• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo

ধ্বংসস্তূপ থেকে একাই টেনে তুললেন কোহলি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ আগস্ট ২০১৮, ২৩:১১

এজবাস্টন টেস্টের দুইদিনেই ২০ উইকেট নেই। টেস্ট র‍্যাংকিংয়ে সফরকারী ভারত এক নম্বরে আর স্বাগতিক ইংল্যান্ড রয়েছে পাঁচ নম্বরে। কিন্তু দৈন্যদশা দেখা গেলো দু’দলেরই ব্যাটিং লাইন-আপে।

গতকাল বুধবার এজবাস্টনে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ইংল্যান্ড। কিন্তু ভারতীয়দের বোলিং তোপে প্রথম দিনেই হারায় ৯ উইকেট। দ্বিতীয় দিনে মাত্র দুই রান যোগ করে দশ উইকেটের পতন।

প্রথম ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ ১০ উইকেটে ২৮৭ রান।

জবাবে ব্যাট করতে নেমে আরও বেহাল দশা ভারতীয় ব্যাটিং লাইনে। বিরতিহীনভাবে উইকেট দিয়ে আসার প্রতিযোগিতায় একাই দলের হাল টেনে ধরেন অধিনায়ক বিরাট কোহলি।

চার নম্বরে ব্যাট করতে এসে বাকি সবাইকে দেখেছেন উইকেট দিয়ে আসতে। কিন্তু শেষ উইকেটে উমেশ যাদবের সঙ্গে জুটি গড়েন সর্বোচ্চ ৫৭ রানের। কোহলি ছাড়া বাকি ৯ জনের কেউই পার করতে পারেনি ৩০ রানের কোটা।

১৬ বলে উমেশ ১ রান করলেও অপরপ্রান্তে ৫২ রান তোলেন বিরাট।

শেষ পর্যন্ত আদিল রশিদের বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন ভারত কাপ্তান।

খেলেন ২২৫ বলে ১৪৯ রানের ইনিংস। ছিল ২২ টি চার আর একটি ছয়।

৭৬ ওভার ব্যাটিং করে ভারতের সংগ্রহ ২৭৪ রান। দ্বিতীয় দিনে ইংলিশরা এগিয়ে আছে ১৩ রানে।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • ক্রিকেট এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষার্থীদের স্বস্তি দিতে ক্লাসরুম হয়ে গেল ‘সুইমিং পুল’
বৃষ্টি আইনে ভারতের কাছে হারল বাংলাদেশ
বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে ফিরলেন ২০ বাংলাদেশি
সিলেটে বৃষ্টি, বন্ধ বাংলাদেশ-ভারত ম্যাচ
X
Fresh