• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

অপেক্ষা ইনিংসে হারের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ জুলাই ২০১৮, ০৩:৫৮

এইতো ক’দিন আগের কথা। নিজেদের অভিষেক টেস্টে ভারতের কাছে মাত্র দু’দিনেই হেরে যায় আফগানিস্তান। এ নিয়ে অবশ্য কম কথাও হয়নি দেশ-বিদেশের গণমাধ্যমে।

আফগানরা তো তাও অভিষেকে দু’দিনের মাথায় টেস্ট হেরেছে। এতে আর কি ই বা আসে যায়। এক কথায় মেনে নেয়াটাই স্বাভাবিক।

কিন্তু বাংলাদেশ? ১৮ বছর ধরে টেস্ট খেলেও যদি দু’দিনের মাথায় ১৭ উইকেট দিয়ে আসে, তাও আবার প্রথম ইনিংসে সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড গড়ে। এর ব্যখ্যা কি হতে পারে!

চার বছর আগে ২০১৪ সালে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই টেস্ট আর ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে দেশে ফিরতে হয়েছিল বাংলাদেশকে।

চার বছর পর ২০১৮ তে এসে আবারও সেই ওয়েস্ট ইন্ডিজ। চার বছর আগের বাংলাদেশ এবার উন্নতি নয় বরং অবনতিরই আভাস দিচ্ছে বলা যায়।

এন্টিগায় দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে টসে হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় সফরকারীরা।

আগে ব্যাটিং করে দশে মিলে ৪৩ রান করার পর ওয়েস্ট ইন্ডিয়ানদের ব্যাটে রান উৎসব। অথচ দু’দলই ব্যাট করলো একই উইকেটে।

ক্যারিবীয় ওপেনার কার্লোস ব্রেথওয়েট খেললেন ২৯১ বলে ১২১ রানের ইনিংস। আরেক ওপেনার ডেভন স্মিথও পেলেন অর্ধশত রান।

দুই নম্বরে ব্যাট করতে আসা কিরন পাওয়েল যদিও দুই রানের জন্য হাঁকাতে পারেননি অর্ধশত রান। তবে ঠিকই ৬৭ রানের ইনিংস খেলে ফেলেন শাই হোপ।

সব মিলে ১০ উইকেটে ওয়েস্ট ইন্ডিজ করে ৪০৬ রান। বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৪৩ রান বাদ দিয়ে ক্যারিবীয়দের লিড দাঁড়ায় ৩৬৩ রানের।

প্রাপ্তি শুধু নিজের অভিষেক টেস্টে আবু জায়েদের ৩ উইকেট পাওয়া আর মিরাজের ৩ উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে দ্রুততম ৫০ উইকেটের মালিক হওয়া।

দ্বিতীয় ইনিংসে হয়তো ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। এমন কিছুর অপেক্ষায় থাকা টাইগার ভক্তরা শেষরাতে হয়তো ‘ধুর’ বলেই ঘুমাতে হল।

তামিম-সাকিবদের ব্যাটে প্রথম ইনিংসের পুনরাবৃত্তি। তামিম ইকবাল করেন ১৩ রান। যদিও তাতে টেস্ট ক্রিকেটে নিজের ৪ হাজার রান পূর্ণ হয়ে গেছে।

এরপর একে একে লিটন দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী মিরাজরা পথ ধরলেন প্যাভিলিয়নের পথে।

প্রথম ইনিংসে ৫ উইকেট নেয়া কেমার রোচ দ্বিতীয় ইনিংসে না নামলেও শেনন গ্যাব্রিয়েল নেন ৪ উইকেট সাথে জেসন হোল্ডারের দুটি।

মাত্র ১৮ ওভারে ৬২ রানেই নেই বাংলাদেশের ৬ উইকেট। দিন শেষে প্রাপ্তি খেলাটা অন্তত তৃতীয় দিনে গড়ালো।

এমআর/এএ

মন্তব্য করুন

daraz
  • ক্রিকেট এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী বহিষ্কার
মেসিদের সিনেমা এখন বাংলাদেশে!
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
X
Fresh