• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বিশ্বকাপের আগে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে পাকিস্তান-ইংল্যান্ড

অনলাইন ডেস্ক
  ১৯ জুলাই ২০১৮, ১৮:৫১

আগামী বছরের ৩০ মে থেকে ইংল্যান্ডে শুরু হবে ক্রিকেট বিশ্বকাপ। তার আগে সেখানে স্বাগতিক দলের সঙ্গে সিরিজ খেলা সে তো বিশাল ব্যপার যে কোন দলের জন্য। আর এই সুযোগটা পেয়ে গেল পাকিস্তান।

২০১৯ বিশ্বকাপ শুরুর মাসে অর্থাৎ মে মাসেই পাঁচ ম্যাচের ওয়ানডে আর এক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান ও ইংল্যান্ড।

আজ বৃহস্পতিবার ইংল্যান্ড ও ওয়ালস ক্রিকেট বোর্ড তাদের নতুন সূচি ঘোষণা করে। যেখানে বলা হচ্ছে আগামী বছরের মে মাসে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলার কথা।

--------------------------------------------------------
আরও পড়ুন : দ্বিতীয় ম্যাচ জিতে সমতা ফেরালো শ্রীলঙ্কা ‘এ’ দল
--------------------------------------------------------

সূচি অনুযায়ী পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ৮মে ওভালে। দ্বিতীয় ম্যাচ হবে ১১ তারিখে সাউদাম্পটনে।

তৃতীয় ম্যাচ ১৪ তারিখে ব্রিজটাউনে। চতুর্থ ম্যাচ ১৭ মে নটিংহামে। পঞ্চম ও শেষ ম্যাচ হবে হেডিংলি তে ১৯ মে।

একটি মাত্র টি-টোয়েন্টি ম্যাচের তারিখ যদিও এখনও জানায়নি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

এই সিরিজের দশ দিন পরই শুরু হবে বিশ্বকাপ।

আরও পড়ুন : বাংলাদেশ ‘এ’ দলকে বড় লক্ষ্য দিলেন পেরারা

এমআর/

মন্তব্য করুন

daraz
  • ক্রিকেট এর পাঠক প্রিয়
X
Fresh