের উত্থান-পতনের গল্প নিয়ে নির্মিত হয়েছিল এটি। এবার লম্বা বিরতির পর ‘৪২০’ সিরিজটির সিক্যুয়েল হয়ে পর্দায় ফিরছে ‘৮৪০’। সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি নিজেই জানিয়েছেন ফারুকী।  বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে সিরিজটি নিয়ে একটি রিলস প্রকাশ করেছেন তিনি। ঢাকার একটি রাজপথের ভিডিও শেয়ার করে জানিয়েছেন, খুব শিগগিরই প্রচারে আসছে জনপ্রিয় এই সিরিজটি। ক্যাপশনে উপদেষ্টা লিখেছেন, পলিটিক্যাল স্যাটায়ারের জন্য বাংলাদেশ সবসময় উর্বরমুখী। যে কারণে ২০০৭ এ তৈরি হয়েছিল ‘৪২০’। কিন্তু গত ১৫ বছরে রাজনৈতিক দেউলিয়াত্ব ও তামাশা সবকিছুকে ছাড়িয়ে গেছে। এবার তাই আসছে ‘৪২০’র ডাবল-আপ ‘৮৪০’। প্রসঙ্গত, ১৭ বছর আগে নিজের লেখা ও পরিচালনায় টিভি সিরিজ ‘৪২০’ নির্মাণ করেন উপদেষ্টা ফারুকী। এ সিরিজে অভিনয় করেই দর্শকদের কাছে তুমুল জনপ্রিয়তা পান মোশাররফ করিমসহ কয়েকজন তারকা। দীর্ঘ সময় পর আবারও প্রচারে আসছে সিরিজটি।   আরটিভি/এইচএসকে/এস