• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

চিকিৎসা নিয়ে বাসায় ফিরলেন মাশরাফি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ আগস্ট ২০১৭, ১৭:৫৩

হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

শনিবার হঠাৎই অসুস্থ হওয়ায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে নেয়া হয়েছিল তাকে। যদিও হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা শেষে গুরুতর কোনো সমস্যা ধরা পড়েনি।

সকালে হঠাৎ করেই কফের সঙ্গে রক্ত আসায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে যান মাশরাফি। সেখানে ফুসফুসের কিছু প্রয়োজনীয় পরীক্ষা করা হয়।

পরে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম নিজ ফেসবুক পেজে মাশরাফির একটি ছবি পোস্ট করেন। এসময় দেশবাসীর কাছে মাশরাফির জন্য দোয়া চান তিনি।

এ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেন, গুরুতর কিছু হয়নি মাশরাফির। শনিবার সকালে কফের সঙ্গে একটু রক্ত আসাতে সতর্কতাবশতই হাসপাতালে যান তিনি। ফুসফুসের একটি পরীক্ষায় খারাপ কিছু পাওয়া যায়নি। তাকে হাসপাতালে ভর্তি হতে হবে না।

দলের বাকি সদস্যরা চট্টগ্রামে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে চট্টগ্রামে অনুশীলন করছেন তারা। আর কয়েকদিন বিশ্রামের পর ঢাকায় এইচপি (হাই পারফরম্যান্স) দলের সঙ্গে সাদা বলে অনুশীলন যোগ দেবেন মাশরাফি।

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • ক্রিকেট এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মৃত্যুর দু’বছর পর দেশে ফিরছে ২ প্রবাসীর মরদেহ
আহত আ.লীগ নেতাকে চিকিৎসা দিতে দেরি করায় ডাক্তারকে মারধর
বাসায় ফিরলেন খালেদা জিয়া
কালীগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, ৫০ হাজার টাকা জরিমানা 
X
Fresh