• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

‘এ’ দলে বিজয়-এবাদত

স্পোর্টস রিপোর্ট, আরটিভি অনলাইন

  ০২ জুলাই ২০১৮, ১৭:৩৫

এনামুল হক বিজয় অনেক দিন ধরেই নেই জাতীয় দলে। লাল-সবুজের জার্সিতে বিজয় না খেললেও ঘরোয়া লিগে দুর্দান্ত পারফর্মার। অন্যদিকে পেসার এবাদত হোসেনও নিজেকে প্রমাণ করেছেন ঘরোয়া লিগে।

দুজনই ডাক পেয়েছেন বাংলাদেশ ‘এ’ দলে। বাংলাদেশ ‘এ’ দল আর শ্রীলঙ্কা ‘এ’ দলের মধ্য চলছে চার দিনের ম্যাচ।

এরই মধ্যে চট্টগ্রামের ম্যাচ শেষ হয়েছে ড্রতে। পরের ম্যাচও অনুষ্ঠিত হবে একই ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

বিজয়-এবাদতকে জায়গা দিতে গিয়ে বাদ পড়েছে ওপেনার ব্যাটসম্যান মিজানুর রহমান আর লেগ স্পিনার রিশাদ হোসেন। দুজনই খেলার সুযোগ পায়নি প্রথম ম্যাচে। এছাড়া পিঠের চোটে দ্বিতীয় ম্যাচে খেলা হচ্ছেনা অলরাউন্ডার সাইফুদ্দিনের।

মিজানুর আর রিশাদের না খেলে বাদ পড়ার কারণও দেখিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

তিনি বলেন, বিজয়কে ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজের দলে রাখা হতে পারে। তাই তাকে ‘এ’ দলের হয়ে খেলার সুযোগ করে দেয়া। এছাড়াও পরের ম্যাচের উইকেটে ঘাস রাখা হচ্ছে। তাই রিশাদকে না খেলানোর সিদ্ধান্ত নেয়া।

এদিকে পেসার এবাদত হোসেন নিয়মিতই খেলছেন হাই-পারফরম্যান্স দলের হয়ে। ‘এ’ দলে এবাদতের খেলাটা তাই সময়ের ব্যাপার ছিলো।

বাংলাদেশ ‘এ’ দল: মোসাদ্দেক হোসেন (অধিনায়ক),এনামুল হক, সাদমান ইসলাম, সৌম্য সরকার, আফিফ হোসেন, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ আহমেদ, সাইফ হাসান, জাকির হোসেন, তুষার ইমরান, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি।

এমআর/এএ

মন্তব্য করুন

daraz
  • ক্রিকেট এর পাঠক প্রিয়
X
Fresh