• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo
জ্যোতিকে সম্মাননা দেবে মণিপুরি থিয়েটার
সৈয়দ বদরুদ্দীন হোসাইন উৎসব / সম্মাননা পাচ্ছেন আবুল হায়াত ও মান্নান হীরা
ভাষাসৈনিক, শিক্ষাবিদ, কলামিস্ট ও পদাতিকের আজীবন সভাপতি প্রয়াত নাট্যজন সৈয়দ বদরুদ্দীন হোসাইনের ১০১তম জন্মদিন উপলক্ষে  ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্য উৎসব ও স্মারক সম্মাননা ২০২৪’-এর আয়োজন করা হয়েছে। এতে দেশের দুই নাট্যব্যক্তিত্ব আবুল হায়াত ও মান্নান হীরাকে (মরণোত্তর) সম্মাননা দেওয়া হবে। মঙ্গলবার (১৪ মে) বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়। এ সময় বলা হয়, বৃহস্পতিবার (১৬ মে) বিকেল ৫টায় জাতীয় নাট্যশালার মূল হলের লবিতে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে নাট্যোৎসবের উদ্বোধন হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান। বিশেষ অতিথি থাকবেন নাট্যব্যক্তিত্ব ম. হামিদ, মামুনুর রশীদ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলি লাকী। উদ্বোধনী অনুষ্ঠান শেষে জাতীয় নাট্যশালার মূল হলে স্মারক সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পদাতিক নাট্য সংসদের সভাপতি তাসনিন হোসাইন তানু। চার দিনের উৎসবে (১৬-১৯ মে) নাটক মঞ্চস্থ করবে নাগরিক নাট্য সম্প্রদায়, আরণ্যক নাট্যদল, থিয়েটার, থিয়েটার আর্ট ইউনিট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, বাতিঘর, খোকন বয়াতি ও তার দল এবং নবরস। এছাড়া ভারতের কলকাতার নাটকের দল অনুচিন্তন দুটি নাটক মঞ্চস্থ করবে। উৎসবে প্রতিদিন বিকাল সাড়ে ৪টা হতে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত জাতীয় নাট্যশালার মূল হলের সম্মুখপ্রান্তের উন্মুক্ত মঞ্চে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা। সংবাদ সম্মেলনে পদাতিক নাট্য সংসদের সভাপতি সৈয়দ তাসনিন হোসাইন তানু, সহসভাপতি মোসলে উদ্দিন রুমু, সহসভাপতি মাহমুদুল কবীর, সাধারণ সম্পাদক মমিনুল হক দীপু প্রমুখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, সৈয়দ বদরুদ্দীন হোসাইনের জন্মদিন উপলক্ষে পদাতিক নাট্য সংসদ ২০১০ সাল থেকে প্রতিবছর এ নাট্যোৎসবের আয়োজন করে আসছে। 
তারিক আনাম খানের জন্মদিনের ভাবনা
মা দিবসে রুনা খানের আবেগঘন বার্তা 
মঞ্চে ফিরছে ‘মাধব মালঞ্চী’
মুম্বাইয়ে সম্মাননা পেলেন কামরুজ্জামান মিল্লাত
শুক্রবার প্রাচ্যনাটের নাটক ‘অচলায়তন’
মঞ্চস্থ হতে যাচ্ছে প্রাচ্যনাটের ৪২তম প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অচলায়তন’।   শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাজধানীর জাতীয় নাট্যশালার মূলমঞ্চে নাটকটি মঞ্চায়ন হবে। নাটকটি নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। আলো ও মঞ্চ ডিজাইনে সাইফুল ইসলাম এবং সংগীত ভাবনা ও প্রয়োগে রয়েছেন নীল কামরুল। নাটকটির বিভিন্ন চরিত্র রূপায়ন করছেন শতাব্দী ওয়াদুদ, সানজিদা প্রীতি, শাহানা রহমান সুমি, শাহেদ আলী, ফরহাদ হামিদ, জাহাঙ্গীর আলম ও চেতনা রহমান ভাষা প্রমুখ। শিশুদের ওপর চাপিয়ে দেওয়া শিক্ষাব্যবস্থার শৃঙ্খল থেকে মুক্তির এক আনন্দময় উৎসব রবীন্দ্রনাথের ‘অচলায়তন’। অজড়, অনড় ভারতবর্ষের সমাজে শিশুদের প্রকৃতি বিচ্ছিন্ন করে মন্ত্র মুখস্থ করার এক কঠিন কর্মপ্রয়াসে লিপ্ত করা হয়েছে। ভারতবর্ষের এই শিক্ষাব্যবস্থা নিয়ে যথার্থই চিন্তিত ছিলেন রবীন্দ্রনাথ। তার চিন্তার সঙ্গে যুক্ত হয়েছিল তদানীন্তন ইউরোপীয় শিক্ষাব্যবস্থা। সে বিষয়গুলোই মূলত ‘অচলায়তনট’-এ তুলে ধরা হয়েছে।
শেষ হাসি হাসলেন তারানা হালিম
দ্বাদশ জাতীয় সংসদে মহিলা সংরক্ষিত আসনে নিজেদের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। সেই তালিকায় রয়েছেন অভিনেত্রী তারানা হালিম। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। এবার শোবিজের অনেক অভিনেত্রী সংরক্ষিত নারী আসনের জন্য মননোয়নপত্র কিনেছিলেন। সেই কাতারে ছিলেন, নায়িকা অপু বিশ্বাস, নিপুণ, সাবা, ঊর্মিলাসহ আরও অনেকে। তবে সবাইকে পিছনে ফেলে বিজয়ী হলেন তারানা হালিম।   তারানা হালিম ২০০৯ সালে প্রথম জাতীয় সংসদের সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে প্রথম নির্বাচিত হয়েছিলেন। পরে ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এ ছাড়া তিনি বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিরও সদস্য ছিলেন। তিনি ১৪ জুলাই ২০১৫ সালে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব প্রাপ্ত হয়েছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রসঙ্গত, দ্বাদশ সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনে আগামী ১৪ মার্চ ভোটের দিন রেখে ইতোমধ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। এর আগে, গত ৬ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ। তিন দিনে দলীয় ফরম কিনেছেন ১৫৪৯ জন নারী। মোট সাত কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকার মনোনয়ন ফরম বিক্রি হয়। নিয়ম অনুযায়ী এবার ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে ৪৮টি পাবে আওয়ামী লীগ (স্বতন্ত্র প্রার্থীদের কোটাসহ)। আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা হলেন- রেজিয়া ইসলাম, দ্রোপৌদী দেবি, আশিকা সুলতানা, রোকেয়া সুলতানা, কোহেলি কুদ্দুস, জেবিন মাহবুব, রুনু রেজা, ফরিদা আকতার, ফারজানা সুমি, খালেদা বাহান, নাজনীন নাহার, ফরিদা ইয়াসমিন, উম্মে ফারজানা, মাহফুজা সুলতানা, পারভীন জামান, অ্যারোমা দত্ত, অনিমা মুক্তি, মাসুদা সিদ্দিক, বেগম শামসুন্নাহার, মেহের আফরোজ চুমকি। এর আগে, বুধবার ( ১৪ ফেব্রুয়ারি) গণভবনে জাতীয় সংসদের সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রাচ্যনাট্যের ২৭ বছর পূর্তিতে মঞ্চায়িত হবে ‘পুলসিরাত’
প্রাচ্যনাট্যের ২৭ বছর পূর্তি উপলক্ষে মঞ্চায়িত হবে নাটক ‘পুলসিরাত’। আগামী একুশে ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় বেইলী রোডের নিলিমা ইব্রাহীম মহিলা সমিতির মঞ্চে মঞ্চায়িত হবে নাটকটি।   ফিলিস্তিনি লেখক ঘাসান কানাফানির উপন্যাস ‘মেন ইন দ্য সান’ অবলম্বনে এটি অনুবাদ করেছেন মাসুমুল আলম। নাট্যরূপ দিয়েছেন ম‌নিরুল ইসলাম রু‌বেল এবং নি‌র্দেশনা দিয়েছেন কা‌জি তৌফিকুল ইসলাম ইমন। নাটকের শুরুতে থাকছে গান এবং নানান আয়োজন।   দুই সন্তান ও এক স্ত্রী রেখে এক বন্ধুর পরামর্শে নতুন এক স্বচ্ছন্দ্যময় স্বচ্ছল জীবনের আকাঙ্ক্ষা নিয়ে কুয়েত পাড়ি দিতে চায় আবু কায়েস। স্বপ্ন দেখেন, তার সন্তানেরা স্কুলে পড়াশোনা করবে। স্বভাবে বেশ নরম ও কিছুটা ভীতু স্বভাবের আবু কায়েস। তার ঠিক বিপরীত চরিত্রের আসাদ। বয়সে সে তরুণ। কিছুটা রাগী এবং স্বভাবে বেশ কৌশলী। নিশ্চিত ও উন্নত ভবিষ্যত গড়া এবং চাচাতো বোনকে বিয়ে করার স্বপ্ন তাকে যুগপৎ তাড়িত করে।  অন্যদিকে ষোল বছরের মারওয়ান স্কুলের পড়াশোনা ছেড়ে নিজের পরিবারের দায়িত্বের চাপে পাড়ি দিতে চায় স্বপ্নের কুয়েতে। তারা সবাই-ই ঘটনাক্রমে আবুল খাইজুরানের শরণাপন্ন হয়। আবুল খাইজুরান একজন পানিবাহী ট্যাঙ্ক লরির ড্রাইভার। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সে ব্রিটিশ বাহিনির হয়ে যুদ্ধ করেছে। আবার ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সাথেও কাঁধ মিলিয়ে লড়াই করেছে। সেখানে একবার আকস্মিক হামলায় সে বোমা বিস্ফোরণের শিকার হয়। তিনিই কায়েস, আসাদ আর মারওয়ানকে স্বপ্নের কুয়েত পর্যন্ত নিয়ে যেতে এগিয়ে আসে। তবে এর বিনিময়ে সে তিন জনের কাছ থেকে দশ দিনার করে নেবে। তার পানিবাহী লরিতে করে সে সীমান্ত পাড়ি দিবে তিন জনকে নিয়ে। খাইজুরানের জন্য সেটা মোটেও কষ্টকর কিছুনা। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন— আজাদ আবুল কালাম, শাহরিয়ার সজীব, মনিরুল ইসলাম রুবেল, সাইফুল ইসলাম জার্নাল, চেতনা রহমান ভাষা প্রমুখ। সেট ডিজাইন করেছেন শাহীনুর রহমান, সংগীত পরিকল্পনায় নীল কামরুল, আলোক পরিকল্পনায় বাবর খাদেম।  
পারিশ্রমিকের দশ লাখ টাকা ফান্ডে দিলেন তারা
ছোটপর্দার শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘ। ছোটপর্দার শিল্পীদের জন্য এই সংগঠনটি নিয়মিত কাজ করে যাচ্ছে। এর আগে বিভিন্ন সময় প্রমাণ মিলেছে। এবার ফের বিষয়টি বলার মতো ঘটনা ঘটল। নিজেদের পারিশ্রমিক ১০ লাখ টাকা সংঘের ফান্ডে প্রদান করলেন সংগঠনটির চার নেতা।  তারা হলেন- অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম, সাধারণ সম্পাদক রওনক হাসান, সাংগঠনিক সম্পাদক সাজু খাদেম এবং আইন ও কল্যাণ সম্পাদক উর্মিলা শ্রাবন্তী কর।  একটি জাতীয় ইভেন্ট থেকে পারিশ্রমিক হিসেবে ওই অর্থ পেয়েছিলেন তারা। প্রত্যেকে তাদের আড়াই লাখ টাকা করে পারিশ্রমিক ফান্ডে জমা করেছেন। অভিনয়শিল্পী সংঘের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করে তাদের ধন্যবাদ জানানো হয়। এ প্রসঙ্গের সভাপতি নাসিম বলেন, আমরা ফান্ড গঠন করার লক্ষ্যে এটা করেছি। সামনে অনেক পরিকল্পনা আছে। এগুলো বাস্তবায়ন করব।  অন্যদিকে এ প্রসঙ্গে সাজু খাদেম বলেন, আমাদের শিল্পীদের কল্যাণ ও সার্বিক সহযোগিতার জন্যই এই ফান্ড করা। আমাদের অ্যাক্টরস ইকুইটির ফান্ড যেন আরও সমৃদ্ধ হয়, সে কারণেই ফান্ডে টাকাটা জমা করা। আমরা চাই আমাদের ফান্ড সমৃদ্ধ থাকুক।
কেরালার থিয়েটার ফেস্টে ‘দ্য মেজারস টেকন’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা আগামী ১৪ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি ভারতের কেরালার ত্রিশুরের কালিকট বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় একটি নাট্য উৎসবে অংশগ্রহণ করবে। ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব থিয়েটার স্কুল’ শীর্ষক উৎসবে অংশ নিতে আট সদস্যের একটি দল ১১ জানুয়ারি কেরালার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জার্মান নাট্যকার বার্টল্ট ব্রেখটের লেখা নাটক ‘দ্য মেজারস টেকেন’ প্রদর্শণ করবেন।  নাটকটি অনুবাদ করেছেন শাহমান মৈশান, নির্দেশনা দিয়েছেন বিভাগীয় অধ্যাপক ইসরাফিল শাহীন।  অভিনয়ে রয়েছেন ওবায়দুর রহমান সোহান, নাসরিন সুলতানা, তানভীর আহমেদ, প্রণব বালা, অমিত চৌধুরী ও মনোহর দাস। এছাড়া ২৩ ও ২৪ জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন এবং কলকাতার রবীন্দ্রভাতী বিশ্ববিদ্যালয়ে ‘দ্য মেজারস টেকেন’ মঞ্চস্থ হবে।
গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন কামরুজ্জামান মিল্লাত
শিল্প-সংস্কৃতির বিভিন্ন শাখায় অবদান রাখা কৃতি ব্যক্তিদের অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে সম্মানিত করেছে গ্লোবাল স্টার কমিউনিকেশন।  মঞ্চনাটকে অভিনয়ের জন্য এ পুরস্কার পেয়েছেন থিয়েটার আর্টের কামরুজ্জামান মিল্লাত। গত শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা ধানমন্ডি ক্লাব মেট্রো শপিং মলে গ্লোবাল স্টার কমিউনিকেশন আয়োজিত ‘বাংলাদেশ বিনির্মাণে চলচ্চিত্র ও পর্যটন শিল্পের ভুমিকা’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে আজীবন সম্মাননা জানানো হয় বর্ষিয়ান অভিনেত্রী দিলারা জামানকে। থিয়েটার আর্টের সাড়া জাগানো নাটক ‘কোর্ট মার্শাল’-এ অভিনয়ের জন্য কামরুজ্জামান মিল্লাত পান শ্রেষ্ঠ মঞ্চ অভিনেতার পুরস্কার। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃনিজামুল হক নাসিম।  বিশেষ অতিথি ছিলেন সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম এ হারুন। তিন দশকেরও বেশি সময় ধরে নাট্যচর্চায় সম্পৃক্ত রয়েছেন কামরুজ্জামান মিল্লাত। থিয়েটার আর্ট ইউনিটের হয়ে অভিনয় করেছেন  কোর্ট মার্শাল, গোলাপজান, আমিনা সুন্দরী, স্বপ্ন দেখো মানুষ, ছায়া চক্রসহ আরও বেশ কিছু নাটকে। দলের হয়ে দেশ-বিদেশে পাঁচ শতাধিক নাটকের প্রদর্শনীতে অভিনয় করেছেন তিনি। কামরুজ্জামান মিল্লাত বর্তমানে থিয়েটারের আর্ট ইউনিটের সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি বিটিভির একজন তালিকাভুক্ত অভিনয়শিল্পী।
অভিনেতা রুবেলকে নিয়ে নির্মাতা অমিতাভ রেজার বিস্ফোরক মন্তব্য
সবাইকে কাঁদিয়ে বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় না ফেরার দেশে চলে গেছেন গুণী অভিনেতা আহমেদ রুবেল। তিনি আর সবার মাঝে নেই, এখনও বিষয়টি মেনে নিতে কষ্ট হচ্ছে অভিনেতার সহকর্মী থেকে শুরু করে ভক্তদেরও। শোকাহত হৃদয়ে রুবেলকে শেষ বিদায় জানালেন তার স্বজন-সহকর্মীরা। অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে মরদেহ আনা হয়েছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে। সেখানে তাকে শেষবারের মতো দেখতে উপস্থিত হয়েছেন দীর্ঘদিনের সহকর্মীরা।  এ সময় আহমেদ রুবেলকে নিয়ে কথা বলতে গিয়ে নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী বলেন, আমার জীবনের প্রথম কাজ রুবেল ভাইয়ের সঙ্গে হয়েছিল। তিনি অসাধারণ অভিনেতা ও শক্তশালী ভয়েস আর্টিস্ট ছিলেন। রুবেল ভাই একজন নিঃসঙ্গ মানুষ ছিলেন। মৃত্যুর আগে পেয়ারার সুবাসের টিম ছাড়া আমরা কেউ তার সঙ্গে যোগাযোগ করিনি।  তিনি আরও বলেন, রুবেল ভাইয়ের মৃত্যুতে আমি একটি কথা সবার উদ্দেশে বলতে চাই। আমাদের ধূমপান বন্ধ করা উচিত। অতিরিক্ত ধূমপান ক্ষতিকর। আমি জানি না এখানে এই সময়ে কথাগুলো বলা উচিত হচ্ছে কি না। তবুও বলছি। কেননা আমরা রুবেল ভাইয়ের মতো আর কাউকে হারাতে চাই না।  অমিতাভ রেজা ছাড়াও উপস্থিত ছিলেন নির্মাতা রেদয়ান রনি, নাট্যব্যক্তিত্ব নাসিরুদ্দিন ইউসুফসহ বিনোদন অঙ্গনের একাধিক ব্যক্তিত্ব। এ সময় রুবেলকে ফুলেল শ্রদ্ধা জানানো হয় একাধিক সংগঠনের পক্ষ থেকে।