• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশের বিপক্ষে ছিটকে গেলেন ম্যাথিউস

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৪৬

বাংলাদেশের জন্য কিছুটা হলেও স্বস্তির খবর। আসছে টেস্ট সিরিজে থাকছেন না লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি। তাকে বাদ দিয়েই এখন দল ঘোষণা করতে হবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে।

আসছে মঙ্গলবার দেশটির দল ঘোষণা করার কথা।

গেলো ২২ জানুয়ারি ইনজুরিতে পড়েন ম্যাথিউস। দলের দরকারেই বাংলাদেশের বিপক্ষে গোটা সিরিজেই তাকে চাচ্ছিলো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় টেস্ট সিরিজ খেলতে পারবেন না। এ নিয়ে ৬ মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন লঙ্কান অধিনায়ক।

এর আগে গেলো বছর অক্টোবর-নভেম্বরে পায়ের ইনজুরির কারণে জিম্বাবুয়ে সফর বাতিল হয়ে যায় ম্যাথিউস’র। নিয়মিত সহ-অধিনায়ক দিনেশ চান্দিমালও ইনজুরিতে থাকায় জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কের দায়িত্ব পালন করেন স্পিনার রঙ্গনা হেরাথ। বাংলাদেশের বিপক্ষে ২টি টেস্টেও অধিনায়কের দায়িত্ব পালন করতে পারেন এ বাঁহাতি স্পিনার।

তবে টেস্টে না থাকলেও টাইগারদের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজে ফেরার সম্ভাবনা আছে ম্যাথিউসের।

আসছে ৭ থেকে ১১ মার্চ গলে হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট। আর দ্বিতীয় টেস্ট হবে ১৫ থেকে ১৯ মার্চ কলম্বোয়।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh