দেশের নানান ইস্যুতে সক্রিয় ভূমিকা পালন করেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। শুধু তাই নয়, পশু-প্রাণীদের প্রতি বরাবরই সহানুভূতিশীল তিনি। এমনকি যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সবসময়ই প্রতিবাদ করতে দেখা যায়। বিশেষ করে পশু-প্রাণীদের প্রতি করা অন্যায়ের বিরুদ্ধে প্রতিনিয়ত আওয়াজ তোলেন নওশাবা।
কয়েকদিন আগেই রাজধানীর মোহাম্মদপুরে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে কুকুর হত্যা করার ঘটনায় সোচ্চার ছিলেন অভিনেত্রী। এবার সেই মৃত কুকুরদের জন্য মঞ্চ নাটকে দেখা যাবে নওশাবাকে।
শুক্রবার (৬ ডিসেম্বর) পরিবেশের গুরুত্বপূর্ণ ও মানুষের সবচেয়ে বিশ্বস্ত এই প্রাণীর কথা নিয়ে মঞ্চস্থ হতে যাচ্ছে নাটক। সেখানেও নিজেকে শামিল করেছেন নওশাবা। নাটকটির নাম ‘কণ্ঠনালিতে সূর্য’।
নাটকের দল তীরন্দাজ এবং নওশাবার সংগঠন টুগেদার উই ক্যান মিলে মঞ্চে আনছে নাটকটি। শুক্রবার বিকেল সাড়ে ৫টা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চায়ন হবে নাটকটি।
এ প্রসঙ্গে নওশাবা বলেন, আমি খুব অল্প সময়ের নোটিশে এই কাজটির সঙ্গে যুক্ত হয়েছি। সাধারণত আমি এত অল্প সময়ে কোনো কাজ করি না। কিন্তু কাজটিতে যেহেতু আমাদের বিশ্বস্ত বন্ধুদের (কুকুর) কথা রয়েছে, তাই আমি রাজি হয়েছি। কারণ, এখন সময় এগুলো নিয়ে কথা বলার। নাটকে আমরা একটা সাইলেন্ট পাপেট শো করব।
অভিনেত্রী আরও বলেন, রাস্তায় থাকা আমাদের বিশ্বস্ত এই বন্ধুদের নিয়ে আরো বেশি সচেতনতা বাড়ানো দরকার। এই পৃথিবী শুধু মানুষের না। আরও অনেক রকম প্রাণীর বাস এখানে। তাদের থাকার, বসবাসের উপযোগী পরিবেশ এই মানুষকেই করতে হবে।
প্রসঙ্গত, গত ২২ নভেম্বর রাজধানীর মোহাম্মাদপুরের জাপান গার্ডেন সিটি এলাকায় বেওয়ারিশ কুকুরের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ রয়েছে। ফলে এসব প্রাণীদের প্রতি একরকম তিক্ত অভিজ্ঞতার শিকার হচ্ছেন সেখানকার বাসিন্দারা। সামাজিক যোগাযোগমাধ্যমে কুকুরের প্রতি বিভিন্ন অভিযোগ এনে পোস্ট করেছেন অনেকে। এমন অবস্থায় দীর্ঘদিন ধরেই জাপান গার্ডেন সিটিবাসীর পক্ষ থেকে বেওয়ারিশ কুকুর নিধনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা ছিল। এবার সেটাই ঘটানো হয়েছে।
এদিকে এ ঘটনায় সকল প্রাণীহত্যার নিন্দা জানানোর পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও তুলেছেন প্রাণীপ্রেমীরা।
আরটিভি/এইচএসকে/এস