• ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
logo
থিয়েটার আর্ট ইউনিটের নতুন নির্বাহী কমিটি গঠন
বন্যার্তদের পাশে শিল্পকলা একাডেমির কর্মকর্তা-কর্মচারীরা
ভয়াবহ বন্যার কবলে দেশের ১১টি জেলা। এতে ২৩ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫৫ লাখেরও বেশি মানুষ। এ অবস্থায় যে যেভাবে পারছেন ভালোবাসার হাত বাড়িয়ে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন। এমন পরিস্থিতিতে বন্যার্তদের সহায়তায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির কর্মকর্তা-শিল্পী-কর্মচারীরা তাদের ১ দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার (২৬ আগস্ট) শিল্পকলা একাডেমির কর্মকর্তা-কর্মচারীরা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে চলমান বন্যায় আক্রান্ত হয়েছে ফেনী, কুমিল্লা, খাগড়াছড়িসহ বেশ কিছু জেলা। ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষ লক্ষ পরিবার। দেশে সংস্কৃতি চর্চা ও কৃষ্টি-ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি বর্তমান বন্যা পরিস্থিতিতে মানবিক সহায়তার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এই উদ্যোগ। এতে আরও বলা হয়েছে, এছাড়া একাডেমির কর্মকর্তা কল্যাণ সমিতির ত্রাণ সংগ্রহ উপকমিটির মাধ্যমেও অর্থ ও অনান্য সহায়তা সামগ্রী সংগ্রহ চলছে। একাডেমির অর্থ বিভাগের তথ্য অনুসারে ১ দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থের হিসেবে ৩ লক্ষ টাকা মঙ্গলবার (২৭ আগস্ট) প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা প্রদান করা হবে।
লিয়াকত আলী লাকীর বিচার চেয়ে থিয়েটারকর্মীদের ৭ দাবি
ফেসবুকে রাজনৈতিক পোস্ট নিয়ে বিপাকে বিপাশা
‘মানুষের অনেক দিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে’
জ্যোতিকে সম্মাননা দেবে মণিপুরি থিয়েটার
সৈয়দ বদরুদ্দীন হোসাইন উৎসব / সম্মাননা পাচ্ছেন আবুল হায়াত ও মান্নান হীরা
ভাষাসৈনিক, শিক্ষাবিদ, কলামিস্ট ও পদাতিকের আজীবন সভাপতি প্রয়াত নাট্যজন সৈয়দ বদরুদ্দীন হোসাইনের ১০১তম জন্মদিন উপলক্ষে  ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্য উৎসব ও স্মারক সম্মাননা ২০২৪’-এর আয়োজন করা হয়েছে। এতে দেশের দুই নাট্যব্যক্তিত্ব আবুল হায়াত ও মান্নান হীরাকে (মরণোত্তর) সম্মাননা দেওয়া হবে। মঙ্গলবার (১৪ মে) বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়। এ সময় বলা হয়, বৃহস্পতিবার (১৬ মে) বিকেল ৫টায় জাতীয় নাট্যশালার মূল হলের লবিতে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে নাট্যোৎসবের উদ্বোধন হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান। বিশেষ অতিথি থাকবেন নাট্যব্যক্তিত্ব ম. হামিদ, মামুনুর রশীদ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলি লাকী। উদ্বোধনী অনুষ্ঠান শেষে জাতীয় নাট্যশালার মূল হলে স্মারক সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পদাতিক নাট্য সংসদের সভাপতি তাসনিন হোসাইন তানু। চার দিনের উৎসবে (১৬-১৯ মে) নাটক মঞ্চস্থ করবে নাগরিক নাট্য সম্প্রদায়, আরণ্যক নাট্যদল, থিয়েটার, থিয়েটার আর্ট ইউনিট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, বাতিঘর, খোকন বয়াতি ও তার দল এবং নবরস। এছাড়া ভারতের কলকাতার নাটকের দল অনুচিন্তন দুটি নাটক মঞ্চস্থ করবে। উৎসবে প্রতিদিন বিকাল সাড়ে ৪টা হতে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত জাতীয় নাট্যশালার মূল হলের সম্মুখপ্রান্তের উন্মুক্ত মঞ্চে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা। সংবাদ সম্মেলনে পদাতিক নাট্য সংসদের সভাপতি সৈয়দ তাসনিন হোসাইন তানু, সহসভাপতি মোসলে উদ্দিন রুমু, সহসভাপতি মাহমুদুল কবীর, সাধারণ সম্পাদক মমিনুল হক দীপু প্রমুখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, সৈয়দ বদরুদ্দীন হোসাইনের জন্মদিন উপলক্ষে পদাতিক নাট্য সংসদ ২০১০ সাল থেকে প্রতিবছর এ নাট্যোৎসবের আয়োজন করে আসছে। 
তারিক আনাম খানের জন্মদিনের ভাবনা
শোবিজের জনপ্রিয় অভিনেতা তারিক আনাম খান। শুক্রবার (১০ মে) ছিল অভিনেতার ৭১তম জন্মদিন। ক্যারিয়ারে অসংখ্য নাটক-সিনেমায় অভিনয় করেছেন তিনি। কাজ করেছেন ওয়েব সিরিজেও। শনিবার (১১ মে) ভেরিফায়েড ফেসবুকে নিজের একটি ছবি শেয়ার করে স্ট্যাটাস দিয়েছেন তারিক আনাম। সেখানে জন্মদিন নিয়ে নিজের ভাবনা বর্ণনা করেছেন এই অভিনেতা। তারিক আনামের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো— ‘আমার জন্ম তিন বোনের পর। বৈশাখ মাস। আমার মনে হয়, মা খুব ভাবনায় ছিলেন। এবারও কি মেয়ে? সে সময় এ ধরনের ভাবনা খুব স্বাভাবিক ছিল (এখনও আছে বোধ হয়)। ধরে নিই আমার মা খুব খুশি হয়েছিলেন ছেলে হয়েছে দেখে। মায়ের মুখের মিষ্টি হাসিটা আমি দেখতে পাই। বোধ হয় তখন থেকেই মানুষের হাসিমাখা মুখ আমাকে আনন্দিত করে। তাই হয়তো নাটকে অভিনয়ে আনন্দিত মানুষের মুখ আমাকে আন্দোলিত করে। তাই হয়তো কমেডির প্রতি আমার বেশি টান। তাই কি? জানি না। মঞ্চে কমেডি করেছি অনেক। মধ্যবিত্ত পরিবারে জন্ম আমার। সমাজ, মানুষ, কষ্ট দুঃখ হাসি আনন্দ জয়-পরাজয় যুদ্ধ, মৃত্যু সব কাছ থেকে দেখেছি।   আমাদের বৃহত্তর পরিবারে রসবোধ, হাসি-ঠাট্টা নিত্যদিনের সাথী। কমেডি বা হাসি মানে শুধু বিনোদন না। হাসির আড়ালে দুঃখও থাকে। চার্লি চ্যাপলিন তাই আজও বড় প্রিয়। মুগ্ধ হয়ে দেখি। কমেডির মধ্যে শ্লেষ, বিদ্রুপ বিদ্রোহ থাকে। প্রতিবাদ থাকে। জন্মদিন মানেই আমার কাছে ছেলেবেলা। তেমন উদযাপন হতো না। বাবা খুব সকালে উঠে আমার জন্মদিনের তারিখটা সুরে সুরে আউড়াতেন। মা একটু বিশেষ কিছু করতেন। ভাইবোনরা ক্ষ্যাপাত-ব্যাস ওইটুকু। এখন অনেক মানুষ আমার জন্মদিনকে মনে রাখেন, শুভেচ্ছা জানান। মানুষের এই ভালোবাসা আমাকে আপ্লুত করে, আবেগ তাড়িত করে। আমি তো মানুষের জন্য কিছু করতে পারিনি। আজও আনন্দিত মুখ, হাসিমাখা মুখ আমাকে খুশি করে। যদি আমার কারণে তা হয়, তাহলেই এই মানবজনম সার্থক।  যারা বিভিন্নভাবে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, আমার কথা ১ মিনিটের জন্যও ভেবেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা। নিজের মতো করেই খুশি থাকুন, আনন্দিত জীবন হোক সবার। ভালোবাসা সকলকে।’
মা দিবসে রুনা খানের আবেগঘন বার্তা 
শোবিজের জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। ক্যারিয়ারে বেশ কিছু নাটক-সিনেমায় অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। ৪১ বছর বয়সে এসেও রুপের দ্যুতি ছড়াচ্ছেন এই অভিনেত্রী। আজ ‘বিশ্ব মা দিবস’ উপলক্ষে আবেগঘন বার্তা দিয়েছেন রুনা।  রোববার (১২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুকে মায়ের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে স্ট্যাটাস দিয়েছেন তিনি। প্রকাশ করেছেন মাকে নিয়ে কিছু অনুভূতি।  রুনার পোস্টটি পাঠকদের সুবিধার জন্য হুবহু তুলে ধরা হলো—  তার সঙ্গে আমার বয়সের পার্থক্য কুড়ি বছর। প্রথম ছবিটা আমি ক্লাস সেভেনে পড়াকালীন সময়ে তোলা। সে সময় সবাই আমাদের দুজনকে দেখে বলত— তোমরা কি দুজন বোন?   আমি বুড়ো হয়ে গেলাম, সে এখনও তরুণী। বয়সের সঙ্গে সঙ্গে তার সৌন্দর্য-তারুণ্য বাড়ছে। ধৈর্য, মানবিকতা, আধুনিকতায় তোমার মতো স্বশিক্ষিত মানুষ আমি জীবনে খুব কম দেখেছি। তুমি মানবিক-রুচিবোধসম্পন্ন, উদার, অপূর্ব সুন্দর মানুষ আম্মা। সুস্থ থাক, এমনই সুন্দর থাক, ভালোবাসা। ‘হ্যাপি মাদারস ডে’ আম্মা। 
মঞ্চে ফিরছে ‘মাধব মালঞ্চী’
অনেকদিন পর মঞ্চে ফিরছে থিয়েটার আর্ট ইউনিটের সাড়া জাগানো নাটক ‘মাধব মালঞ্চী’। আগামী শুক্র ও শনিবার (২৬ ও ২৭ এপ্রিল) সন্ধা ৭টায় নাটকটি প্রদর্শিত হবে রাজধানীর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে। মৈমনসিংহ গীতিকা অবলম্বনে বিভাস চক্রবর্তী রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন রোকেয়া রফিক বেবী। নাটকটির কাহিনিধারায় দেখা যাবে দুর্লভ রাজার ছোটপুত্র মাধবকে। রাণীর মৃত্যুর পর রাজা এই মাধবকে লালন-পালনের দায়িত্ব দেন তার বড় পুত্রবধূ চন্দ্রবনকে। কিন্তু হঠাৎ অসুস্থতায় দুর্লভ রাজার মৃত্যুর সঙ্গে সঙ্গে রাজা হওয়ার বাসনায় রাজপুত্রদের মধ্যে শুরু হয় সংঘর্ষ। ভবিষ্যত রাজা ঠিক করার জন্য গণনা করা হয় এবং তিনবারই গণনায় মাধবের নাম আসে। এই ঘটনায় বড় ভাইয়েরা মাধবকে মেরে ফেলার চক্রান্ত শুরু করলে চন্দ্রবন আদরের দেবরকে পাঠিয়ে দেয় দূর দেশে। একদিন সুদর্শন মাধবের প্রেমে পড়ে রাজকন্যা মালঞ্চী। এভাবেই এগিয়ে যায় নাটকের কাহিনি। ‘মাধব মালঞ্চী’ নাটকের সংগীত পরিকল্পনায় রয়েছেন সেলিম মাহবুব। আলো ও মঞ্চ পরিকল্পনা করেছেন জুনায়েদ ইউসুফ। সহনির্দেশনায় রয়েছেন মোকাদ্দেম মোরশেদ।
মুম্বাইয়ে সম্মাননা পেলেন কামরুজ্জামান মিল্লাত
থিয়েটারে বিশেষ অবদান রাখায় ভারতের মুম্বাইয়ে সম্মাননা পেলেন কামরুজ্জামান মিল্লাত। ডাব্লিউবিআর ক্রপের আয়োজনে ‌‘বেস্ট থিয়েটার অ্যান্ড মিডিয়া পার্সোনালিটি অব দ্যা ইয়ার বাংলাদেশ’ ক্যাটগরিতে তাকে ইন্টারন্যাশানাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যায় মুম্বাইয়ের সাহারা স্টার হোটেল আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে কামরুজ্জামান মিল্লাতের হাতে এ সম্মাননা তুলে দেন বলিউডের নায়িকা কিয়ারা আদভানি। পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে  কামরুজ্জামান মিল্লাত  বলেন, এতদিন শুধু কাজ করে গেছি, পুরস্কারের মাধ্যমে কাজের স্বীকৃতি পাচ্ছি। এই পুরস্কার আমাকে আরো ভালো কাজের অনুপ্রেরণা যোগাবে। এক্ষেত্রে সবার আগে  আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমার দল থিয়েটার আর্ট  ইউনিটকে। কারণ এই দলের মাধ্যমেই আমি কাজ করার সুযোগ পেয়েছি এবং কাজ করে যাচ্ছি। তিন দশকেরও বেশি সময় ধরে নাট্যচর্চায় সম্পৃক্ত রয়েছেন কামরুজ্জামান মিল্লাত। থিয়েটার আর্ট ইউনিটের হয়ে অভিনয় করেছেন লক্ষীর পালা, কোর্ট মার্শাল, গোলাপজান, আমিনা সুন্দরী, স্বপ্ন দেখো মানুষ, ছায়া চক্রসহ আরও বেশ কিছু নাটকে। দলের হয়ে দেশ-বিদেশে পাঁচ শতাধিক নাটকের প্রদর্শনীতে অভিনয় করেছেন তিনি। কামরুজ্জামান মিল্লাত বর্তমানে থিয়েটারের আর্ট ইউনিটের সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করছেন।  
শুক্রবার প্রাচ্যনাটের নাটক ‘অচলায়তন’
মঞ্চস্থ হতে যাচ্ছে প্রাচ্যনাটের ৪২তম প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অচলায়তন’।   শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাজধানীর জাতীয় নাট্যশালার মূলমঞ্চে নাটকটি মঞ্চায়ন হবে। নাটকটি নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। আলো ও মঞ্চ ডিজাইনে সাইফুল ইসলাম এবং সংগীত ভাবনা ও প্রয়োগে রয়েছেন নীল কামরুল। নাটকটির বিভিন্ন চরিত্র রূপায়ন করছেন শতাব্দী ওয়াদুদ, সানজিদা প্রীতি, শাহানা রহমান সুমি, শাহেদ আলী, ফরহাদ হামিদ, জাহাঙ্গীর আলম ও চেতনা রহমান ভাষা প্রমুখ। শিশুদের ওপর চাপিয়ে দেওয়া শিক্ষাব্যবস্থার শৃঙ্খল থেকে মুক্তির এক আনন্দময় উৎসব রবীন্দ্রনাথের ‘অচলায়তন’। অজড়, অনড় ভারতবর্ষের সমাজে শিশুদের প্রকৃতি বিচ্ছিন্ন করে মন্ত্র মুখস্থ করার এক কঠিন কর্মপ্রয়াসে লিপ্ত করা হয়েছে। ভারতবর্ষের এই শিক্ষাব্যবস্থা নিয়ে যথার্থই চিন্তিত ছিলেন রবীন্দ্রনাথ। তার চিন্তার সঙ্গে যুক্ত হয়েছিল তদানীন্তন ইউরোপীয় শিক্ষাব্যবস্থা। সে বিষয়গুলোই মূলত ‘অচলায়তনট’-এ তুলে ধরা হয়েছে।
শেষ হাসি হাসলেন তারানা হালিম
দ্বাদশ জাতীয় সংসদে মহিলা সংরক্ষিত আসনে নিজেদের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। সেই তালিকায় রয়েছেন অভিনেত্রী তারানা হালিম। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। এবার শোবিজের অনেক অভিনেত্রী সংরক্ষিত নারী আসনের জন্য মননোয়নপত্র কিনেছিলেন। সেই কাতারে ছিলেন, নায়িকা অপু বিশ্বাস, নিপুণ, সাবা, ঊর্মিলাসহ আরও অনেকে। তবে সবাইকে পিছনে ফেলে বিজয়ী হলেন তারানা হালিম।   তারানা হালিম ২০০৯ সালে প্রথম জাতীয় সংসদের সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে প্রথম নির্বাচিত হয়েছিলেন। পরে ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এ ছাড়া তিনি বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিরও সদস্য ছিলেন। তিনি ১৪ জুলাই ২০১৫ সালে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব প্রাপ্ত হয়েছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রসঙ্গত, দ্বাদশ সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনে আগামী ১৪ মার্চ ভোটের দিন রেখে ইতোমধ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। এর আগে, গত ৬ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ। তিন দিনে দলীয় ফরম কিনেছেন ১৫৪৯ জন নারী। মোট সাত কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকার মনোনয়ন ফরম বিক্রি হয়। নিয়ম অনুযায়ী এবার ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে ৪৮টি পাবে আওয়ামী লীগ (স্বতন্ত্র প্রার্থীদের কোটাসহ)। আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা হলেন- রেজিয়া ইসলাম, দ্রোপৌদী দেবি, আশিকা সুলতানা, রোকেয়া সুলতানা, কোহেলি কুদ্দুস, জেবিন মাহবুব, রুনু রেজা, ফরিদা আকতার, ফারজানা সুমি, খালেদা বাহান, নাজনীন নাহার, ফরিদা ইয়াসমিন, উম্মে ফারজানা, মাহফুজা সুলতানা, পারভীন জামান, অ্যারোমা দত্ত, অনিমা মুক্তি, মাসুদা সিদ্দিক, বেগম শামসুন্নাহার, মেহের আফরোজ চুমকি। এর আগে, বুধবার ( ১৪ ফেব্রুয়ারি) গণভবনে জাতীয় সংসদের সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।