• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

জিতেও জরিমানা গুনলেন জোসেফ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ জুলাই ২০১৮, ১৮:১২

মাত্র তিন রানের হার বাংলাদেশের। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও জয়টা বাংলাদেশের প্রাপ্য ছিল। কিন্তু নিজেদের ভুলে সেটা আর হল না। সিরিজ জিততে হলে অপেক্ষা করতে হবে তৃতীয় ম্যাচ পর্যন্ত।

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এদিন ভালো খেলেই জয়টা নিজেদের করে নিয়েছে কিন্তু ম্যাচে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা চোখে লেগেছে অনেকের।

বাংলাদেশ ব্যাটিং করার সময় বিজয়কে বোল্ড করে ক্যারিবীয় বোলারের উল্লাসটা আইসিসিরও চোখে লেগেছে।

ইনিংসের ২.২ ওভারের সময় জোসেফের বলে আউট হয়ে ফিরে যাওয়ার সময় কিছু একটা ইঙ্গিত করেন বিজয়কে।

যা আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল ওয়ান (২.২.৭) আইন ভঙ্গ। ইতোমধ্যে জোসেফের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে।

আইসিসির আইনে বলা আছে, খেলা চলাকালীন প্রতিপক্ষ দলের খেলোয়াড়কে বাজে কোনো কথা বা আক্রমণাত্মক আচরণ প্রদর্শন করলে লেভেল ওয়ানের শাস্তি প্রযোজ্য করা হবে।

খেলা শেষে আলজারি জোসেফ অবশ্য ম্যাচ রেফারি ক্রিস ব্রডের কাছে নিজের অপরাধ শিকার করে নেন। যার কারণে আনুষ্ঠানিক কোনো শুনানির দরকার হয়নি।

এমআর/ এমকে

মন্তব্য করুন

daraz
  • ক্রিকেট এর পাঠক প্রিয়
X
Fresh